ETV Bharat / bharat

Job Reservation for Agniveers: বিক্ষোভ থামাতে কেন্দ্রের নয়া দাওয়াই, এবার বড় ঘোষণা প্রতিরক্ষায় - অগ্নিবীরদের জন্য সংরক্ষণ

বিক্ষোভ থামাতে এ বার তৎপর প্রতিরক্ষা মন্ত্রক (Job Reservation for Agniveers)৷ যোগ্য অগ্নিবীরদের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের চাকরিতে 10% সংরক্ষণের (Defence ministry to reserve 10 per cent of jobs for Agniveers) প্রস্তাবে সম্মতির কথা ঘোষণা করা হয়েছে (Agnipath Scheme)৷

Agnipath Scheme: Defence ministry to reserve 10 per cent of jobs for Agniveers amid violent protests
বিক্ষোভ থামাতে কেন্দ্রের নয়া দাওয়াই, এবার বড় ঘোষণা প্রতিরক্ষায়
author img

By

Published : Jun 18, 2022, 5:35 PM IST

নয়াদিল্লি, 18 জুন: দেশজুড়ে অগ্নিপথ বিক্ষোভের আগুন নেভাতে একের পর এক পদক্ষেপ কেন্দ্রের (Job Reservation for Agniveers)৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ঘোষণার পর এ বার আসরে নামল প্রতিরক্ষা মন্ত্রক (Agnipath Scheme)৷ প্রতিরক্ষা ক্ষেত্রে চাকরিতে যোগ্য অগ্নিবীরদের জন্য 10 শতাংশ সংরক্ষণের প্রস্তাবে সম্মতি দিল রাজনাথ সিং-এর মন্ত্রক ৷

দেশজুড়ে অগ্নিপথ বিক্ষোভের মধ্যেই শনিবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Defence ministry to reserve 10 per cent of jobs for Agniveers)৷ জানিয়ে দেওয়া হয় যে, অগ্নিবীরদের জন্য সিএপিএফ ও অসম রাইফেলসে 10 শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রক ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়, দু'টি বাহিনীতে নিয়োগের জন্য অগ্নিবীরদের বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় দেবে কেন্দ্র । পাশাপাশি অগ্নিবীরের প্রথম ব্যাচের জন্য, বয়সের শিথিলতা হবে 5 বছর পর্যন্ত ।

এই ঘোষণার পরই আবারও একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এল প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ৷ প্রতিরক্ষা মন্ত্রকের টুইটার হ্যান্ডেল থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "ভারতীয় উপকূল রক্ষী বাহিনী, প্রতিরক্ষা ক্ষেত্রের অসামরিক পদ ও 16টি ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং-এ অগ্নিবীরদের জন্য 10 শতাংশ সংরক্ষণ বাস্তবায়িত করা হবে ৷" প্রাক্তন কর্মীদের জন্য যে সংরক্ষণ রয়েছে তার সঙ্গে যুক্ত হবে অগ্নিপথ প্রকল্পের প্রার্থীদের সংরক্ষণ ৷ এই নয়া নিয়ম চালু করার জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা ও সংশোধন করা হবে বলে জানানো হয়েছে মন্ত্রকের তরফে ৷

আরও পড়ুন: MHA on Agniveers : অগ্নিপথ বিক্ষোভের মাঝেই অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা কেন্দ্রের

কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, তেলাঙ্গানা এমনকী বাংলাতেও জ্বলে উঠেছে বিক্ষোভের আগুন ৷ পরিস্থিতি সামাল দিতে আজই সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার সঙ্গে বৈঠক করেছে কেন্দ্র ৷ এরপরই বিক্ষোভের আঁচ কমাতে একের পর পদক্ষেপ করা শুরু করেছে কেন্দ্রীয় সরকার ৷ তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কি না, তার উত্তর দেবে সময় ৷

নয়াদিল্লি, 18 জুন: দেশজুড়ে অগ্নিপথ বিক্ষোভের আগুন নেভাতে একের পর এক পদক্ষেপ কেন্দ্রের (Job Reservation for Agniveers)৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ঘোষণার পর এ বার আসরে নামল প্রতিরক্ষা মন্ত্রক (Agnipath Scheme)৷ প্রতিরক্ষা ক্ষেত্রে চাকরিতে যোগ্য অগ্নিবীরদের জন্য 10 শতাংশ সংরক্ষণের প্রস্তাবে সম্মতি দিল রাজনাথ সিং-এর মন্ত্রক ৷

দেশজুড়ে অগ্নিপথ বিক্ষোভের মধ্যেই শনিবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Defence ministry to reserve 10 per cent of jobs for Agniveers)৷ জানিয়ে দেওয়া হয় যে, অগ্নিবীরদের জন্য সিএপিএফ ও অসম রাইফেলসে 10 শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রক ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়, দু'টি বাহিনীতে নিয়োগের জন্য অগ্নিবীরদের বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় দেবে কেন্দ্র । পাশাপাশি অগ্নিবীরের প্রথম ব্যাচের জন্য, বয়সের শিথিলতা হবে 5 বছর পর্যন্ত ।

এই ঘোষণার পরই আবারও একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এল প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ৷ প্রতিরক্ষা মন্ত্রকের টুইটার হ্যান্ডেল থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "ভারতীয় উপকূল রক্ষী বাহিনী, প্রতিরক্ষা ক্ষেত্রের অসামরিক পদ ও 16টি ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং-এ অগ্নিবীরদের জন্য 10 শতাংশ সংরক্ষণ বাস্তবায়িত করা হবে ৷" প্রাক্তন কর্মীদের জন্য যে সংরক্ষণ রয়েছে তার সঙ্গে যুক্ত হবে অগ্নিপথ প্রকল্পের প্রার্থীদের সংরক্ষণ ৷ এই নয়া নিয়ম চালু করার জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা ও সংশোধন করা হবে বলে জানানো হয়েছে মন্ত্রকের তরফে ৷

আরও পড়ুন: MHA on Agniveers : অগ্নিপথ বিক্ষোভের মাঝেই অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা কেন্দ্রের

কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, তেলাঙ্গানা এমনকী বাংলাতেও জ্বলে উঠেছে বিক্ষোভের আগুন ৷ পরিস্থিতি সামাল দিতে আজই সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার সঙ্গে বৈঠক করেছে কেন্দ্র ৷ এরপরই বিক্ষোভের আঁচ কমাতে একের পর পদক্ষেপ করা শুরু করেছে কেন্দ্রীয় সরকার ৷ তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কি না, তার উত্তর দেবে সময় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.