ETV Bharat / bharat

Atal Bridge: মোরবি সেতু বিপর্যয়ের জের, অটল ব্রিজে মানুষের ওঠায় নিয়ন্ত্রণ আমেদাবাদ পৌরনিগমের

সবরমতী নদীর উপরে তৈরি হওয়া অটল ব্রিজে মানুষের ওঠায় নিয়ন্ত্রণ লাগু করা হবে (Restricts Number of Visitors in Atal Bridge) ৷ এমনটাই সিদ্ধান্ত নিয়েছে আমেদাবাদ পৌরনিগম কর্তৃপক্ষ ৷ মোরবিতে ব্রিজ বিপর্যয়ের (Gujarat Bridge Collapse) জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

Ahmedabad Civic Body Restricts Number of Visitors in Atal Bridge on Sabarmati River
Ahmedabad Civic Body Restricts Number of Visitors in Atal Bridge on Sabarmati River
author img

By

Published : Nov 1, 2022, 12:21 PM IST

আমেদাবাদ, 1 নভেম্বর: রবিবার সন্ধ্যেয় মোরবিতে মাচ্ছু নদীতে ব্রিজ ভেঙে 134 জনের মৃত্যু হয়েছে (Gujarat Bridge Collapse) ৷ সেই ঘটনার পর এবার আরও সতর্ক গুজরাত প্রশাসন ৷ সরবমতী নদীর (Sabarmati River) উপরে তৈরি অটল ব্রিজে লোক চলাচলে এবার নিয়ন্ত্রণ (Restricts Number of Visitors in Atal Bridge) আনছে আমেদাবাদ পৌরনিগম (Ahmedabad Civic Body) ৷ সোমবার আমেদাবাদ পৌরনিগম সিদ্ধান্ত নিয়েছে, প্রতি ঘণ্টায় অটল ব্রিজের উপরে 3 হাজারের বেশি লোককে উঠতে দেওয়া হবে না ৷ আপাতত বাড়তি সতর্কতা হিসাবে এই পদক্ষেপ বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷

প্রসঙ্গত, আমেদাবাদে সবরমতী নদীর উপর দিয়ে 300 মিটার লম্বা এবং 14 মিটার চওড়া এই ফুট ব্রিজ তৈরি করেছে গুজরাত সরকার ৷ এই ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে, আমেদাবাদ পৌরনিগম পরিচালিত সবরমতী রিভারফ্রন্ট ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত 3 হাজার মানুষ একসঙ্গে অটল ব্রিজে উঠতে পারবেন ৷ 2,600 টন লোহার পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এই পায়ে হাঁটা বা ফুটওভার ব্রিজ ৷ এই ব্রিজটি সাধারণত 12 হাজার মানুষের ওজন একবারে নিতে সক্ষম ৷ কিন্তু, রবিবার মোরবিতে যে দুর্ঘটনা ঘটেছে, তার পর সাবধানতা অবলম্বন করতে চাইছে আমেদাবাদ পৌরনিগম কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে নামি ঘড়ি প্রস্তুতকারক সংস্থা, কিন্ত কেন ? উত্তর অজানা মোরবি প্রশাসনের

গত 27 অগস্ট আমেদাবাদে সবরমতী নদীর উপরে তৈরি এই অটল ব্রিজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সবরমতীর তীরের পশ্চিম প্রান্তের ‘ফ্লাওয়ার গার্ডেন’ ও নির্মীয়মান শিল্প ও সংস্কৃতি কেন্দ্রকে যুক্ত করে এই অটল ব্রিজ ৷ তবে, এই ব্রিজটি অনেক মজবুত বলে দাবি করেছে সবরমতী রিভারফ্রন্ট ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরা ৷

আমেদাবাদ, 1 নভেম্বর: রবিবার সন্ধ্যেয় মোরবিতে মাচ্ছু নদীতে ব্রিজ ভেঙে 134 জনের মৃত্যু হয়েছে (Gujarat Bridge Collapse) ৷ সেই ঘটনার পর এবার আরও সতর্ক গুজরাত প্রশাসন ৷ সরবমতী নদীর (Sabarmati River) উপরে তৈরি অটল ব্রিজে লোক চলাচলে এবার নিয়ন্ত্রণ (Restricts Number of Visitors in Atal Bridge) আনছে আমেদাবাদ পৌরনিগম (Ahmedabad Civic Body) ৷ সোমবার আমেদাবাদ পৌরনিগম সিদ্ধান্ত নিয়েছে, প্রতি ঘণ্টায় অটল ব্রিজের উপরে 3 হাজারের বেশি লোককে উঠতে দেওয়া হবে না ৷ আপাতত বাড়তি সতর্কতা হিসাবে এই পদক্ষেপ বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷

প্রসঙ্গত, আমেদাবাদে সবরমতী নদীর উপর দিয়ে 300 মিটার লম্বা এবং 14 মিটার চওড়া এই ফুট ব্রিজ তৈরি করেছে গুজরাত সরকার ৷ এই ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে, আমেদাবাদ পৌরনিগম পরিচালিত সবরমতী রিভারফ্রন্ট ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত 3 হাজার মানুষ একসঙ্গে অটল ব্রিজে উঠতে পারবেন ৷ 2,600 টন লোহার পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এই পায়ে হাঁটা বা ফুটওভার ব্রিজ ৷ এই ব্রিজটি সাধারণত 12 হাজার মানুষের ওজন একবারে নিতে সক্ষম ৷ কিন্তু, রবিবার মোরবিতে যে দুর্ঘটনা ঘটেছে, তার পর সাবধানতা অবলম্বন করতে চাইছে আমেদাবাদ পৌরনিগম কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে নামি ঘড়ি প্রস্তুতকারক সংস্থা, কিন্ত কেন ? উত্তর অজানা মোরবি প্রশাসনের

গত 27 অগস্ট আমেদাবাদে সবরমতী নদীর উপরে তৈরি এই অটল ব্রিজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সবরমতীর তীরের পশ্চিম প্রান্তের ‘ফ্লাওয়ার গার্ডেন’ ও নির্মীয়মান শিল্প ও সংস্কৃতি কেন্দ্রকে যুক্ত করে এই অটল ব্রিজ ৷ তবে, এই ব্রিজটি অনেক মজবুত বলে দাবি করেছে সবরমতী রিভারফ্রন্ট ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.