ETV Bharat / bharat

কোভিড রোগীদের সাহায্য় করতে 'হ্য়ালো ডক্টর' চালু কংগ্রেসের - রাহুল গান্ধি

কংগ্রেসের তরফে যে হেল্পলাইন চালু করা হয় তার নম্বর +91 9983836838 ৷ আজ টুইট করে রাহুল গান্ধি জানিয়েছেন, আমরা চালু করেছি হ্য়ালো ডক্টর ৷ এটি একটি মেডিকেল অ্য়াডভাইসারি হেল্পলাইন নম্বর ৷

rahul
রাহুল গান্ধি (ফাইল ফোটো)
author img

By

Published : May 1, 2021, 2:01 PM IST

নয়াদিল্লি, 1 মে : কোভিড রোগীদের সাহায্য় করতে এবার উদ্য়োগী কংগ্রেস ৷ এবার তাদের তরফে চালু করা হল একটি হেল্পলাইন নম্বর ৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধি ওই হেল্পলাইনের উদ্বোধন করেন ৷ নাম দেওয়া হয়েছে হ্য়ালো ডক্টর ৷

আরও পড়ুন- ভাটপাড়ায় তৃণমূল নেতাকে গুলি

কংগ্রেসের তরফে যে হেল্পলাইন চালু করা হয় তার নম্বর +91 9983836838 ৷ আজ টুইট করে রাহুল গান্ধি জানিয়েছেন, আমরা চালু করেছি হ্য়ালো ডক্টর ৷ এটি একটি মেডিকেল অ্য়াডভাইসারি হেল্পলাইন নম্বর ৷ কোভিড সংক্রান্ত যে কোনও সমস্য়ায় ওই নম্বরে ফোন করার অনুরোধ করেছেন রাহুল গান্ধি ৷

এর সঙ্গে একটি লিঙ্ক শেয়ার করেছেন রাহুল গান্ধি ৷ সেখানে তিনি ডাক্তার ও স্বাস্থ্য় পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে ওই লিঙ্কে নিজের নাম নথিভুক্ত করার অনুরোধ করেছেন ৷ এবং তাঁদের সাহায্য় প্রার্থনা করেছেন ৷ মূলত যাঁরা কোভিড সংক্রান্ত বিষয়ে সাহায্য় চাইবেন তাঁদের পরিষেবা দেওয়ার জন্য় চিকিৎসকদের আহ্বাণ করেছেন কংগ্রেস নেতা ৷

  • India needs to stand together and help our people.

    We have launched ‘Hello Doctor’ a medical advisory helpline. Please call +919983836838 for medical advice.

    Dear Dr’s & mental health professionals, we need your help. Please enroll on https://t.co/KbNzoy1PUa

    — Rahul Gandhi (@RahulGandhi) May 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন- আগামীকালই রাজ্য়ে নতুন সরকার আসছে, আত্মবিশ্বাসী দিলীপ

গতকালই অন্ধ্রপ্রদেশের কংগ্রেস কমিটি প্রেসিডেন্ট জানিয়েছিলেন কোভিড পরিস্থিতি মোকাবিলা করতে তাঁরা প্রতিটি জেলায় একটি করে কন্ট্রোল রুম তৈরি করেছেন ৷ মূলত কোভিড আক্রান্তদের বেড, অক্সিজেন, প্লাজ়মা সহ একাধিক বিষয়ে সাহায্য় করাই লক্ষ্য তাদের ৷

নয়াদিল্লি, 1 মে : কোভিড রোগীদের সাহায্য় করতে এবার উদ্য়োগী কংগ্রেস ৷ এবার তাদের তরফে চালু করা হল একটি হেল্পলাইন নম্বর ৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধি ওই হেল্পলাইনের উদ্বোধন করেন ৷ নাম দেওয়া হয়েছে হ্য়ালো ডক্টর ৷

আরও পড়ুন- ভাটপাড়ায় তৃণমূল নেতাকে গুলি

কংগ্রেসের তরফে যে হেল্পলাইন চালু করা হয় তার নম্বর +91 9983836838 ৷ আজ টুইট করে রাহুল গান্ধি জানিয়েছেন, আমরা চালু করেছি হ্য়ালো ডক্টর ৷ এটি একটি মেডিকেল অ্য়াডভাইসারি হেল্পলাইন নম্বর ৷ কোভিড সংক্রান্ত যে কোনও সমস্য়ায় ওই নম্বরে ফোন করার অনুরোধ করেছেন রাহুল গান্ধি ৷

এর সঙ্গে একটি লিঙ্ক শেয়ার করেছেন রাহুল গান্ধি ৷ সেখানে তিনি ডাক্তার ও স্বাস্থ্য় পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে ওই লিঙ্কে নিজের নাম নথিভুক্ত করার অনুরোধ করেছেন ৷ এবং তাঁদের সাহায্য় প্রার্থনা করেছেন ৷ মূলত যাঁরা কোভিড সংক্রান্ত বিষয়ে সাহায্য় চাইবেন তাঁদের পরিষেবা দেওয়ার জন্য় চিকিৎসকদের আহ্বাণ করেছেন কংগ্রেস নেতা ৷

  • India needs to stand together and help our people.

    We have launched ‘Hello Doctor’ a medical advisory helpline. Please call +919983836838 for medical advice.

    Dear Dr’s & mental health professionals, we need your help. Please enroll on https://t.co/KbNzoy1PUa

    — Rahul Gandhi (@RahulGandhi) May 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন- আগামীকালই রাজ্য়ে নতুন সরকার আসছে, আত্মবিশ্বাসী দিলীপ

গতকালই অন্ধ্রপ্রদেশের কংগ্রেস কমিটি প্রেসিডেন্ট জানিয়েছিলেন কোভিড পরিস্থিতি মোকাবিলা করতে তাঁরা প্রতিটি জেলায় একটি করে কন্ট্রোল রুম তৈরি করেছেন ৷ মূলত কোভিড আক্রান্তদের বেড, অক্সিজেন, প্লাজ়মা সহ একাধিক বিষয়ে সাহায্য় করাই লক্ষ্য তাদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.