ETV Bharat / bharat

Jayalalithaa Death Controversy জয়ললিতার চিকিৎসায় কোনও ভুল ছিল না, জানিয়ে দিল এইমস - অরুমুঘাস্বামী কমিশন

জয়ললিতার (Jayaram Jayalalithaa) চিকিৎসা পদ্ধতিতে কোনও ভুল ছিল না ৷ এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্য়াল সায়েন্সেস (All India Institute of Medical Sciences) বা এইমস (AIIMS) এর সংশ্লিষ্ট প্যানেল ৷ সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে এই প্য়ানেল জয়ললিতার মৃত্যু (Jayalalithaa Death Controversy) নিয়ে চলা তদন্তে অরুমুঘাস্বামী কমিশনকে (Arumughaswamy Commission) সহযোগিতা করছিল ৷

AIIMS Report gives clean chit private hospital on Jayalalithaa Death Controversy
Jayalalithaa Death Controversy জয়ললিতার চিকিৎসায় কোনও ভুল ছিল না, জানিয়ে দিল এইমস
author img

By

Published : Aug 21, 2022, 9:21 PM IST

নয়াদিল্লি, 21 অগস্ট: মৃত্যুর আগে পর্যন্ত তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতার (Jayaram Jayalalithaa) যে চিকিৎসা করা হয়েছিল, তাতে কোনও ত্রুটি ছিল না ৷ এই মর্মে তাদের রিপোর্ট পেশ করেছে 'অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্য়াল সায়েন্সেস' (All India Institute of Medical Sciences) বা এইমস (AIIMS) ৷ এই ঘটনার তদন্তের জন্য সংস্থার চিকিৎসকদের নিয়ে প্য়ানেল তৈরি করা হয়েছিল ৷ সেই প্য়ানেলের তরফ থেকে রিপোর্ট পেশ করে বলা হয়, সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা জয়ললিতার সঠিক চিকিৎসা করেছিলেন ৷ তাতে কোনও ভুল ছিল না ৷ এইমসের এই রিপোর্টে স্বস্তি ফিরল দক্ষিণ ভারতের ওই হাসপাতালের ৷

প্রসঙ্গত, জয়ললিতার হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে তাঁর মৃত্যু পর্যন্ত, নানামহলে জয়ললিতার চিকিৎসা নিয়েই প্রশ্ন তোলা হয় (Jayalalithaa Death Controversy) ৷ এমনকী, সংশ্লিষ্ট হাসপাতাল এবং সেখানকার চিকিৎসকদের বিরুদ্ধে কর্তব্য়ে গাফিলতিরও অভিযোগ ওঠে ৷ বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত ৷ এরপর সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ঘটনার তদন্তের জন্য গঠিত হয় অরুমুঘাস্বামী কমিশন (Arumughaswamy Commission) ৷ একইসঙ্গে, এইমস-কে নির্দেশ দেওয়া হয়, তাদের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্যানেল তৈরি করতে হবে ৷ সেই প্যানেলের সদস্যরা তদন্তে অরুমুঘাস্বামী কমিশনকে তদন্তে সাহায্য করবেন ৷

আরও পড়ুন: ভোটমুখী হিমাচলে দলের পদ ছাড়লেন আনন্দ শর্মা, কংগ্রেসের অন্দরে কোন্দলের আভাস

ইতিমধ্যেই এইমস-এর প্য়ানেলের সদস্যরা জয়ললিতার চিকিৎসার খুঁটিনাটি তথ্য খতিয়ে দেখেছেন ৷ তাঁদের বক্তব্য, সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকরা সেই সময় এআইএডিএমকে (AIADMK) নেত্রীর যেভাবে চিকিৎসা করেছিলেন, তাঁরা সেই পদ্ধতির সঙ্গে সম্পূর্ণ সহমত ৷

প্রসঙ্গত 2016 সালের 5 ডিসেম্বর প্রয়াত হন জয়ললিতা ৷ তাঁর মৃত্যুর পরই তামিলনাড়ুর রাজনীতির রাশ কার হাতে থাকবে, তা নিয়ে শুরু হয় লড়াই ৷ জয়ললিতার পর তাৎক্ষণিকভাবে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব পান ও পনীরসেলভম (O Pannerselvam) ৷ প্রশাসনিক ক্ষমতা হাতে আসতেই জয়ললিতার মৃত্যুর তদন্তের দাবি তোলেন তিনি ৷ তার রেশ ধরেই পরবর্তীতে অরুমুঘাস্বামী কমিশন গঠিত হয় ৷ 2017 সালের নভেম্বর মাস থেকে এই কমিশন তদন্তের কাজ শুরু করে ৷ জয়লতিতার চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি তামিলনাড়ুর তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব ও অর্থমন্ত্রীর সঙ্গেও কথা বলেন কমিশনের নেতৃত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি এ অরুমুঘাস্বামী ৷

নয়াদিল্লি, 21 অগস্ট: মৃত্যুর আগে পর্যন্ত তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতার (Jayaram Jayalalithaa) যে চিকিৎসা করা হয়েছিল, তাতে কোনও ত্রুটি ছিল না ৷ এই মর্মে তাদের রিপোর্ট পেশ করেছে 'অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্য়াল সায়েন্সেস' (All India Institute of Medical Sciences) বা এইমস (AIIMS) ৷ এই ঘটনার তদন্তের জন্য সংস্থার চিকিৎসকদের নিয়ে প্য়ানেল তৈরি করা হয়েছিল ৷ সেই প্য়ানেলের তরফ থেকে রিপোর্ট পেশ করে বলা হয়, সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা জয়ললিতার সঠিক চিকিৎসা করেছিলেন ৷ তাতে কোনও ভুল ছিল না ৷ এইমসের এই রিপোর্টে স্বস্তি ফিরল দক্ষিণ ভারতের ওই হাসপাতালের ৷

প্রসঙ্গত, জয়ললিতার হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে তাঁর মৃত্যু পর্যন্ত, নানামহলে জয়ললিতার চিকিৎসা নিয়েই প্রশ্ন তোলা হয় (Jayalalithaa Death Controversy) ৷ এমনকী, সংশ্লিষ্ট হাসপাতাল এবং সেখানকার চিকিৎসকদের বিরুদ্ধে কর্তব্য়ে গাফিলতিরও অভিযোগ ওঠে ৷ বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত ৷ এরপর সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ঘটনার তদন্তের জন্য গঠিত হয় অরুমুঘাস্বামী কমিশন (Arumughaswamy Commission) ৷ একইসঙ্গে, এইমস-কে নির্দেশ দেওয়া হয়, তাদের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্যানেল তৈরি করতে হবে ৷ সেই প্যানেলের সদস্যরা তদন্তে অরুমুঘাস্বামী কমিশনকে তদন্তে সাহায্য করবেন ৷

আরও পড়ুন: ভোটমুখী হিমাচলে দলের পদ ছাড়লেন আনন্দ শর্মা, কংগ্রেসের অন্দরে কোন্দলের আভাস

ইতিমধ্যেই এইমস-এর প্য়ানেলের সদস্যরা জয়ললিতার চিকিৎসার খুঁটিনাটি তথ্য খতিয়ে দেখেছেন ৷ তাঁদের বক্তব্য, সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকরা সেই সময় এআইএডিএমকে (AIADMK) নেত্রীর যেভাবে চিকিৎসা করেছিলেন, তাঁরা সেই পদ্ধতির সঙ্গে সম্পূর্ণ সহমত ৷

প্রসঙ্গত 2016 সালের 5 ডিসেম্বর প্রয়াত হন জয়ললিতা ৷ তাঁর মৃত্যুর পরই তামিলনাড়ুর রাজনীতির রাশ কার হাতে থাকবে, তা নিয়ে শুরু হয় লড়াই ৷ জয়ললিতার পর তাৎক্ষণিকভাবে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব পান ও পনীরসেলভম (O Pannerselvam) ৷ প্রশাসনিক ক্ষমতা হাতে আসতেই জয়ললিতার মৃত্যুর তদন্তের দাবি তোলেন তিনি ৷ তার রেশ ধরেই পরবর্তীতে অরুমুঘাস্বামী কমিশন গঠিত হয় ৷ 2017 সালের নভেম্বর মাস থেকে এই কমিশন তদন্তের কাজ শুরু করে ৷ জয়লতিতার চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি তামিলনাড়ুর তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব ও অর্থমন্ত্রীর সঙ্গেও কথা বলেন কমিশনের নেতৃত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি এ অরুমুঘাস্বামী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.