ETV Bharat / bharat

বিকেলেই সূর্যের ল্যাগ্রাঞ্জ ওয়ান কক্ষপথে প্রতিস্থাপিত হবে আদিত্য এল-1

Aditya L1 to be placed in final orbit: চার মাসের দীর্ঘ সফর শেষে আজ সূর্যের ল্যাগ্রাঞ্জ ওয়ান কক্ষপথে প্রতিস্থাপন করা হবে আদিত্য এল-1 উপগ্রহকে ৷ শনিবার বিকেল চারটের সময় উপগ্রহটিকে বসানো হবে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 3:24 PM IST

হায়দরাবাদ, 6 জানুয়ারি: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তার প্রথম সোলার মিশন হিসাবে 'স্বর্গীয় সূর্য নমস্কার'-এর জন্য প্রস্তুত ৷ শনিবার বিকেল 4টেয় সৌরযান আদিত্য এল-1'কে সূর্যের ল্যাগ্রাঞ্জ ওয়ান কক্ষপথে প্রতিস্থাপন হবে ৷ ইসরোর আধিকারিকদের মতে, মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে সূর্য ও পৃথিবী মধ্যে থাকা ল্যাগ্রাঞ্জ 1 বা এল-1 পয়েন্টের একটি হালো কক্ষপথে স্থাপন করা হবে ৷ উল্লেখ্য, এল-1 পয়েন্ট পৃথিবী এবং সূর্যের মধ্যে মোট দূরত্বের মাত্র এক শতাংশ ৷

গত 2 সেপ্টেম্বর শ্রীহরিকোটায় ইসরোর শ্রী সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে সফল উৎক্ষেপণ করা হয়েছিল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল 1-এর ৷ এই মহাকাশযানটি প্রায় 3.7 মিলিয়ন কিলোমিটার অতিক্রম করে আজ সূর্যের এল-1 পয়েন্টে পৌঁছাবে ৷ ইসরোর মতে, আদিত্য এল-1 একেবার স্বাভাবিকভাবে কাজ শুরু করে দিয়েছে ৷ সেটি তার বৈজ্ঞানিক কার্যকলাপ ইতিমধ্যেই ইসরোর সেন্টারে পাঠাতে শুরু করেছে ৷ সূর্যের পূর্ণাঙ্গ ছবি ইতিমধ্যে ইসরোর বৈজ্ঞানিকদের কাছে পাঠিয়েছে আদিত্য এল-1 ৷

ইসরো আধিকারিকরা জানিয়েছেন, এল-1 পয়েন্টের চারপাশে একটি হালো কক্ষপথে ভারতীয় উপগ্রহকে স্থাপন করার অনেক সুবিধা রয়েছে ৷ যার প্রধান সুবিধা হল অবিচ্ছিন্নভাবে সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে সৌরযান আদিত্য এল-1 ৷ এখান থেকে সূর্য ও আদিত্য এল-1 এর মাঝে কোনও গ্রহ, উপগ্রহ মহাজাগতিক কোনও বস্তু আসবে না ৷ এর ফলে গ্রহণের সম্ভাবনাও থাকবে না ৷ তাই নিরবিচ্ছিন্নভাবে সূর্যের প্রতিটি মুহূর্তের উপর নজরদারি চালাতে পারবে ভারতের প্রথম সৌরযান ৷

এর ফলে সূর্যের মধ্যে প্রতিনিয়ত হয়ে চলা ঘটনাক্রম এবং রাসায়নিক প্রক্রিয়ার ফলে গ্রহের আবহাওয়ায় কী ধরণের প্রভাব পড়ে তা, রিয়েল টাইমে জানা যাবে ৷ মহাকাশযানটিতে মোট সাতটি পে-লোড রয়েছে ৷ যাদের কাজ হবে, ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের সবচেয়ে বাইরের আস্তরণ করোনাকে পর্যবেক্ষণ করবে ৷ যেখানে ইলেক্ট্রোম্যাগনেটিক, পার্টিক্যাল এবং ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টরের সাহায্যে পর্যবেক্ষণ চলবে ৷

আরও পড়ুন:

  1. 6 জানুয়ারি সূর্যের ল্যাগ্রাঞ্জিয়ান-1 পয়েন্টে পৌঁছবে সৌরযান 'আদিত্য-এল1'
  2. সূর্যের প্রথম পূর্ণ ডিস্ক ছবি পাঠালো আদিত্য-এল 1, পোস্ট করে তার বিবরণ দিল ইসরো
  3. জানুয়ারির প্রথম সপ্তাহেই ল্যাগ্রাঞ্জিয়ান-1 পয়েন্টে প্রবেশ করবে সৌরযান আদিত্য, দাবি ইসরো প্রধানের

হায়দরাবাদ, 6 জানুয়ারি: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তার প্রথম সোলার মিশন হিসাবে 'স্বর্গীয় সূর্য নমস্কার'-এর জন্য প্রস্তুত ৷ শনিবার বিকেল 4টেয় সৌরযান আদিত্য এল-1'কে সূর্যের ল্যাগ্রাঞ্জ ওয়ান কক্ষপথে প্রতিস্থাপন হবে ৷ ইসরোর আধিকারিকদের মতে, মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে সূর্য ও পৃথিবী মধ্যে থাকা ল্যাগ্রাঞ্জ 1 বা এল-1 পয়েন্টের একটি হালো কক্ষপথে স্থাপন করা হবে ৷ উল্লেখ্য, এল-1 পয়েন্ট পৃথিবী এবং সূর্যের মধ্যে মোট দূরত্বের মাত্র এক শতাংশ ৷

গত 2 সেপ্টেম্বর শ্রীহরিকোটায় ইসরোর শ্রী সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে সফল উৎক্ষেপণ করা হয়েছিল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল 1-এর ৷ এই মহাকাশযানটি প্রায় 3.7 মিলিয়ন কিলোমিটার অতিক্রম করে আজ সূর্যের এল-1 পয়েন্টে পৌঁছাবে ৷ ইসরোর মতে, আদিত্য এল-1 একেবার স্বাভাবিকভাবে কাজ শুরু করে দিয়েছে ৷ সেটি তার বৈজ্ঞানিক কার্যকলাপ ইতিমধ্যেই ইসরোর সেন্টারে পাঠাতে শুরু করেছে ৷ সূর্যের পূর্ণাঙ্গ ছবি ইতিমধ্যে ইসরোর বৈজ্ঞানিকদের কাছে পাঠিয়েছে আদিত্য এল-1 ৷

ইসরো আধিকারিকরা জানিয়েছেন, এল-1 পয়েন্টের চারপাশে একটি হালো কক্ষপথে ভারতীয় উপগ্রহকে স্থাপন করার অনেক সুবিধা রয়েছে ৷ যার প্রধান সুবিধা হল অবিচ্ছিন্নভাবে সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে সৌরযান আদিত্য এল-1 ৷ এখান থেকে সূর্য ও আদিত্য এল-1 এর মাঝে কোনও গ্রহ, উপগ্রহ মহাজাগতিক কোনও বস্তু আসবে না ৷ এর ফলে গ্রহণের সম্ভাবনাও থাকবে না ৷ তাই নিরবিচ্ছিন্নভাবে সূর্যের প্রতিটি মুহূর্তের উপর নজরদারি চালাতে পারবে ভারতের প্রথম সৌরযান ৷

এর ফলে সূর্যের মধ্যে প্রতিনিয়ত হয়ে চলা ঘটনাক্রম এবং রাসায়নিক প্রক্রিয়ার ফলে গ্রহের আবহাওয়ায় কী ধরণের প্রভাব পড়ে তা, রিয়েল টাইমে জানা যাবে ৷ মহাকাশযানটিতে মোট সাতটি পে-লোড রয়েছে ৷ যাদের কাজ হবে, ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের সবচেয়ে বাইরের আস্তরণ করোনাকে পর্যবেক্ষণ করবে ৷ যেখানে ইলেক্ট্রোম্যাগনেটিক, পার্টিক্যাল এবং ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টরের সাহায্যে পর্যবেক্ষণ চলবে ৷

আরও পড়ুন:

  1. 6 জানুয়ারি সূর্যের ল্যাগ্রাঞ্জিয়ান-1 পয়েন্টে পৌঁছবে সৌরযান 'আদিত্য-এল1'
  2. সূর্যের প্রথম পূর্ণ ডিস্ক ছবি পাঠালো আদিত্য-এল 1, পোস্ট করে তার বিবরণ দিল ইসরো
  3. জানুয়ারির প্রথম সপ্তাহেই ল্যাগ্রাঞ্জিয়ান-1 পয়েন্টে প্রবেশ করবে সৌরযান আদিত্য, দাবি ইসরো প্রধানের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.