নয়াদিল্লি, 18 জুন: দেশজুড়ে অগ্নিপথ বিক্ষোভের আগুন নেভাতে একের পর এক পদক্ষেপ কেন্দ্রের (Job Reservation for Agniveers)৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ঘোষণার পর এ বার আসরে নামল প্রতিরক্ষা মন্ত্রক (Agnipath Scheme)৷ প্রতিরক্ষা ক্ষেত্রে চাকরিতে যোগ্য অগ্নিবীরদের জন্য 10 শতাংশ সংরক্ষণের প্রস্তাবে সম্মতি দিল রাজনাথ সিং-এর মন্ত্রক ৷
দেশজুড়ে অগ্নিপথ বিক্ষোভের মধ্যেই শনিবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Defence ministry to reserve 10 per cent of jobs for Agniveers)৷ জানিয়ে দেওয়া হয় যে, অগ্নিবীরদের জন্য সিএপিএফ ও অসম রাইফেলসে 10 শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রক ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়, দু'টি বাহিনীতে নিয়োগের জন্য অগ্নিবীরদের বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় দেবে কেন্দ্র । পাশাপাশি অগ্নিবীরের প্রথম ব্যাচের জন্য, বয়সের শিথিলতা হবে 5 বছর পর্যন্ত ।
এই ঘোষণার পরই আবারও একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এল প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ৷ প্রতিরক্ষা মন্ত্রকের টুইটার হ্যান্ডেল থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "ভারতীয় উপকূল রক্ষী বাহিনী, প্রতিরক্ষা ক্ষেত্রের অসামরিক পদ ও 16টি ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং-এ অগ্নিবীরদের জন্য 10 শতাংশ সংরক্ষণ বাস্তবায়িত করা হবে ৷" প্রাক্তন কর্মীদের জন্য যে সংরক্ষণ রয়েছে তার সঙ্গে যুক্ত হবে অগ্নিপথ প্রকল্পের প্রার্থীদের সংরক্ষণ ৷ এই নয়া নিয়ম চালু করার জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা ও সংশোধন করা হবে বলে জানানো হয়েছে মন্ত্রকের তরফে ৷
আরও পড়ুন: MHA on Agniveers : অগ্নিপথ বিক্ষোভের মাঝেই অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা কেন্দ্রের
-
The 10% reservation will be implemented in the Indian Coast Guard and defence civilian posts, and all the 16 Defence Public Sector Undertakings. This reservation would be in addition to existing reservation for ex-servicemen.
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) June 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The 10% reservation will be implemented in the Indian Coast Guard and defence civilian posts, and all the 16 Defence Public Sector Undertakings. This reservation would be in addition to existing reservation for ex-servicemen.
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) June 18, 2022The 10% reservation will be implemented in the Indian Coast Guard and defence civilian posts, and all the 16 Defence Public Sector Undertakings. This reservation would be in addition to existing reservation for ex-servicemen.
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) June 18, 2022
কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, তেলাঙ্গানা এমনকী বাংলাতেও জ্বলে উঠেছে বিক্ষোভের আগুন ৷ পরিস্থিতি সামাল দিতে আজই সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার সঙ্গে বৈঠক করেছে কেন্দ্র ৷ এরপরই বিক্ষোভের আঁচ কমাতে একের পর পদক্ষেপ করা শুরু করেছে কেন্দ্রীয় সরকার ৷ তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কি না, তার উত্তর দেবে সময় ৷