আমেদাবাদ, 1 নভেম্বর: রবিবার সন্ধ্যেয় মোরবিতে মাচ্ছু নদীতে ব্রিজ ভেঙে 134 জনের মৃত্যু হয়েছে (Gujarat Bridge Collapse) ৷ সেই ঘটনার পর এবার আরও সতর্ক গুজরাত প্রশাসন ৷ সরবমতী নদীর (Sabarmati River) উপরে তৈরি অটল ব্রিজে লোক চলাচলে এবার নিয়ন্ত্রণ (Restricts Number of Visitors in Atal Bridge) আনছে আমেদাবাদ পৌরনিগম (Ahmedabad Civic Body) ৷ সোমবার আমেদাবাদ পৌরনিগম সিদ্ধান্ত নিয়েছে, প্রতি ঘণ্টায় অটল ব্রিজের উপরে 3 হাজারের বেশি লোককে উঠতে দেওয়া হবে না ৷ আপাতত বাড়তি সতর্কতা হিসাবে এই পদক্ষেপ বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷
প্রসঙ্গত, আমেদাবাদে সবরমতী নদীর উপর দিয়ে 300 মিটার লম্বা এবং 14 মিটার চওড়া এই ফুট ব্রিজ তৈরি করেছে গুজরাত সরকার ৷ এই ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে, আমেদাবাদ পৌরনিগম পরিচালিত সবরমতী রিভারফ্রন্ট ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত 3 হাজার মানুষ একসঙ্গে অটল ব্রিজে উঠতে পারবেন ৷ 2,600 টন লোহার পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এই পায়ে হাঁটা বা ফুটওভার ব্রিজ ৷ এই ব্রিজটি সাধারণত 12 হাজার মানুষের ওজন একবারে নিতে সক্ষম ৷ কিন্তু, রবিবার মোরবিতে যে দুর্ঘটনা ঘটেছে, তার পর সাবধানতা অবলম্বন করতে চাইছে আমেদাবাদ পৌরনিগম কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন: সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে নামি ঘড়ি প্রস্তুতকারক সংস্থা, কিন্ত কেন ? উত্তর অজানা মোরবি প্রশাসনের
গত 27 অগস্ট আমেদাবাদে সবরমতী নদীর উপরে তৈরি এই অটল ব্রিজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সবরমতীর তীরের পশ্চিম প্রান্তের ‘ফ্লাওয়ার গার্ডেন’ ও নির্মীয়মান শিল্প ও সংস্কৃতি কেন্দ্রকে যুক্ত করে এই অটল ব্রিজ ৷ তবে, এই ব্রিজটি অনেক মজবুত বলে দাবি করেছে সবরমতী রিভারফ্রন্ট ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরা ৷