ETV Bharat / bharat

Adhir Writes to EC: 'সোনিয়া গান্ধি সম্পর্কে মিথ্যে কথা বলছেন মোদি', নির্বাচন কমিশনকে চিঠি অধীরের - Karnataka Election latest News

আজ কর্ণাটকে বিধানসভা নির্বাচন ৷ কংগ্রেস ও বিজেপির মধ্যে জোরদার লড়াই হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ ইতিমধ্যে সোনিয়া গান্ধির করা মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন অধীর চৌধুরী ৷

Sonia Gandhi and Narendra Modi Controversy
সোনিয়া গান্ধি ও নরেন্দ্র মোদি বিতর্ক
author img

By

Published : May 10, 2023, 7:30 AM IST

কলকাতা, 10 মে: প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির সম্পর্কে মিথ্যা ও অসম্মানজনক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই অভিযোগে মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে চিঠি দিল কংগ্রেস ৷ নির্বাচনী বিধি ভঙ্গের কারণে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ৷ মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এই বিতর্কের সূচনা কর্ণাটকের নির্বাচনী প্রচারে ৷ 6 মে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি কর্ণাটকে ভোট প্রচারে গিয়ে বলেন, "কর্ণাটকের মর্যাদা, সার্বভৌমত্ব অথবা অখণ্ডতার প্রতি কোনওরকম হুমকিকে কংগ্রেস মেনে নেবে না ৷" তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ এরপর দিনই মোদি কর্ণাটকে নির্বাচনী প্রচারে সোনিয়া গান্ধির 'কর্ণাটকের সার্বভৌম রক্ষা' নিয়ে প্রশ্ন তোলেন ৷ নেত্রীর বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধি দীর্ঘদিন ধরে সংসদে রয়েছেন তবু তিনি জানেন না সার্বভৌম শব্দের অর্থ কী !

  • CPP Chairperson Smt. Sonia Gandhi ji sends a strong message to 6.5 crore Kannadigas:

    "The Congress will not allow anyone to pose a threat to Karnataka's reputation, sovereignty or integrity." pic.twitter.com/W6HjKYWjLa

    — Congress (@INCIndia) May 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোনিয়া গান্ধিকে আক্রমণ করে মোদি বলেন, "কোনও দেশ স্বাধীন হয়ে গেলে, সেক্ষেত্রে সার্বভৌম কথাটি প্রযোজ্য হয় ৷ কিন্তু এখানে কর্ণাটকের সার্বভৌম রক্ষার কথা বলছে কংগ্রেস ৷ এর মানে কংগ্রেস কর্ণাটককে ভারত থেকে বিচ্ছিন্ন বলে মনে করে ৷" তিনি আরও জানান, কংগ্রেস প্রকাশ্যে কর্ণাটককে ভারত থেকে আলাদা করার পক্ষে রায় দিচ্ছে ৷ মোদি কংগ্রেসকে ফের 'টুকরে টুকরে গ্যাং' বলে তুলোধনা করেন ৷ তিনি জানান, এই গ্যাং এতদূর পর্যন্ত পৌঁছে যাবে, তা তিনি ভাবতেও পারেননি ৷ এরপর বিজেপি নির্বাচন কমিশনের কাছে সোনিয়া গান্ধির মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ করে ৷

  • Sonia Gandhi spoke about Karnataka’s ‘sovereignty’…

    A sovereign by definition is an independent nation.

    Does Congress think of Karnataka as independent from India?

    This is an insult to freedom fighters from Karnataka, who fought for India’s independence. It is an insult to… pic.twitter.com/ydPtAyI9mr

    — Amit Malviya (@amitmalviya) May 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার নির্বাচন কমিশনও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কংগ্রেস নেত্রীর করা মন্তব্যের ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় ৷ তারপরই অধীর চৌধুরীর পালটা এই পদক্ষেপ ৷ চিঠিতে বহরমপুরের সাংসদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ৷ তিনি কর্ণাটকে নির্বাচনী প্রচারে সোনিয়া গান্ধিকে নিয়ে মিথ্যা এবং অবমাননাকর মন্তব্য করেছেন ৷ মোদির উদ্দেশ্য, কংগ্রেস নেত্রীকে অপমান করা এবং কর্ণাটকের বাসিন্দাদের সম্মান ও গর্বকেও ক্ষুণ্ণ করা ৷

Adhir Chowdhury writes to Election Commission
নির্বাচন কমিশনকে অধীর চৌধুরীর লেখা চিঠি

ভোট বিশেষজ্ঞদের একাংশের ভবিষ্যদ্বাণী, কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজেপিকে হঠিয়ে ক্ষমতায় আসতে পারে ৷ তার আগাম আভাস পেয়ে বিজেপি কিছুটা ভীত ৷ আর সেই সূত্র ধরেই কংগ্রেসের দাবি, হারের গন্ধের আঁচ পেয়েই বিজেপির নেতারা এই ধরনের নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছেন ৷ উল্লেখ্য, আজ বুধবার 224 আসনের কর্ণাটক বিধানসভা নির্বাচন ৷ সকাল 7টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে ৷

আরও পড়ুন: কর্ণাটকে সোনিয়ার বিতর্কিত মন্তব্যের জের, কংগ্রেসকে নোটিশ নির্বাচন কমিশনের

কলকাতা, 10 মে: প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির সম্পর্কে মিথ্যা ও অসম্মানজনক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই অভিযোগে মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে চিঠি দিল কংগ্রেস ৷ নির্বাচনী বিধি ভঙ্গের কারণে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ৷ মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এই বিতর্কের সূচনা কর্ণাটকের নির্বাচনী প্রচারে ৷ 6 মে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি কর্ণাটকে ভোট প্রচারে গিয়ে বলেন, "কর্ণাটকের মর্যাদা, সার্বভৌমত্ব অথবা অখণ্ডতার প্রতি কোনওরকম হুমকিকে কংগ্রেস মেনে নেবে না ৷" তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ এরপর দিনই মোদি কর্ণাটকে নির্বাচনী প্রচারে সোনিয়া গান্ধির 'কর্ণাটকের সার্বভৌম রক্ষা' নিয়ে প্রশ্ন তোলেন ৷ নেত্রীর বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধি দীর্ঘদিন ধরে সংসদে রয়েছেন তবু তিনি জানেন না সার্বভৌম শব্দের অর্থ কী !

  • CPP Chairperson Smt. Sonia Gandhi ji sends a strong message to 6.5 crore Kannadigas:

    "The Congress will not allow anyone to pose a threat to Karnataka's reputation, sovereignty or integrity." pic.twitter.com/W6HjKYWjLa

    — Congress (@INCIndia) May 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোনিয়া গান্ধিকে আক্রমণ করে মোদি বলেন, "কোনও দেশ স্বাধীন হয়ে গেলে, সেক্ষেত্রে সার্বভৌম কথাটি প্রযোজ্য হয় ৷ কিন্তু এখানে কর্ণাটকের সার্বভৌম রক্ষার কথা বলছে কংগ্রেস ৷ এর মানে কংগ্রেস কর্ণাটককে ভারত থেকে বিচ্ছিন্ন বলে মনে করে ৷" তিনি আরও জানান, কংগ্রেস প্রকাশ্যে কর্ণাটককে ভারত থেকে আলাদা করার পক্ষে রায় দিচ্ছে ৷ মোদি কংগ্রেসকে ফের 'টুকরে টুকরে গ্যাং' বলে তুলোধনা করেন ৷ তিনি জানান, এই গ্যাং এতদূর পর্যন্ত পৌঁছে যাবে, তা তিনি ভাবতেও পারেননি ৷ এরপর বিজেপি নির্বাচন কমিশনের কাছে সোনিয়া গান্ধির মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ করে ৷

  • Sonia Gandhi spoke about Karnataka’s ‘sovereignty’…

    A sovereign by definition is an independent nation.

    Does Congress think of Karnataka as independent from India?

    This is an insult to freedom fighters from Karnataka, who fought for India’s independence. It is an insult to… pic.twitter.com/ydPtAyI9mr

    — Amit Malviya (@amitmalviya) May 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার নির্বাচন কমিশনও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কংগ্রেস নেত্রীর করা মন্তব্যের ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় ৷ তারপরই অধীর চৌধুরীর পালটা এই পদক্ষেপ ৷ চিঠিতে বহরমপুরের সাংসদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ৷ তিনি কর্ণাটকে নির্বাচনী প্রচারে সোনিয়া গান্ধিকে নিয়ে মিথ্যা এবং অবমাননাকর মন্তব্য করেছেন ৷ মোদির উদ্দেশ্য, কংগ্রেস নেত্রীকে অপমান করা এবং কর্ণাটকের বাসিন্দাদের সম্মান ও গর্বকেও ক্ষুণ্ণ করা ৷

Adhir Chowdhury writes to Election Commission
নির্বাচন কমিশনকে অধীর চৌধুরীর লেখা চিঠি

ভোট বিশেষজ্ঞদের একাংশের ভবিষ্যদ্বাণী, কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজেপিকে হঠিয়ে ক্ষমতায় আসতে পারে ৷ তার আগাম আভাস পেয়ে বিজেপি কিছুটা ভীত ৷ আর সেই সূত্র ধরেই কংগ্রেসের দাবি, হারের গন্ধের আঁচ পেয়েই বিজেপির নেতারা এই ধরনের নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছেন ৷ উল্লেখ্য, আজ বুধবার 224 আসনের কর্ণাটক বিধানসভা নির্বাচন ৷ সকাল 7টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে ৷

আরও পড়ুন: কর্ণাটকে সোনিয়ার বিতর্কিত মন্তব্যের জের, কংগ্রেসকে নোটিশ নির্বাচন কমিশনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.