নয়াদিল্লি, 8 মে: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 62 বছর বয়সি আমেরিকান মহিলাকে ধর্ষণের অভিযোগে দিল্লি পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে ৷ এমনটাই সোমবার জানিয়েছেন সেখানকার পুলিশ কর্তারা । অভিযুক্ত আগ্রার বাসিন্দা হলেও তাকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তার নাম গগনদীপ (32) ৷ সে আগ্রায় একটি হোমস্টের মালিক বলে জানা গিয়েছে । সেখানেই অভিযুক্তের সঙ্গে ওই বৃদ্ধার পরিচয় হয় ৷
নির্যাতিতা বৃদ্ধার অভিযোগে জানিয়েছেন, 2017 সালে তিনি ভারতে এসে গগনদীপের হোমস্টেতে ছিলেন । সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব হয় ৷ পরে তা সম্পর্কে গড়ায় । এর পরে কয়েক বছর ধরে তিনি গগনদীপের সঙ্গে দেখা করতে ভারতে আসতেন ৷ বেশ কয়েকটি অনুষ্ঠানে একসঙ্গে যোগ দেন তাঁরা ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে ওই ব্যক্তি শারীরিক সম্পর্ক করেছিল বলে তিনি অভিযোগ করেছেন ।
বৃদ্ধা আরও অভিযোগ করেন, একবার গগনদীপ তাঁকে বিহারে শাহদারার সুরজামাল নিয়ে গিয়েছিল ৷ যেখানে তিনি আবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন । গগনদীপ তাঁকে অমৃতসর এবং অন্যান্য জায়গায় নিয়ে যান বলে সূত্রের খবর ৷ এমনকী যুবকের পরিবারও তাঁদের সম্পর্কের কথা জানত বলে নির্যাতিতার দাবি ৷ তিনি পরে জানতে পারেন যে গগনদীপ তাঁর সঙ্গে প্রতারণা করছেন ৷ এরপরেই 4 মে বিবেক বিহার থানায় ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে ৷
এই প্রসঙ্গে এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, একটি মামলা নথিভুক্ত করা হয়েছিল ৷ তদন্তে নেমে অভিযুক্ত গগনদীপকে 6 মে আগ্রা থেকে গ্রেফতার করা হয়েছে ৷ ভারতে নিযুক্ত মার্কিন দূতাবাসকেও বিষয়টি জানানো হয়েছে । এই বিষয়ে আরও তদন্ত চলছে এবং পুলিশ এই মামলাটিকে গুরুত্ব সহকারে দেখছে যেহেতু বৃদ্ধা বিদেশিনী ৷
আরও পড়ুন: স্বামী-শিশুকন্য়ার প্রাণনাশের হুমকি ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বধূকে ধর্ষণ, আটক যুবক