আহমেদাবাদ, 20 জানুয়ারি: অভিজাত আবাসনে স্ত্রীর (Man Kills Wife) গলা কেটে হত্যা করার পর ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ সেই আগুন নেভাতে গিয়ে কালঘাম ছুটল দমকলের 12টি ইঞ্জিনের ৷ আহমেদাবাদের গোদরেজ গার্ডেন সিটির ইডেন-ফাইভের পঞ্চম তলে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে ।
গোদরেজ গার্ডেন সিটির অগ্নিকাণ্ডের ঘটনার পর একটি বড় ঘটনা প্রকাশ্যে এসেছে । অভিযোগ, ওই আবাসনে এক ব্যক্তি তাঁর স্ত্রীর (Man cut his wife throat) গলার নলি কেটে তাঁকে হত্যা করেন ৷ এরপরে তিনি ঘরে আগুন ধরিয়ে দেন ।
শুক্রবার আহমেদাবাদের গোদরেজ গার্ডেন সিটির ইডেন-ফাইভ ফ্ল্যাটের পঞ্চম তলায় আগুন লাগে । দমকলের 12টি ইঞ্জিন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ৷ প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে অন্য ঘটনা ৷
সোসাইটির চেয়ারম্যান দর্শনভাই জানান, "আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে নিরাপত্তা কর্মীদের জানানো হয় ৷ তাঁরা আমাকে ফোন করলে আমিও সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাই । ফ্ল্যাটের ভিতরের অগ্নিনির্বাপন ব্যবস্থার দ্বারা আগুন নেভানোর চেষ্টা করি ৷ এরপরই ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় ৷ ফায়ার ব্রিগেডের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় । অভ্যন্তরীণ কোনও সমস্যার খোঁজ মেলেনি ৷"
আরও পড়ুন: স্বামী উচ্চমাধ্যমিক পাশ, বিয়ের 2 বছর পর বিবাহবিচ্ছেদের মামলা করলেন স্ত্রী
তবে পরে প্রকাশ্যে আসে অন্য ঘটনা ৷ জানা গিয়েছে, ওই পরিবারটি গত সাত বছর ধরে সেখানে বসবাস করছিল । সেখানকার মালিক অনিল বাঘেল একটি কেমিক্যাল কারখানায় কাজ করতেন । অগ্নিকাণ্ডের ঘটনার পর অনিল বাঘেল এবং তাঁর স্ত্রী অনিতা বাঘেল নিচে পড়েছিলেন ৷ অনিতাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে এবং অনিলকে সোলা সিভিল হাসপাতালে ভর্তি করা হয় । ওই বাড়িতে আগুন লাগার অন্য কোনও কারণ ছিল কি না তা এফএসএল তদন্ত করছে ।
গোদরেজ গার্ডেন সিটির ইডেন-ফাইভ ফ্ল্যাটের পঞ্চম তলায় 405 নম্বর বাড়িতে বসবাসকারী ওই পরিবার তাঁদের দুই সন্তানকে স্কুলে পাঠিয়ে বাড়ি ফিরে একে-অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় বলে জানা গিয়েছে । সংসারে অভাব অনটনের কারণে এই ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে ।