ETV Bharat / bharat

বিহারের পর এবার গাজ়িপুরের গঙ্গায় ভেসে উঠল একাধিক মৃতদেহ - unidentified bodies found floating in Ganga in Ghazipur

গাজ়িপুরের জেলাশাসক এমপি সিং জানিয়েছেন, আমরা খবর পেয়েছি ৷ আমাদের অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্ত জারি রয়েছে ৷ ওই মৃতদেহগুলি কোথা থেকে এসেছে সেই বিষয়ে খোঁজ চালানোর চেষ্টা করছি আমরা ৷ এই মৃতদেহগুলি করোনা রোগীদের বলে মনে করা হচ্ছে ৷ মৃত্যুর পর দেহগুলি গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে বলে অনুমান ৷

বিহারের পর এবার গাজ়িপুরের গঙ্গায় ভেসে উঠল একাধিক মৃতদেহ
বিহারের পর এবার গাজ়িপুরের গঙ্গায় ভেসে উঠল একাধিক মৃতদেহ
author img

By

Published : May 11, 2021, 11:41 AM IST

গাজ়িপুর, 11 মে : বিহারের বক্সারের পর এবার গাজ়িপুর ৷ আজ সকালে গাজ়িপুরের গঙ্গায় বেশ কয়েকটি মৃতদেহ ভেসে উঠতে দেখা গেল ৷ জেলাশাসকের তরফে জানানো হয়েছে, কোথা থেকে কীভাবে এই মৃতদেহগুলি এল সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে ৷

এই বিষয়ে গাজ়িপুরের জেলাশাসক এমপি সিং জানিয়েছেন, আমরা খবর পেয়েছি ৷ আমাদের অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্ত জারি রয়েছে ৷ ওই মৃতদেহগুলি কোথা থেকে এসেছে সেই বিষয়ে খোঁজ চালানোর চেষ্টা করছি আমরা ৷ এই মৃতদেহগুলি করোনা রোগীদের বলে মনে করা হচ্ছে ৷ মৃত্যুর পর দেহগুলি গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে বলে অনুমান ৷

বিহারের পর এবার গাজ়িপুরের গঙ্গায় ভেসে উঠল একাধিক মৃতদেহ

আরও পড়ুন, বিহারের বক্সারে গঙ্গায় ভাসছে 50 টি মৃতদেহ

উল্লেখ্য, গতকালই বিহারের বক্সারের গঙ্গায় 50টি মৃতদেহ ভেসে উঠেছিল ৷ কীভাবে এত মৃতদেহ গঙ্গায় ভাসছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয় ৷ তবে একটি সূত্রের খবর, শেষকৃত্যের জন্য মৃতদেহগুলি গঙ্গায় ভাসানো হয়েছে ৷ এই পরিস্থিতিতে 50 টি মৃতদেহের জেরে গঙ্গায় দূষণ স্বাভাবিক ভাবেই ছড়াবে বলে মনে করছেন স্থানীয়রা ৷

গাজ়িপুর, 11 মে : বিহারের বক্সারের পর এবার গাজ়িপুর ৷ আজ সকালে গাজ়িপুরের গঙ্গায় বেশ কয়েকটি মৃতদেহ ভেসে উঠতে দেখা গেল ৷ জেলাশাসকের তরফে জানানো হয়েছে, কোথা থেকে কীভাবে এই মৃতদেহগুলি এল সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে ৷

এই বিষয়ে গাজ়িপুরের জেলাশাসক এমপি সিং জানিয়েছেন, আমরা খবর পেয়েছি ৷ আমাদের অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্ত জারি রয়েছে ৷ ওই মৃতদেহগুলি কোথা থেকে এসেছে সেই বিষয়ে খোঁজ চালানোর চেষ্টা করছি আমরা ৷ এই মৃতদেহগুলি করোনা রোগীদের বলে মনে করা হচ্ছে ৷ মৃত্যুর পর দেহগুলি গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে বলে অনুমান ৷

বিহারের পর এবার গাজ়িপুরের গঙ্গায় ভেসে উঠল একাধিক মৃতদেহ

আরও পড়ুন, বিহারের বক্সারে গঙ্গায় ভাসছে 50 টি মৃতদেহ

উল্লেখ্য, গতকালই বিহারের বক্সারের গঙ্গায় 50টি মৃতদেহ ভেসে উঠেছিল ৷ কীভাবে এত মৃতদেহ গঙ্গায় ভাসছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয় ৷ তবে একটি সূত্রের খবর, শেষকৃত্যের জন্য মৃতদেহগুলি গঙ্গায় ভাসানো হয়েছে ৷ এই পরিস্থিতিতে 50 টি মৃতদেহের জেরে গঙ্গায় দূষণ স্বাভাবিক ভাবেই ছড়াবে বলে মনে করছেন স্থানীয়রা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.