ETV Bharat / bharat

Aditya L1 Mission: সংশোধিত গতিপথে সঠিক অবস্থায় রয়েছে আদিত্য-এল 1, জানাল ইসরো

6 অক্টোবর সংশোধিত হয়েছে গতিপথ ৷ তবে সুস্থ রয়েছে আদিত্য-এল 1 মহাকাশযান ৷ এমনটাই রবিবার জানাল ইসরো ৷

Aditya L1 spacecraft
আদিত্য এল 1 মহাকাশযান
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 3:58 PM IST

হায়দরাবাদ, 8 অক্টোবর: আদিত্য-এল 1 মিশনের মহাকাশযানটি সঠিক রয়েছে ৷ এটি সূর্য-পৃথিবীর এল 1 পয়েন্টে যাওয়ার পথে অগ্রসর হয়েছে ৷ এমনটাই রবিবার জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ৷ দেশের প্রধান মহাকাশ সংস্থা এক্সে এই সংক্রান্ত একটি পোস্ট করে ৷ সেখানে ইসরো বলেছে, সৌর মিশন মহাকাশযানটি হ্যালো কক্ষপথের দিকে এগিয়ে চলেছে ৷ এটি তার নির্দিষ্ট পথেই রয়েছে, তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চলছে ।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা পোস্টে লিখেছে, "একটি ট্র্যাজেক্টরি কারেকশন ম্যানুভার (টিসিএম) 6 অক্টোবর প্রায় 16 সেকেন্ডের জন্য সঞ্চালিত হয়েছিল ৷ 19 সেপ্টেম্বর পৃথিবীর আকর্ষণ কাটিয়ে এল-1 পয়েন্টের পথে যাত্রা করে মহাকাশযানটি । তবে ট্রান্স-ল্যাগ্রেনজান পয়েন্ট 1-এর পথে যাওয়ার সময় পরিস্থিতি মূল্যায়ন করে গতিপথ সংশোধন করার প্রয়োজন পড়ে ৷"

ইসরো আরও বলেছে, টিসিএম নিশ্চিত করেছে যে মহাকাশযানটি এল-1 পয়েন্টের চারপাশে হ্যালো অরবিটে প্রবেশের দিকে তার উদ্দেশ্যমূলক পথে রয়েছে । আদিত্য-এল 1 মহাকাশযানটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাগনেটোমিটারটি কয়েকদিনের মধ্যে আবার চালু করা হবে । এমনটাই মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর ৷

গত সেপ্টেম্বরে পিএসএলভি-সি57 রকেটের মাধ্যমে আদিত্য-এল 1 মহাকাশযানটির উৎক্ষেপণ করা হয় ৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ইসরো তার মহাকাশ লঞ্চ প্যাড থেকে সফলভাবে আদিত্য-এল 1কে সৌরাভিযানে পাঠায় । ইসরো বিজ্ঞানীদের সূত্রে খবর, আদিত্য-এল 1 মহাকাশযানটি সূর্যকে অধ্যয়নের জন্য মোট সাতটি ভিন্ন পেলোড বহন করছে । এই স্যাটেলাইটগুলি মধ্যে চারটি সূর্যের আলো পর্যবেক্ষণ করবে এবং বাকি তিনটি প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্রের ইন-সিটু প্যারামিটার পরিমাপ করবে ৷

  • Aditya-L1 Mission:
    The Spacecraft is healthy and on its way to Sun-Earth L1.

    A Trajectory Correction Maneuvre (TCM), originally provisioned, was performed on October 6, 2023, for about 16 s. It was needed to correct the trajectory evaluated after tracking the Trans-Lagrangean…

    — ISRO (@isro) October 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পৃথিবীর মায়া কাটিয়ে গন্তব্যে এগোচ্ছে আদিত্য-এল 1, জানাল ইসরো

এর আগে চাঁদের মাটিতে পা রেখেছে ভারত ৷ ইসরোর হাত ধরে সফল অবতরণ করেছে চন্দ্রযান-3 ৷ চাঁদের পরই ইসরোর লক্ষ্য এবার সূর্য ৷ রবিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে ও নানা অজানার খোঁজ দিতে ইতিমধ্যে পৃথিবীর মায়া কাটিয়ে রওনা দিয়েছে অ্যাদিত্য-এল 1 ৷ এরপরই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা প্রস্তুত হচ্ছে গগনযান মিশনের জন্য ৷

হায়দরাবাদ, 8 অক্টোবর: আদিত্য-এল 1 মিশনের মহাকাশযানটি সঠিক রয়েছে ৷ এটি সূর্য-পৃথিবীর এল 1 পয়েন্টে যাওয়ার পথে অগ্রসর হয়েছে ৷ এমনটাই রবিবার জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ৷ দেশের প্রধান মহাকাশ সংস্থা এক্সে এই সংক্রান্ত একটি পোস্ট করে ৷ সেখানে ইসরো বলেছে, সৌর মিশন মহাকাশযানটি হ্যালো কক্ষপথের দিকে এগিয়ে চলেছে ৷ এটি তার নির্দিষ্ট পথেই রয়েছে, তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চলছে ।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা পোস্টে লিখেছে, "একটি ট্র্যাজেক্টরি কারেকশন ম্যানুভার (টিসিএম) 6 অক্টোবর প্রায় 16 সেকেন্ডের জন্য সঞ্চালিত হয়েছিল ৷ 19 সেপ্টেম্বর পৃথিবীর আকর্ষণ কাটিয়ে এল-1 পয়েন্টের পথে যাত্রা করে মহাকাশযানটি । তবে ট্রান্স-ল্যাগ্রেনজান পয়েন্ট 1-এর পথে যাওয়ার সময় পরিস্থিতি মূল্যায়ন করে গতিপথ সংশোধন করার প্রয়োজন পড়ে ৷"

ইসরো আরও বলেছে, টিসিএম নিশ্চিত করেছে যে মহাকাশযানটি এল-1 পয়েন্টের চারপাশে হ্যালো অরবিটে প্রবেশের দিকে তার উদ্দেশ্যমূলক পথে রয়েছে । আদিত্য-এল 1 মহাকাশযানটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাগনেটোমিটারটি কয়েকদিনের মধ্যে আবার চালু করা হবে । এমনটাই মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর ৷

গত সেপ্টেম্বরে পিএসএলভি-সি57 রকেটের মাধ্যমে আদিত্য-এল 1 মহাকাশযানটির উৎক্ষেপণ করা হয় ৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ইসরো তার মহাকাশ লঞ্চ প্যাড থেকে সফলভাবে আদিত্য-এল 1কে সৌরাভিযানে পাঠায় । ইসরো বিজ্ঞানীদের সূত্রে খবর, আদিত্য-এল 1 মহাকাশযানটি সূর্যকে অধ্যয়নের জন্য মোট সাতটি ভিন্ন পেলোড বহন করছে । এই স্যাটেলাইটগুলি মধ্যে চারটি সূর্যের আলো পর্যবেক্ষণ করবে এবং বাকি তিনটি প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্রের ইন-সিটু প্যারামিটার পরিমাপ করবে ৷

  • Aditya-L1 Mission:
    The Spacecraft is healthy and on its way to Sun-Earth L1.

    A Trajectory Correction Maneuvre (TCM), originally provisioned, was performed on October 6, 2023, for about 16 s. It was needed to correct the trajectory evaluated after tracking the Trans-Lagrangean…

    — ISRO (@isro) October 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পৃথিবীর মায়া কাটিয়ে গন্তব্যে এগোচ্ছে আদিত্য-এল 1, জানাল ইসরো

এর আগে চাঁদের মাটিতে পা রেখেছে ভারত ৷ ইসরোর হাত ধরে সফল অবতরণ করেছে চন্দ্রযান-3 ৷ চাঁদের পরই ইসরোর লক্ষ্য এবার সূর্য ৷ রবিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে ও নানা অজানার খোঁজ দিতে ইতিমধ্যে পৃথিবীর মায়া কাটিয়ে রওনা দিয়েছে অ্যাদিত্য-এল 1 ৷ এরপরই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা প্রস্তুত হচ্ছে গগনযান মিশনের জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.