গাজিয়াবাদ(উত্তর প্রদেশ), 24 মে : সাদা কালোর পর এবার হলুদ । ইয়েলো ফাংগাসের দেখা মিলল গাজিয়াবাদের 45 বছর বয়সী এক রোগীর দেহে । নাক-কান- গলা বিশেষজ্ঞ বিপি ত্যাগি জানান, এই প্রথমবার মানবদেহে ইয়েলো ফাংগাস ধরা পড়ল ।
গাজিয়াবাদের সঞ্জয়নগরের বাসিন্দা ওই রোগীর দেহে আগে ব্ল্যাক ও হোয়াইট ফাংগাস পাওয়া গিয়েছিল । বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । এবার তার দেহে ইয়েলো ফাংগাস দেখা মিলল । বিশেষজ্ঞদের মতে ইয়লো ফাংগাস সাধারণত সরীসৃপের মধ্যেই দেখা যায় ।
চিকিৎসক বিপি ত্যাগি জানান, ইয়েলো ফাংগাসকে চিকিৎসার ভাষায় বলে মিউকর সেপ্টিকাস । এই ফাংগাসে আক্রান্ত হলে অলসতা দেখা দেবে, খেতে ইচ্ছে করবে না । অপুষ্টির কারণে দেহের ওজন কমবে, চোখ তলায় কালি দেখা দেবে । এই রোগের একমাত্র ওষুধ অ্যাম্ফোটেরিসিন বি ।
আরও পড়ুন : ডায়াবিটিজ, না-ধোয়া মাস্ক: ব্ল্যাক ফাংগাস বৃদ্ধির কারণ জানালেন এইমসের ডাক্তার
তিনি বলেন, এই রোগ থেকে দূরে থাকতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে । ঘরবাড়ি পরিষ্কার রাখতে হবে । আদ্রতাপূর্ণ আবহাওয়ায় ফাংগাস হওয়ার প্রবণতা বেশি থাকে । চেষ্টা করতে হবে শুকনো পোশাক পরতে ।