নয়াদিল্লি, 18 মে : মাঝে মাত্র একদিনের বিরতি ৷ রবিবারের পর মঙ্গলবার ফের বাড়ল পেট্রল, ডিজেলের দাম ৷ এদিন প্রতি লিটারে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে 27 পয়সা ও 29 পয়সা ৷ এর আগে গত রবিবার দাম বৃদ্ধির এই পরিমাণ ছিল যথাক্রমে 24 ও 27 পয়সা ৷
নতুন করে দাম বৃদ্ধির ফলে মঙ্গলবার রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রল ও ডিজেল বিকিয়েছে যথাক্রমে 92 টাকা 85 পয়সা এবং 83 টাকা 51 পয়সা দরে ৷
এদিন গোটা দেশেই বিভিন্ন রাজ্য়ে 25 থেকে 30 পয়সা করে বেড়েছে প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম ৷ মূলত স্থানীয় লেভির তারতম্য অনুসারেই বেড়েছে দাম ৷ ফলে তাতে সামান্য ফারাকও রয়েছে ৷
প্রসঙ্গত, কয়েক দিন আগেও রোজের ভিত্তিতে পেট্রোল, ডিজেলের দাম বাড়াচ্ছিল তেল উৎপাদন ও সরবরাহকারী সংস্থাগুলি ৷ কিন্তু শেষ কয়েক দিন ধরে একদিন অন্তর জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে তারা ৷ মঙ্গলবারের আগে গত রবিবার, তারও আগে গত শুক্রবার পেট্রল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছিল ৷
আরও পড়ুন : করোনা সংক্রমণের মতোই প্রতিদিনই বাড়ছে পেট্রল, ডিজেলের দাম
ওয়াকিবহাল মহলের অনুমান, একদিকে যখন করোনার দাপটে দেশের নানা প্রান্তে কার্যত লকডাউন চালু হয়েছে, ঠিক তখনই পেট্রল, ডিজেলের লাগাতার দাম বৃদ্ধিতে তিতিবিরক্ত আমজনতা ৷ মনে করা হচ্ছে, এই ক্ষোভ আঁচ করেই আপাতত একদিন অন্তর দাম বাড়ানোর ফর্মুলা প্রয়োগ করছে তেল সংস্থাগুলি ৷ তবে তাতেও দুশ্চিন্তা কমছে না আমজনতার ৷