ETV Bharat / bharat

Adhir on Privilege Motion: রাহুলের মানহানি ! রাজনাথের বিরুদ্ধে নোটিশ নিয়ে কী বললেন অধীর ? - অধীররঞ্জন চৌধুরী

রাহুল গান্ধিকে সংসদে দাঁড়িয়ে অপমান করা হয়েছে ! এই অভিযোগ তুলে রাজনাথ সিংয়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে কংগ্রেস (Privilege Motion against Rajnath Singh) ৷ এই প্রসঙ্গে কী বললেন দলের সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury on Privilege Motion) ?

Adhir Ranjan Chowdhury comments on Privilege Motion against Rahul Gandhi and Rajnath Singh
ফাইল ছবি
author img

By

Published : Mar 23, 2023, 1:37 PM IST

নয়াদিল্লি, 23 মার্চ: বিজেপি যদি রাহুল গান্ধির বিরুদ্ধে সংসদে স্বাধিকার ভঙ্গের নোটিশ (Privilege Motion against Rahul Gandhi) আনতে পারে, তাহলে বিরোধীরাও প্রয়োজনে একই পদক্ষেপ করতে পারে ৷ সংবাদ সংস্থা এএনআইকে একথা বললেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury on Privilege Motion) ৷ তিনি বলেন, ভারতের সংসদ কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের কার্যালয় নয় ৷ কোনও দলের জনপ্রতিনিধিদের পেশ করা স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণ করা হবে কিনা, সেটা অধ্যক্ষ স্থির করবেন ৷ কিন্তু, আমরা আইন মেনেই স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছি ৷

প্রসঙ্গত, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধির ভাষণ বিতর্কের (Rahul Gandhi Lecture at Cambridge University) জেরে তাঁকে নিয়ে সংসদের অন্দরে কংগ্রেস ও বিজেপির মধ্য়ে 'দড়ি টানাটানি' শুরু হয়েছে ৷ এই প্রেক্ষাপটে লোকসভায় দাঁড়িয়ে রাহুলের প্রতি অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে ৷ যার জেরে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ (Privilege Motion against Rajnath Singh) এনেছে কংগ্রেস ৷

  • If BJP has the right to move a privilege motion against Rahul Gandhi, then we also have the right to move a privilege motion. Parliament is not an office of any party. The Speaker will decide whether to consider the privilege motion or not. We have filed all privilege motions as… pic.twitter.com/LBjheJKoK5

    — ANI (@ANI) March 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস সাংসদ মনিকম টেগোর এ নিয়ে অধ্যক্ষ ওম বিড়লাকে একটি চিঠি দিয়েছেন ৷ সেই চিঠিতে লোকসভার কার্যপ্রণালী এবং কার্য পরিচালনার নিয়মের অধীনস্ত 222 নম্বর নীতিতে রাজনাথের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার কথা জানিয়েছেন তিনি ৷ মনিকমের বক্তব্য, রাজনাথ সিং 352 (7) এবং 353 নম্বর নিয়ম লঙ্ঘন করেছেন ৷ গত 13 মার্চ লোকসভায় দাঁড়িয়ে তিনি যে ভাষণ দিয়েছিলেন, তাতে এই নিয়ম লঙ্ঘন করেছেন তিনি ৷ মনিকম তাঁর চিঠিতে লিখেছেন, "গত 13 মার্চ বেলা 11টার সময় যখন সংসদের কাজ শুরু হয়, সেই সময় আগাম কোনও নোটিশ ছাড়াই রাজনাথ সিং রাহুল গান্ধির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন ৷"

আরও পড়ুন: 'চোরেদের মোদি-পদবি', সুরাটের আদালতে দোষী রাহুল জামিন পেলেন

মনিকমের আরও দাবি, নির্দিষ্ট কোনও প্রমাণ ছাড়াই রাহুল গান্ধিকে অভিযুক্ত করেছেন রাজনাথ সিং ৷ সংসদের অন্য একাধিক সদস্যও একই কাজ করেছেন ৷ গোটা ঘটনায় সংসদের ভূমিকা নিয়েও হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন মনিকম টেগোর ৷ তাঁর অভিযোগ, সত্যাসত্য না জেনেই একজন সাংসদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে ৷ যাঁরা এই অন্য়ায় করছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার বদলে এই অনৈতিক কাজকেই সমর্থন জানানো হচ্ছে ! অথচ, যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই রাহুল গান্ধিকে সংসদে কোনও কথা বলতে দেওয়া হচ্ছে না ! তাঁকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দেওয়া হচ্ছে না !

নয়াদিল্লি, 23 মার্চ: বিজেপি যদি রাহুল গান্ধির বিরুদ্ধে সংসদে স্বাধিকার ভঙ্গের নোটিশ (Privilege Motion against Rahul Gandhi) আনতে পারে, তাহলে বিরোধীরাও প্রয়োজনে একই পদক্ষেপ করতে পারে ৷ সংবাদ সংস্থা এএনআইকে একথা বললেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury on Privilege Motion) ৷ তিনি বলেন, ভারতের সংসদ কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের কার্যালয় নয় ৷ কোনও দলের জনপ্রতিনিধিদের পেশ করা স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণ করা হবে কিনা, সেটা অধ্যক্ষ স্থির করবেন ৷ কিন্তু, আমরা আইন মেনেই স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছি ৷

প্রসঙ্গত, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধির ভাষণ বিতর্কের (Rahul Gandhi Lecture at Cambridge University) জেরে তাঁকে নিয়ে সংসদের অন্দরে কংগ্রেস ও বিজেপির মধ্য়ে 'দড়ি টানাটানি' শুরু হয়েছে ৷ এই প্রেক্ষাপটে লোকসভায় দাঁড়িয়ে রাহুলের প্রতি অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে ৷ যার জেরে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ (Privilege Motion against Rajnath Singh) এনেছে কংগ্রেস ৷

  • If BJP has the right to move a privilege motion against Rahul Gandhi, then we also have the right to move a privilege motion. Parliament is not an office of any party. The Speaker will decide whether to consider the privilege motion or not. We have filed all privilege motions as… pic.twitter.com/LBjheJKoK5

    — ANI (@ANI) March 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস সাংসদ মনিকম টেগোর এ নিয়ে অধ্যক্ষ ওম বিড়লাকে একটি চিঠি দিয়েছেন ৷ সেই চিঠিতে লোকসভার কার্যপ্রণালী এবং কার্য পরিচালনার নিয়মের অধীনস্ত 222 নম্বর নীতিতে রাজনাথের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার কথা জানিয়েছেন তিনি ৷ মনিকমের বক্তব্য, রাজনাথ সিং 352 (7) এবং 353 নম্বর নিয়ম লঙ্ঘন করেছেন ৷ গত 13 মার্চ লোকসভায় দাঁড়িয়ে তিনি যে ভাষণ দিয়েছিলেন, তাতে এই নিয়ম লঙ্ঘন করেছেন তিনি ৷ মনিকম তাঁর চিঠিতে লিখেছেন, "গত 13 মার্চ বেলা 11টার সময় যখন সংসদের কাজ শুরু হয়, সেই সময় আগাম কোনও নোটিশ ছাড়াই রাজনাথ সিং রাহুল গান্ধির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন ৷"

আরও পড়ুন: 'চোরেদের মোদি-পদবি', সুরাটের আদালতে দোষী রাহুল জামিন পেলেন

মনিকমের আরও দাবি, নির্দিষ্ট কোনও প্রমাণ ছাড়াই রাহুল গান্ধিকে অভিযুক্ত করেছেন রাজনাথ সিং ৷ সংসদের অন্য একাধিক সদস্যও একই কাজ করেছেন ৷ গোটা ঘটনায় সংসদের ভূমিকা নিয়েও হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন মনিকম টেগোর ৷ তাঁর অভিযোগ, সত্যাসত্য না জেনেই একজন সাংসদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে ৷ যাঁরা এই অন্য়ায় করছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার বদলে এই অনৈতিক কাজকেই সমর্থন জানানো হচ্ছে ! অথচ, যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই রাহুল গান্ধিকে সংসদে কোনও কথা বলতে দেওয়া হচ্ছে না ! তাঁকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দেওয়া হচ্ছে না !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.