ETV Bharat / bharat

Adhir Chowdhury: বাংলার জন্য টিকার বরাদ্দ বাড়াতে মোদিকে চিঠি অধীরের

টিকা নিয়ে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)৷ রাজ্যের জন্য বরাদ্দ করোনা টিকার পরিমাণ বাড়ানোর আর্জি জানিয়েছেন তিনি ৷

Adhir Chowdhury writes to PM Narendra Modi requesting him to increase the quota of COVID19 vaccines for West Bengal
বাংলার জন্য টিকার বরাদ্দ বাড়াতে মোদিকে চিঠি অধীরের
author img

By

Published : Aug 8, 2021, 5:26 PM IST

নয়াদিল্লি, 8 অগস্ট: রাজ্যে করোনা টিকা (COVID19 vaccines) নিয়ে হাহাকার অব্যাহত ৷ টিকাকেন্দ্রে হত্যে দিয়ে পড়ে থেকে লাইন দিলেও মিলছে না টিকা ৷ এদিকে, বাড়ছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ৷ এই অবস্থায় রাজ্যের জন্য বরাদ্দ টিকার পরিমাণ বাড়ানোর আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)৷

ভোররাত থেকে টিকাকেন্দ্রে লাইন দিচ্ছেন আমজনতা ৷ তবে টিকা বাড়ন্ত কেন্দ্রগুলিতে ৷ ফলে নিত্যদিন টিকা নিতে গিয়ে প্রবল হয়রানির মুখে পড়তে হচ্ছে রাজ্যবাসীকে ৷ কখনও স্টক ফুরোচ্ছে কোভ্যাকসিনের, আবার কখনও মিলছে না কোভিশিল্ড ৷ দীর্ঘক্ষণ টিকার লাইনে দাঁড়িয়ে ধৈর্য ও মেজাজ হারানো মানুষজনের মধ্যে বচসা ও মারামারিরও ঘটনা ঘটেছে ৷ টিকা নিতে গিয়ে পিঠে পড়েছে পুলিশের লাঠি ৷ এই দুর্দশা কাটাতে বাংলার জন্য কেন্দ্রের বরাদ্দের টিকার পরিমাণ বাড়ানোর আর্জি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ এই মর্মে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠিও পাঠিয়েছেন ৷ সেই চিঠিতে তিনি পশ্চিমবঙ্গের টিকার কোটা বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন ৷

Adhir Chowdhury writes to PM Narendra Modi requesting him to increase the quota of COVID19 vaccines for West Bengal
বাংলার জন্য টিকার বরাদ্দ বাড়াতে মোদিকে চিঠি অধীরের

আরও পড়ুন: টিকা বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করে মোদিকে ফের চিঠি মমতার

বর্তমান নিয়ম অনুযায়ী, টিকা সংস্থাগুলির থেকে 75 শতাংশ টিকা কিনে নেয় কেন্দ্রীয় সরকার ৷ এরপর তারা বিভিন্ন রাজ্যের জন্য টিকা বরাদ্দ করে টিকা পাঠায় ৷ উৎপাদিত টিকার বাকি 25 শতাংশ টিকা বেসরকারি হাসপাতালগুলি টিকা প্রস্তুতকারক সংস্থার থেকে কিনে নিতে পারে ৷ বিভিন্ন রাজ্যকে কেন্দ্র যে টিকা পাঠায়, তা নিয়ে আগেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে তৃণমূল ৷ এ রাজ্যের জনসংখ্যা অনেক বেশি হওয়া সত্বেও কম টিকা পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অথচ বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, গুজরাত, কর্নাটক বাংলার থেকে অনেক বেশি পরিমাণে টিকা পাচ্ছে বলে তাঁর অভিযোগ ।

আরও পড়ুন: ফের বাড়ল দৈনিক সংক্রমণ, কিছুটা কমল মৃত্যু

টিকা বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করে গত 5 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের একটি চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধানমন্ত্রীকে 2 পাতার একটি চিঠিতে তিনি লিখেছেন, রাজ্যে আরও বেশি টিকা প্রয়োজন । এই নিয়ে রাজ্যের তরফ থেকে বারবার প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হচ্ছে । কিন্তু এ ব্যাপারে কেন্দ্রের কোনও সদিচ্ছা দেখা যাচ্ছে না । মুখ্যমন্ত্রীর কথায়, "গোটা বিষয়টি অত্যন্ত দুঃখজনক । পশ্চিমবঙ্গকে টিকা দেওয়ার ক্ষেত্রে বিমাতৃসূলভ আচরণ করছে কেন্দ্র ।"

নয়াদিল্লি, 8 অগস্ট: রাজ্যে করোনা টিকা (COVID19 vaccines) নিয়ে হাহাকার অব্যাহত ৷ টিকাকেন্দ্রে হত্যে দিয়ে পড়ে থেকে লাইন দিলেও মিলছে না টিকা ৷ এদিকে, বাড়ছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ৷ এই অবস্থায় রাজ্যের জন্য বরাদ্দ টিকার পরিমাণ বাড়ানোর আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)৷

ভোররাত থেকে টিকাকেন্দ্রে লাইন দিচ্ছেন আমজনতা ৷ তবে টিকা বাড়ন্ত কেন্দ্রগুলিতে ৷ ফলে নিত্যদিন টিকা নিতে গিয়ে প্রবল হয়রানির মুখে পড়তে হচ্ছে রাজ্যবাসীকে ৷ কখনও স্টক ফুরোচ্ছে কোভ্যাকসিনের, আবার কখনও মিলছে না কোভিশিল্ড ৷ দীর্ঘক্ষণ টিকার লাইনে দাঁড়িয়ে ধৈর্য ও মেজাজ হারানো মানুষজনের মধ্যে বচসা ও মারামারিরও ঘটনা ঘটেছে ৷ টিকা নিতে গিয়ে পিঠে পড়েছে পুলিশের লাঠি ৷ এই দুর্দশা কাটাতে বাংলার জন্য কেন্দ্রের বরাদ্দের টিকার পরিমাণ বাড়ানোর আর্জি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ এই মর্মে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠিও পাঠিয়েছেন ৷ সেই চিঠিতে তিনি পশ্চিমবঙ্গের টিকার কোটা বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন ৷

Adhir Chowdhury writes to PM Narendra Modi requesting him to increase the quota of COVID19 vaccines for West Bengal
বাংলার জন্য টিকার বরাদ্দ বাড়াতে মোদিকে চিঠি অধীরের

আরও পড়ুন: টিকা বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করে মোদিকে ফের চিঠি মমতার

বর্তমান নিয়ম অনুযায়ী, টিকা সংস্থাগুলির থেকে 75 শতাংশ টিকা কিনে নেয় কেন্দ্রীয় সরকার ৷ এরপর তারা বিভিন্ন রাজ্যের জন্য টিকা বরাদ্দ করে টিকা পাঠায় ৷ উৎপাদিত টিকার বাকি 25 শতাংশ টিকা বেসরকারি হাসপাতালগুলি টিকা প্রস্তুতকারক সংস্থার থেকে কিনে নিতে পারে ৷ বিভিন্ন রাজ্যকে কেন্দ্র যে টিকা পাঠায়, তা নিয়ে আগেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে তৃণমূল ৷ এ রাজ্যের জনসংখ্যা অনেক বেশি হওয়া সত্বেও কম টিকা পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অথচ বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, গুজরাত, কর্নাটক বাংলার থেকে অনেক বেশি পরিমাণে টিকা পাচ্ছে বলে তাঁর অভিযোগ ।

আরও পড়ুন: ফের বাড়ল দৈনিক সংক্রমণ, কিছুটা কমল মৃত্যু

টিকা বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করে গত 5 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের একটি চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধানমন্ত্রীকে 2 পাতার একটি চিঠিতে তিনি লিখেছেন, রাজ্যে আরও বেশি টিকা প্রয়োজন । এই নিয়ে রাজ্যের তরফ থেকে বারবার প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হচ্ছে । কিন্তু এ ব্যাপারে কেন্দ্রের কোনও সদিচ্ছা দেখা যাচ্ছে না । মুখ্যমন্ত্রীর কথায়, "গোটা বিষয়টি অত্যন্ত দুঃখজনক । পশ্চিমবঙ্গকে টিকা দেওয়ার ক্ষেত্রে বিমাতৃসূলভ আচরণ করছে কেন্দ্র ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.