ETV Bharat / bharat

Rahul MP Status: 'সত্যমেব জয়তে', বলছে কংগ্রেস; এবার রাহুলের সাংসদ পদ ফেরাতে তদ্বির লোকসভায় - সুপ্রিম কোর্ট

Cong Tries to Revive Rahul Gandhi's MP Status: সুপ্রিম কোর্টের নির্দেশের পর এ বার রাহুল গান্ধির সাংসদ পদের মর্যাদা ফেরাতে তৎপর কংগ্রেস ৷ ইতিমধ্যেই সেই তদ্বির করেছেন অধীররঞ্জন চৌধুরী ৷

Rahul MP Status
রাহুলের সাংসদ পদ ফেরাতে তদ্বির লোকসভায়
author img

By

Published : Aug 4, 2023, 3:23 PM IST

নয়াদিল্লি, 4 অগস্ট: 'মোদি পদবি' মন্তব্য নিয়ে মানহানির মামলায় রাহুল গান্ধির শাস্তির নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ একে সত্যের জয় হিসেবে দেখছে কংগ্রেস ৷ এ দিন শীর্ষ আদালতের নির্দেশের পরই সংসদে কংগ্রেস সাংসদদের উচ্ছ্বাস চোখে পড়ে ৷ শাস্তিতে স্থগিতাদেশ মেলায় এ বার রাহুল গান্ধির সাংসদ পদের মর্যাদা ফেরাতে তৎপর হয়েছে দল ৷

রাহুলের সাংসদ পদ ফেরাতে অনুরোধ অধীরের: শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশের কয়েক মিনিটের মধ্যেই কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী লোকসভার চেয়ারের কাছে অনুরোধ করেন, যত তাড়াতাড়ি সম্ভব সংসদের কার্যক্রমে যোগদানের অনুমতি দেওয়া হোক রাহুল গান্ধিকে ৷ লোকসভায় যখন কার্যক্রম চলছিল, তখন অধীর লোকসভার সভাপতিত্ব করা রাজেন্দ্র আগরওয়ালের কাছে রাহুল গান্ধিকে হাউসে উপস্থিত থাকার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেন ।

তিনি বলেন, "আমাদের নেতা রাহুলজি সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি পেয়েছেন । আমি চেয়ারের কাছে তাঁকে দ্রুত হাউসে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়ার দাবি জানাচ্ছি ৷"

জবাবে রাজেন্দ্র আগরওয়াল বলেন, সাধারণত অধ্যক্ষ এই বিষয়টি বিবেচনা করেন ৷ তিনিই এ বিষয়ে বলবেন ৷

  • #WATCH | Congress MP Adhir Ranjan Chowdhury on Supreme Court staying the conviction of Rahul Gandhi in Modi surname remark case

    "You will see 'Satyamev Jayate' everywhere on Parliament premises. The conspiracy against Rahul Gandhi has failed today. Rahul Gandhi's victory will… pic.twitter.com/UwKpDuQgsv

    — ANI (@ANI) August 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'সত্যমেব জয়তে': এ দিন লোকসভার বাইরে অধীর-সহ অন্যান্য কংগ্রেস সাংসদরা সুপ্রিম কোর্টের নির্দেশের পর আনন্দ প্রকাশ করেন ৷ অধীর বলেন, "সংসদ চত্বরে সর্বত্র 'সত্যমেব জয়তে' দেখতে পাবেন । রাহুল গান্ধির বিরুদ্ধে ষড়যন্ত্র আজ ব্যর্থ হয়েছে । রাহুল গান্ধির বিজয় মোদিজির জন্য কঠিন হয়ে যাবে ৷"

উচ্ছ্বসিত কংগ্রেস: এ দিন কংগ্রেস সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে ৷ এই রায়কে সত্যের একটি শক্তিশালী প্রমাণ বলে অভিহিত করেছে দল ৷ তাদের দাবি, "কোনও শক্তি জনগণের কণ্ঠস্বরকে স্তব্ধ করতে পারে না ৷" কংগ্রেস এই রায়কে 'ঘৃণার উপর ভালোবাসার জয়' বলে বর্ণনা করেছে ।

আরও পড়ুন: শাস্তিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি রাহুলের

এ প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, সুপ্রিম কোর্টের রায় সত্য ও ন্যায়ের দৃঢ় প্রমাণ ।

তিনি টুইটারে লিখেছেন, "বিজেপির নিরলস প্রচেষ্টা সত্ত্বেও, রাহুল গান্ধি ভেঙে না পড়ে ও মাথা নত না করে বিচারবিভাগীয় প্রক্রিয়ায় তাঁর আস্থা রেখেছেন ৷ বিজেপি ও তার সহযোগীদের জন্য এটি একটি শিক্ষা: আপনি আপনার চরম খারাপ কাজটি করতে পারেন তবে আমরা পিছিয়ে যাব না । আমরা সরকার এবং একটি দল হিসাবে তোমাদের ব্যর্থতাগুলির প্রকাশ করা অব্যাহত রাখব । সাংবিধানিক আদর্শ এবং আমাদের প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখো, যেগুলিকে তোমরা মরিয়াভাবে ধ্বংস করতে চাও । সত্যমেব জয়তে !"

কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপালও এই রায়কে স্বাগত জানিয়েছেন । তিনি টুইটে লেখেন, "আমরা মাননীয় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই ৷ রাহুল গান্ধিজির সাজা স্থগিত । ন্যায়বিচার জয়ী হয়েছে । কোনও শক্তিই জনগণের কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না ৷"

'ঘৃণার উপর ভালোবাসার জয়': হিন্দিতে একটি টুইটে কংগ্রেস বলেছে, "এটি ঘৃণার উপর ভালোবাসার জয় । সত্যমেব জয়তে -- জয় হিন্দ ৷" কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালাও এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, ন্যায়বিচারের জয় হয়েছে । তাঁ কথায়, "সত্যের গর্জন আবার শোনা যাবে গণতন্ত্রের হলঘরে !"

নয়াদিল্লি, 4 অগস্ট: 'মোদি পদবি' মন্তব্য নিয়ে মানহানির মামলায় রাহুল গান্ধির শাস্তির নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ একে সত্যের জয় হিসেবে দেখছে কংগ্রেস ৷ এ দিন শীর্ষ আদালতের নির্দেশের পরই সংসদে কংগ্রেস সাংসদদের উচ্ছ্বাস চোখে পড়ে ৷ শাস্তিতে স্থগিতাদেশ মেলায় এ বার রাহুল গান্ধির সাংসদ পদের মর্যাদা ফেরাতে তৎপর হয়েছে দল ৷

রাহুলের সাংসদ পদ ফেরাতে অনুরোধ অধীরের: শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশের কয়েক মিনিটের মধ্যেই কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী লোকসভার চেয়ারের কাছে অনুরোধ করেন, যত তাড়াতাড়ি সম্ভব সংসদের কার্যক্রমে যোগদানের অনুমতি দেওয়া হোক রাহুল গান্ধিকে ৷ লোকসভায় যখন কার্যক্রম চলছিল, তখন অধীর লোকসভার সভাপতিত্ব করা রাজেন্দ্র আগরওয়ালের কাছে রাহুল গান্ধিকে হাউসে উপস্থিত থাকার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেন ।

তিনি বলেন, "আমাদের নেতা রাহুলজি সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি পেয়েছেন । আমি চেয়ারের কাছে তাঁকে দ্রুত হাউসে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়ার দাবি জানাচ্ছি ৷"

জবাবে রাজেন্দ্র আগরওয়াল বলেন, সাধারণত অধ্যক্ষ এই বিষয়টি বিবেচনা করেন ৷ তিনিই এ বিষয়ে বলবেন ৷

  • #WATCH | Congress MP Adhir Ranjan Chowdhury on Supreme Court staying the conviction of Rahul Gandhi in Modi surname remark case

    "You will see 'Satyamev Jayate' everywhere on Parliament premises. The conspiracy against Rahul Gandhi has failed today. Rahul Gandhi's victory will… pic.twitter.com/UwKpDuQgsv

    — ANI (@ANI) August 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'সত্যমেব জয়তে': এ দিন লোকসভার বাইরে অধীর-সহ অন্যান্য কংগ্রেস সাংসদরা সুপ্রিম কোর্টের নির্দেশের পর আনন্দ প্রকাশ করেন ৷ অধীর বলেন, "সংসদ চত্বরে সর্বত্র 'সত্যমেব জয়তে' দেখতে পাবেন । রাহুল গান্ধির বিরুদ্ধে ষড়যন্ত্র আজ ব্যর্থ হয়েছে । রাহুল গান্ধির বিজয় মোদিজির জন্য কঠিন হয়ে যাবে ৷"

উচ্ছ্বসিত কংগ্রেস: এ দিন কংগ্রেস সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে ৷ এই রায়কে সত্যের একটি শক্তিশালী প্রমাণ বলে অভিহিত করেছে দল ৷ তাদের দাবি, "কোনও শক্তি জনগণের কণ্ঠস্বরকে স্তব্ধ করতে পারে না ৷" কংগ্রেস এই রায়কে 'ঘৃণার উপর ভালোবাসার জয়' বলে বর্ণনা করেছে ।

আরও পড়ুন: শাস্তিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি রাহুলের

এ প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, সুপ্রিম কোর্টের রায় সত্য ও ন্যায়ের দৃঢ় প্রমাণ ।

তিনি টুইটারে লিখেছেন, "বিজেপির নিরলস প্রচেষ্টা সত্ত্বেও, রাহুল গান্ধি ভেঙে না পড়ে ও মাথা নত না করে বিচারবিভাগীয় প্রক্রিয়ায় তাঁর আস্থা রেখেছেন ৷ বিজেপি ও তার সহযোগীদের জন্য এটি একটি শিক্ষা: আপনি আপনার চরম খারাপ কাজটি করতে পারেন তবে আমরা পিছিয়ে যাব না । আমরা সরকার এবং একটি দল হিসাবে তোমাদের ব্যর্থতাগুলির প্রকাশ করা অব্যাহত রাখব । সাংবিধানিক আদর্শ এবং আমাদের প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখো, যেগুলিকে তোমরা মরিয়াভাবে ধ্বংস করতে চাও । সত্যমেব জয়তে !"

কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপালও এই রায়কে স্বাগত জানিয়েছেন । তিনি টুইটে লেখেন, "আমরা মাননীয় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই ৷ রাহুল গান্ধিজির সাজা স্থগিত । ন্যায়বিচার জয়ী হয়েছে । কোনও শক্তিই জনগণের কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না ৷"

'ঘৃণার উপর ভালোবাসার জয়': হিন্দিতে একটি টুইটে কংগ্রেস বলেছে, "এটি ঘৃণার উপর ভালোবাসার জয় । সত্যমেব জয়তে -- জয় হিন্দ ৷" কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালাও এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, ন্যায়বিচারের জয় হয়েছে । তাঁ কথায়, "সত্যের গর্জন আবার শোনা যাবে গণতন্ত্রের হলঘরে !"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.