ETV Bharat / bharat

Danish Ali: সংসদের ভিতরে মৌখিক আঘাতের পর এবার বাইরেও আক্রমণের চেষ্টা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ দানিশের - বিদ্বেষমূলক ভাষণ

বিএসপি সাংসদ দানিশ আলিকে উদ্দেশ্য করে ঘৃণামূলক কথা বলার অভিযোগ উঠেছে বিজেপি সাংসদ রমেশ বিধুরীর বিরুদ্ধে ৷ রবিবার দানিশ অভিযোগ করেছেন, এবার তাঁকে সংসদের বাইরে হেনস্থা করার চেষ্টা করছেন বিজেপি সাংসদরা ৷

Etv Bharat
দানিশ আলি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 10:58 PM IST

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর: সংসদের ভিতরে তাঁকে কটূকথা বলে মৌখিকভাবে প্রহার (ভার্বাল লিঞ্চিং) করার পর এবার সংসদের বাইরে তাঁকে হেনস্তা করতে নতুন ভাষ্য বা ন্যারেটিভ তৈরি করছে বিজেপি ৷ রবিবার সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই অভিযোগ করেছেন বহুজন সমাজবাদী পার্টির লোকসভার সাংসদ দানিশ আলি ৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তাঁর বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে যে অভিযোগ করেছেন, সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেছেন বিএসপি সাংসদ ৷

উল্লেখ্য, শনিবার দানিশ আলি বিরুদ্ধে পালটা লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন গেরুয়া শিবিরের সাংসদ নিশিকান্ত দুবে ৷ সেই চিঠিতে তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে লোকসভায় বৃহস্পতিবার অপশব্দ প্রয়োগ করেছিলেন দানিশ ৷ তাঁর দাবি, দানিশ আলিই বৃহস্পতিবার রমেশ বিধুরীকে প্ররোচিত করেছিলেন ওই মন্তব্য করতে ৷ বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গড়ারও আর্জিও স্পিকারকে জানিয়েছেন দুবে ৷

  • VIDEO | "BJP MP Nishikant Dubey's letter (to Lok Sabha Speaker) is to create a narrative pertaining to my 'lynching' outside the House as my 'verbal lynching' already took place," says BSP MP @KDanishAli on Nishikant Dubey's letter to the Speaker seeking probe on his conduct. pic.twitter.com/lSIL3wjEu5

    — Press Trust of India (@PTI_News) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিশিকান্ত দুবে তাঁর বিরুদ্ধে পালটা যে অভিযোগ তুলেছেন সেই প্রসঙ্গে রবিবার দানিশ আলি বলেন, "নিশিকান্ত দুবে স্পিকারকে যে চিঠি লিখেছেন সেই চিঠি আমি দেখেছি ৷ সংসদের ভিতরে আমায় মৌখিকভাবে আঘাত করা হয়েছে, এবার তা সংসদের বাইরে করা হচ্ছে ৷ সেই উদ্দেশ্যেই এই ভাষ্য তৈরি করা হচ্ছে ৷ আমি স্পিকারকে অনুরোধ করব সঠিকভাবে তদন্ত করে দেখতে বিষয়টিকে ৷ আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে, বিষয়টি তদন্ত করে দেখা উচিত ৷ এই মিথ্যে অভিযোগ এনে নিশিকান্ত দুবে স্বাধীকার ভঙ্গ করেছেন ৷"

আরও পড়ুন: 'রমেশের মন্তব্য নিন্দনীয়, তবে দানিশের আচরণও শাস্তিযোগ্য', বিধুরীকেই সমর্থন নিশিকান্তের

বৃহস্পতিবার লোকসভায় চন্দ্রযান-3 এর সাফল্য নিয়ে আলোচনা চলার সময় দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরী বিএসপি সাংসদ দানিশ আলির সংখ্যালঘু পরিচয় তুলে তাঁকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ ৷ বিরোধীদের অভিযোগ বিধুরীর ওই মন্তব্য হেট স্পিচ বা ঘৃণা ভাষণের সমান ৷ এই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই বিধুরীর ওই মন্তব্যের নিন্দা করেন প্রতীরক্ষা মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা রাজনাথ সিং ৷ ওই সাংসদকে শো-কজও করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা ৷ কিন্তু স্পিকারের তরফে বিধুরীকে সতর্ক করা ছাড়া আর কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হয়নি ৷ যা নিয়ে ক্ষোভ বাড়ছে বিরোধীদের মধ্যে ৷

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর: সংসদের ভিতরে তাঁকে কটূকথা বলে মৌখিকভাবে প্রহার (ভার্বাল লিঞ্চিং) করার পর এবার সংসদের বাইরে তাঁকে হেনস্তা করতে নতুন ভাষ্য বা ন্যারেটিভ তৈরি করছে বিজেপি ৷ রবিবার সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই অভিযোগ করেছেন বহুজন সমাজবাদী পার্টির লোকসভার সাংসদ দানিশ আলি ৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তাঁর বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে যে অভিযোগ করেছেন, সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেছেন বিএসপি সাংসদ ৷

উল্লেখ্য, শনিবার দানিশ আলি বিরুদ্ধে পালটা লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন গেরুয়া শিবিরের সাংসদ নিশিকান্ত দুবে ৷ সেই চিঠিতে তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে লোকসভায় বৃহস্পতিবার অপশব্দ প্রয়োগ করেছিলেন দানিশ ৷ তাঁর দাবি, দানিশ আলিই বৃহস্পতিবার রমেশ বিধুরীকে প্ররোচিত করেছিলেন ওই মন্তব্য করতে ৷ বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গড়ারও আর্জিও স্পিকারকে জানিয়েছেন দুবে ৷

  • VIDEO | "BJP MP Nishikant Dubey's letter (to Lok Sabha Speaker) is to create a narrative pertaining to my 'lynching' outside the House as my 'verbal lynching' already took place," says BSP MP @KDanishAli on Nishikant Dubey's letter to the Speaker seeking probe on his conduct. pic.twitter.com/lSIL3wjEu5

    — Press Trust of India (@PTI_News) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিশিকান্ত দুবে তাঁর বিরুদ্ধে পালটা যে অভিযোগ তুলেছেন সেই প্রসঙ্গে রবিবার দানিশ আলি বলেন, "নিশিকান্ত দুবে স্পিকারকে যে চিঠি লিখেছেন সেই চিঠি আমি দেখেছি ৷ সংসদের ভিতরে আমায় মৌখিকভাবে আঘাত করা হয়েছে, এবার তা সংসদের বাইরে করা হচ্ছে ৷ সেই উদ্দেশ্যেই এই ভাষ্য তৈরি করা হচ্ছে ৷ আমি স্পিকারকে অনুরোধ করব সঠিকভাবে তদন্ত করে দেখতে বিষয়টিকে ৷ আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে, বিষয়টি তদন্ত করে দেখা উচিত ৷ এই মিথ্যে অভিযোগ এনে নিশিকান্ত দুবে স্বাধীকার ভঙ্গ করেছেন ৷"

আরও পড়ুন: 'রমেশের মন্তব্য নিন্দনীয়, তবে দানিশের আচরণও শাস্তিযোগ্য', বিধুরীকেই সমর্থন নিশিকান্তের

বৃহস্পতিবার লোকসভায় চন্দ্রযান-3 এর সাফল্য নিয়ে আলোচনা চলার সময় দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরী বিএসপি সাংসদ দানিশ আলির সংখ্যালঘু পরিচয় তুলে তাঁকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ ৷ বিরোধীদের অভিযোগ বিধুরীর ওই মন্তব্য হেট স্পিচ বা ঘৃণা ভাষণের সমান ৷ এই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই বিধুরীর ওই মন্তব্যের নিন্দা করেন প্রতীরক্ষা মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা রাজনাথ সিং ৷ ওই সাংসদকে শো-কজও করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা ৷ কিন্তু স্পিকারের তরফে বিধুরীকে সতর্ক করা ছাড়া আর কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হয়নি ৷ যা নিয়ে ক্ষোভ বাড়ছে বিরোধীদের মধ্যে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.