নয়াদিল্লি, 29 অক্টোবর: কেরালার একটি কনভেনশন সেন্টারে রবিবার বিস্ফোরণের পর রাজধানী দিল্লি, নয়ডা, গ্রেটার নয়ডা এবং গাজিয়াবাদের গির্জা এবং মেট্রো স্টেশনগুলির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, প্রধান বাজার, গির্জা, মেট্রো স্টেশন, বাসস্ট্যান্ড, রেলস্টেশন এবং অন্যান্য পাবলিক প্লেসেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ওই অফিসার পিটিআই-কে জানান, পুলিশ বাহিনীকে উত্তরপ্রদেশ এবং হরিয়ানার সীমান্তবর্তী অঞ্চলগুলিকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাদা পোশাকের পুলিশ, বাইক পেট্রলিং এবং পিসিআরদের সতর্ক থাকতে বলা হয়েছে । পাশাপাশি কোনও তথ্য এলে তাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে । এই মুহূর্তে কোনও কিছুই উপেক্ষা করা যাবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে তাদের । তিনি বলেন, "আমরা ইতিমধ্যেই জমজমাট বাজারগুলির ওপর কড়া নজর রাখছি। উৎসবকে সামনে রেখে ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।"
কেরলের কালামাসেরির একটি কনভেনশন সেন্টারে রবিবার সকালে বিস্ফোরণে এক মহিলার মৃত্যু হয়েছে । ঘটনায় এখনও পর্যন্ত 52 জন আহত হয়েছে বলে খবর মিলেছে। ঘটনার পরই এনআইএ এবং এনএসজিকে তদন্তে নামানো হয়েছে । সূত্রের খবর, দিল্লি পুলিশের স্পেশাল সেল নিয়মিত যোগাযোগ রাখছে কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গেও।
সন্দেহজনক ব্যক্তিদের উপর কড়া নজরও রাখার পাশাপাশি গাড়িতেও নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি, সতর্কতা হিসেবে স্থানীয় গোয়েন্দাদেরও সক্রিয় করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্তারা নিজেরাই গির্জা পরিদর্শন করছেন এদিন । সেখানে ফাদারদের সঙ্গেও কথা বলছেন তাঁরা । নিরাপত্তার আশ্বাসও দিয়েছেন পুলিশ কর্তারা। গৌতম বুদ্ধ নগর কমিশনারেটের সমস্ত ডেপুটি পুলিশ কমিশনারকে তাদের নিজেদের থানার ইনচার্জদের সতর্ক থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে । একই সঙ্গে, তাদের নিজের এলাকার গির্জাগুলিতে বিশেষ নজরদারি চালাতেও বলা হয়েছে।
আরও পড়ুন: কেরল বিস্ফোরণকাণ্ডে ভিডিয়ো বার্তায় হামলার দায় স্বীকার এক ব্যক্তির, পরে থানায় আত্মসমর্পণ
নয়ডার ডেপুটি পুলিশ কমিশনার হরিশ চন্দর ইটিভি ভারতকে বলেছেন, নয়ডার সমস্ত গুরুত্বপূর্ণ গির্জা এবং অন্যান্য স্থানে যেখানে লোকেরা প্রার্থনা করতে যায় সেখানে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিশেষ করে সেক্টর 34, সেক্টর 29, সেক্টর 126, সেক্টর 12, সেক্টর 51, সেক্টর 61, সেক্টর 39 এবং নয়ডার অন্যান্য জায়গাতেও বাহিনী মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিক-সহ থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা চার্চের ওপর নজরদারি চালাচ্ছেন।