ETV Bharat / bharat

Sexual Harassment: অনাথ আশ্রমে মহিলাকে যৌন 'হেনস্তা', গ্রেফতার অভিযুক্ত প্রাশাসক - অনাথ আশ্রম

তামিলনাড়িুতে অনাথ আশ্রমে মহিলাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার প্রশাসক । অনাথ আশ্রমের সমস্ত লোককে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে ৷

Sexual Harassment
যৌন হেনস্তা
author img

By

Published : Jul 5, 2023, 1:52 PM IST

চেঙ্গলপাট্টু(তামিলনাড়ু), 5 জুলাই: অনাথ আশ্রমের প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে মহিলাকে যৌন হেনস্তার অভিযোগ তামিলনাড়ুতে ৷ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ৷ ঘটনাটি ঘটেছে চেঙ্গলপাট্টু জেলার পানানকাট্টুপাক্কামে ৷ সেখানে 1999 সাল থেকে অনাথ আশ্রম চলছে । তাতে মোট 55 জন বাসিন্দা রয়েছেন ৷ তাঁদের মধ্যে 30 জন মহিলা এবং 25 জন পুরুষ বলে জানা গিয়েছে ৷ সেই অনাথ আশ্রমে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমরাও থাকেন।

এই অনাথ আশ্রমটি চালাতেন ভিরামণি নামে এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন অনাথ আশ্রমের এক মহিলা ৷ এরপর তাম্বারাম ডিভিশন অফিসার সেলভাকুমার ঘটনার তদন্ত নামেন । এ সময় ওই মহিলা যে যৌন হয়রানির শিকার হয়েছেন তা তদন্তে উঠে আসে । তদন্তের পর সেই তথ্য চেঙ্গলপাট্টু জেলার এসপিকের হাতে তুলে দেওয়া হয়েছে । তারপর সোমবার মধ্যরাতে হঠাৎ ওই অনাথ আশ্রমে তদন্ত করতে যান রাজস্ব আধিকারিক ও পুলিশ । এরপরই অভিযুক্ত ভিরামণিকে তাঁর বাড়ি থেকে মঙ্গলবার গ্রেফতার করা হয় ৷

মামাল্লাপুরম ডিএসপি জেগাদেশ্বরন এবং থিরুপুরুর ইন্সপেক্টর ভেঙ্কটেসন এই ঘটনার তদন্ত করেন ৷ পাশাপাশি তাঁরা অনাথ আশ্রমে থাকা লোকজনকে অ্যাম্বুলেন্স করে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে । তারপর সকলের মেডিক্যাল চেক আপ করা হয় । এছাড়াও জেলা কালেক্টর রাহুল নাথ অনাথ আশ্রম পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ।

আরও পড়ুন: নাবালিকাদের ঘুরতে নিয়ে যাওয়ার অজুহাতে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তিন যুবক

জানা গিয়েছে, অনাথ আশ্রমটি অর্ধেক সরকারি জমি এবং বাকি অর্ধেক লেকের জমিতে অবস্থিত ৷ তাই অনাথ আশ্রমটি যথাযথ অনুমতি না নিয়ে তৈরি হয়েছে বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন রাহুল নাথ । অনাথ আশ্রমের সমস্ত লোককে অন্য জায়গায় স্থানান্তর করে সেটিকে সিল করে দেওয়া হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন কালেক্টর ।

চেঙ্গলপাট্টু(তামিলনাড়ু), 5 জুলাই: অনাথ আশ্রমের প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে মহিলাকে যৌন হেনস্তার অভিযোগ তামিলনাড়ুতে ৷ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ৷ ঘটনাটি ঘটেছে চেঙ্গলপাট্টু জেলার পানানকাট্টুপাক্কামে ৷ সেখানে 1999 সাল থেকে অনাথ আশ্রম চলছে । তাতে মোট 55 জন বাসিন্দা রয়েছেন ৷ তাঁদের মধ্যে 30 জন মহিলা এবং 25 জন পুরুষ বলে জানা গিয়েছে ৷ সেই অনাথ আশ্রমে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমরাও থাকেন।

এই অনাথ আশ্রমটি চালাতেন ভিরামণি নামে এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন অনাথ আশ্রমের এক মহিলা ৷ এরপর তাম্বারাম ডিভিশন অফিসার সেলভাকুমার ঘটনার তদন্ত নামেন । এ সময় ওই মহিলা যে যৌন হয়রানির শিকার হয়েছেন তা তদন্তে উঠে আসে । তদন্তের পর সেই তথ্য চেঙ্গলপাট্টু জেলার এসপিকের হাতে তুলে দেওয়া হয়েছে । তারপর সোমবার মধ্যরাতে হঠাৎ ওই অনাথ আশ্রমে তদন্ত করতে যান রাজস্ব আধিকারিক ও পুলিশ । এরপরই অভিযুক্ত ভিরামণিকে তাঁর বাড়ি থেকে মঙ্গলবার গ্রেফতার করা হয় ৷

মামাল্লাপুরম ডিএসপি জেগাদেশ্বরন এবং থিরুপুরুর ইন্সপেক্টর ভেঙ্কটেসন এই ঘটনার তদন্ত করেন ৷ পাশাপাশি তাঁরা অনাথ আশ্রমে থাকা লোকজনকে অ্যাম্বুলেন্স করে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে । তারপর সকলের মেডিক্যাল চেক আপ করা হয় । এছাড়াও জেলা কালেক্টর রাহুল নাথ অনাথ আশ্রম পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ।

আরও পড়ুন: নাবালিকাদের ঘুরতে নিয়ে যাওয়ার অজুহাতে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তিন যুবক

জানা গিয়েছে, অনাথ আশ্রমটি অর্ধেক সরকারি জমি এবং বাকি অর্ধেক লেকের জমিতে অবস্থিত ৷ তাই অনাথ আশ্রমটি যথাযথ অনুমতি না নিয়ে তৈরি হয়েছে বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন রাহুল নাথ । অনাথ আশ্রমের সমস্ত লোককে অন্য জায়গায় স্থানান্তর করে সেটিকে সিল করে দেওয়া হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন কালেক্টর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.