ETV Bharat / bharat

TMC announces Tripura state committee: নজরে নির্বাচন ! ত্রিপুরায় রাজ্য কমিটি ঘোষণা তৃণমূলের, নেতৃত্বে সুবল ভৌমিক - ত্রিপুরায় তৃণমূলের রাজ্য কমিটি

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Polls 2023) কথা মাথায় রেখে সুবল ভৌমিককে সভাপতি করে ত্রিপুরার রাজ্য কমিটি (Tripura state committee president Subal Bhowmik) ঘোষণা করল তৃণমূল কংগ্রেস (TMC announces Tripura state committee)৷

Ahead Of 2023 Assembly Polls TMC announces Tripura state committee headed by Subal Bhowmik
থাম্বনেইল
author img

By

Published : Apr 29, 2022, 4:24 PM IST

Updated : Apr 29, 2022, 4:34 PM IST

কলকাতা, 29 এপ্রিল: শুক্রবার তৃণমূল কংগ্রেসের তরফে ত্রিপুরার রাজ্য কমিটি ঘোষণা করা হল । তৃণমূল কংগ্রেসের পাঠানো এই তালিকায় সুবল ভৌমিককে (Tripura state committee president Subal Bhowmik) মাথায় রেখে 132 জন সদস্যের রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে । বছর ঘুরতেই ত্রিপুরা বিধানসভা নির্বাচন (Tripura Assembly Polls 2023)৷ রাজনৈতিক মহল মনে করছে, এই নির্বাচনের কথা মাথায় রেখেই সম্পূর্ণ রাজ্য কমিটি ঘোষণা করা হল (TMC announces Tripura state committee)।

এই তালিকায় রয়েছেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় । তাঁকে ত্রিপুরার স্টেট ইনচার্জ-এর দায়িত্ব দেওয়া হয়েছে । একই ভাবে তৃণমূল নেতা সুবল ভৌমিককে রাজ্য সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে । তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ত্রিপুরায় ছয় সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে । সেই কমিটিতে রয়েছেন সুস্মিতা দেব, আশিস দাস, ভৃগুরাম রেয়াং, আশিস লাল সিং, মামন খান এবং সুবল ভৌমিক । শুধু তাই নয়, এ দিন তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে ত্রিপুরা রাজ্য কমিটিতে 27 জন মহিলা সদস্য রয়েছেন । কমিটিতে 16 জন তফসিলি জাতি, 18 জন তফসিলি উপজাতি এবং 32 জন ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছেন । এ ছাড়াও রয়েছেন 14 জন মুসলিম প্রতিনিধি ।

আরও পড়ুন: Abhishek Banerjee in Tripura : কংগ্রেসের ঘর ভাঙা লক্ষ্য নয়, ত্রিপুরায় সুর নরম অভিষেকের

দলের তরফ থেকে জানানো হয়েছে, 132 জনের রাজ্য কমিটিতে 8 জন সহ-সভাপতি, 5 জন সাধারণ সম্পাদক, 14 জন সচিব, 7 জন যুগ্ম সম্পাদক এবং 72 জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন ।

এ দিন রাজ্য কমিটির পাশাপাশি যুব এবং মহিলা সংগঠনের রাজ্য কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয় । এ ক্ষেত্রে তৃণমূল যুব সভাপতি নির্বাচিত করা হয়েছে শান্তনু সাহাকে । একই ভাবে মহিলা রাজ্য সভানেত্রী হয়েছেন পান্না দেব ।

কলকাতা, 29 এপ্রিল: শুক্রবার তৃণমূল কংগ্রেসের তরফে ত্রিপুরার রাজ্য কমিটি ঘোষণা করা হল । তৃণমূল কংগ্রেসের পাঠানো এই তালিকায় সুবল ভৌমিককে (Tripura state committee president Subal Bhowmik) মাথায় রেখে 132 জন সদস্যের রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে । বছর ঘুরতেই ত্রিপুরা বিধানসভা নির্বাচন (Tripura Assembly Polls 2023)৷ রাজনৈতিক মহল মনে করছে, এই নির্বাচনের কথা মাথায় রেখেই সম্পূর্ণ রাজ্য কমিটি ঘোষণা করা হল (TMC announces Tripura state committee)।

এই তালিকায় রয়েছেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় । তাঁকে ত্রিপুরার স্টেট ইনচার্জ-এর দায়িত্ব দেওয়া হয়েছে । একই ভাবে তৃণমূল নেতা সুবল ভৌমিককে রাজ্য সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে । তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ত্রিপুরায় ছয় সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে । সেই কমিটিতে রয়েছেন সুস্মিতা দেব, আশিস দাস, ভৃগুরাম রেয়াং, আশিস লাল সিং, মামন খান এবং সুবল ভৌমিক । শুধু তাই নয়, এ দিন তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে ত্রিপুরা রাজ্য কমিটিতে 27 জন মহিলা সদস্য রয়েছেন । কমিটিতে 16 জন তফসিলি জাতি, 18 জন তফসিলি উপজাতি এবং 32 জন ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছেন । এ ছাড়াও রয়েছেন 14 জন মুসলিম প্রতিনিধি ।

আরও পড়ুন: Abhishek Banerjee in Tripura : কংগ্রেসের ঘর ভাঙা লক্ষ্য নয়, ত্রিপুরায় সুর নরম অভিষেকের

দলের তরফ থেকে জানানো হয়েছে, 132 জনের রাজ্য কমিটিতে 8 জন সহ-সভাপতি, 5 জন সাধারণ সম্পাদক, 14 জন সচিব, 7 জন যুগ্ম সম্পাদক এবং 72 জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন ।

এ দিন রাজ্য কমিটির পাশাপাশি যুব এবং মহিলা সংগঠনের রাজ্য কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয় । এ ক্ষেত্রে তৃণমূল যুব সভাপতি নির্বাচিত করা হয়েছে শান্তনু সাহাকে । একই ভাবে মহিলা রাজ্য সভানেত্রী হয়েছেন পান্না দেব ।

Last Updated : Apr 29, 2022, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.