জোলারপেট্টাই, 18 মে : "আমার দৃঢ় বিশ্বাস, মৃত্যুদণ্ডের কোনও প্রয়োজন নেই", বললেন এজি পেরারিভালান ৷ 30 বছরেরও বেশি সময় কারাবাসের পর আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি হত্যা মামলায় তিনি ছাড়া পেয়েছেন ৷ বুধবার তাঁর মুক্তির আনন্দে মেতে ওঠে সমগ্র তামিলনাড়ু ৷ 1991 সালের 21 মে নির্বাচনী প্রচারে শ্রীপেরামবুদুরে গিয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায় রাজীব গান্ধির দেহ ৷
দীর্ঘ আইনি লড়াইয়ের পর মুক্তি ৷ এজি পেরারিভালান বললেন, "আমি সবেমাত্র বেরিয়েছি ৷ 31 বছর ধরে আইনি লড়াই চলেছে ৷ আমাকে একটু নিঃশ্বাস নিতে দিন ৷ আমায় একটু সময় দিন ৷" তাঁকে ঘিরে ছিলেন তাঁর মা আরপুথাম্মাল এবং আত্মীয়রা ৷ পেরারিভালান জানান, অনেক বিচারপতি, এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরাও বলেছেন মৃত্যুদণ্ডের প্রয়োজন নেই ৷ কারণ "প্রত্যেকেই মানুষ" ৷ আজ মুক্তির উদযাপনে পেরারিভালান 'পারাই' অর্থাৎ প্রাচীন তামিল বাদ্যযন্ত্র বাজালেন ৷ এই রায়কে স্বাগত জানিয়েছেন স্বয়ং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন ৷ তিনি একে "বিচার-আইন-রাজনীতি-প্রশাসকের ইতিহাস" (Justice-law-political-administrative history) বলে উল্লেখ করেছেন ৷
বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ সংবিধানের 142 নং ধারায় এই নির্দেশ দেন ৷ বেঞ্চ জানায়, "কিছু বিষয় খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছে স্টেট ক্যাবিনেট ৷ 142 ধারা অনুযায়ী দোষীকে মুক্তি দেওয়া যায় ৷" এই ধারা সুপ্রিম কোর্টের আদেশ এবং ফরমান সংক্রান্ত ৷
19 বছর বয়সে পেরারিভালান এলটিটিই (Liberation Tigers of Tamil Eelam, LTTE) জঙ্গি শ্রীনাবাসনের জন্য দু'টি 9 ভোল্টের ব্যাটারি কিনেছিলেন ৷ সেই ব্যাটারি দিয়েই রাজীব গান্ধিকে হত্যা করার বোমা বানানো হয়েছিল ৷
তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ মেনে নিতে পারেনি কংগ্রেস ৷ তারা একে সরকারের সস্তা রাজনীতি বলে জানিয়েছেন ৷ কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, "একজন জঙ্গি একজন জঙ্গিই এবং তার সঙ্গে সেরকম ব্যবহারই করা উচিত৷ আজ, রাজীব গান্ধির হত্যাকারীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ আমরা এই সিদ্ধান্তে গভীরভাবে ব্যথিত এবং হতাশ ৷" আজকের দিনটা দেশের জন্য একটা শোকের দিন ৷