ETV Bharat / bharat

Adar Poonawalla and Elon Musk : ইলন মাস্ককে ভারতে বিনিয়োগের আবেদন সেরাম কর্তার - বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক

তবে আদর পুনাওয়ালার এই টুইটের পর তাঁর প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান আকর প্যাটেল (former Amnesty India chairman Akar Patel) ৷

adar poonawalla tweets elon musk
ইলন মাস্ককে ভারতে বিনিয়োগের আবেদন আদর পুনাওয়ালার
author img

By

Published : May 8, 2022, 10:50 PM IST

হায়দরাবাদ, 8 মে : মাইক্রো ব্লগিং সাইট টুইটার কিনে সম্প্রতি হইচই ফেলে দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ৷ জল্পনা চলছে টেসলা প্রধানের এরপরের লক্ষ্য কী, তা নিয়ে ৷ ভারতে কী বিনিয়োগ করবেন মাস্ক, এদেশে তাঁর সংস্থা টেসলা আসবে কি না তা জানতেও উৎসাহের শেষ নেই ৷ এমতাবস্থায় এবার মাস্ককে ভারতে বিনিয়োগের আবেদন জানালেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা (Adar Poonawalla suggests Elon Musk to bring Tesla business to India) ৷ ভারতে তাঁর বিনিয়োগ যে সেরা বিনিয়োগ হতে পারে তাও ইলন মাস্ককে মনে করিয়ে দিয়েছেন সেরাম প্রধান ৷

টুইটে ইলন মাস্ককে ট্যাগ করে রবিবার আদর পুনাওয়ালা (Serum Institute CEO Adar Poonawalla) লেখেন, "আপনি যদি টুইটার কিনেই থামতে না চাও তাহলে ভারতেও কিছু অর্থ বিনিয়োগ করে এখানে টেসলার গাড়ি তৈরি করতে পারেন ৷ আমি কথা দিতে পারি এই বিনিয়োগ এখনও পর্যন্ত তোমার সেরা বিনিয়োগ হবে ৷" যদিও এর কোনও উত্তর এখনও দেননি ইলন মাস্ক ৷

আরও পড়ুন : টুইটার কেনার পর প্রথম মায়ের সঙ্গে জনসমক্ষে ইলন

তবে আদর পুনাওয়ালার এই টুইটের পর তাঁর প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান আকর প্যাটেল ৷ পাল্লা টুইটে পরিসংখ্যান দিয়ে তাঁর প্রশ্ন, "টেসলার এক একটি গাড়ির নূন্যতম মূল্য 35 লক্ষ টাকা ৷ ভারতে 35 লাখের উপরে মাত্র 35 হাজার গাড়ি বিক্রি হয়েছে ৷ চিনে তা 30 লাখের উপরে ৷ ফোর্ড, জেনারেল মোটর্স যেখান থেকে চলে গিয়েছে কেন টেসলা সেরকম এক জায়গায় বিনিয়োগ করতে যাবে ?"

উল্লেখ্য, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি গত মাসে বলেছিলেন, টেসলা যদি ভারতে তাদের বৈদ্যুতিক গাড়ি বানাতে চায় তাহলে কোনও সমস্যা নেই ৷ কিন্তু চিন থেকে এদেশে গাড়ি আমদানি করা যাবে না ৷ এর আগে ইলন মাস্ক বলেছিলেন, যদি বাইরে থেকে আমদানি করে নিয়ে গিয়ে ভারতে তাদের গাড়ি ব্যবসা সফল হয় তাহলে টেসলা ভারতে কারখানা করতে পারে ৷

হায়দরাবাদ, 8 মে : মাইক্রো ব্লগিং সাইট টুইটার কিনে সম্প্রতি হইচই ফেলে দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ৷ জল্পনা চলছে টেসলা প্রধানের এরপরের লক্ষ্য কী, তা নিয়ে ৷ ভারতে কী বিনিয়োগ করবেন মাস্ক, এদেশে তাঁর সংস্থা টেসলা আসবে কি না তা জানতেও উৎসাহের শেষ নেই ৷ এমতাবস্থায় এবার মাস্ককে ভারতে বিনিয়োগের আবেদন জানালেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা (Adar Poonawalla suggests Elon Musk to bring Tesla business to India) ৷ ভারতে তাঁর বিনিয়োগ যে সেরা বিনিয়োগ হতে পারে তাও ইলন মাস্ককে মনে করিয়ে দিয়েছেন সেরাম প্রধান ৷

টুইটে ইলন মাস্ককে ট্যাগ করে রবিবার আদর পুনাওয়ালা (Serum Institute CEO Adar Poonawalla) লেখেন, "আপনি যদি টুইটার কিনেই থামতে না চাও তাহলে ভারতেও কিছু অর্থ বিনিয়োগ করে এখানে টেসলার গাড়ি তৈরি করতে পারেন ৷ আমি কথা দিতে পারি এই বিনিয়োগ এখনও পর্যন্ত তোমার সেরা বিনিয়োগ হবে ৷" যদিও এর কোনও উত্তর এখনও দেননি ইলন মাস্ক ৷

আরও পড়ুন : টুইটার কেনার পর প্রথম মায়ের সঙ্গে জনসমক্ষে ইলন

তবে আদর পুনাওয়ালার এই টুইটের পর তাঁর প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান আকর প্যাটেল ৷ পাল্লা টুইটে পরিসংখ্যান দিয়ে তাঁর প্রশ্ন, "টেসলার এক একটি গাড়ির নূন্যতম মূল্য 35 লক্ষ টাকা ৷ ভারতে 35 লাখের উপরে মাত্র 35 হাজার গাড়ি বিক্রি হয়েছে ৷ চিনে তা 30 লাখের উপরে ৷ ফোর্ড, জেনারেল মোটর্স যেখান থেকে চলে গিয়েছে কেন টেসলা সেরকম এক জায়গায় বিনিয়োগ করতে যাবে ?"

উল্লেখ্য, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি গত মাসে বলেছিলেন, টেসলা যদি ভারতে তাদের বৈদ্যুতিক গাড়ি বানাতে চায় তাহলে কোনও সমস্যা নেই ৷ কিন্তু চিন থেকে এদেশে গাড়ি আমদানি করা যাবে না ৷ এর আগে ইলন মাস্ক বলেছিলেন, যদি বাইরে থেকে আমদানি করে নিয়ে গিয়ে ভারতে তাদের গাড়ি ব্যবসা সফল হয় তাহলে টেসলা ভারতে কারখানা করতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.