ETV Bharat / bharat

ঐতিহাসিক মুহূর্ত : ভ্যাকসিন সরবরাহের পর বললেন পুনাওয়ালা - সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা

প্রথম অবস্থায় দিল্লি, কারনাল, আহমেদাবাদ, লখনউ, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, ভুবনেশ্বর, কলকাতা এবং গুয়াহাটি-তে পৌঁছেছে কোভিশিল্ড ভ্যাকসিন ।

Adar Poonawalla
Adar Poonawalla
author img

By

Published : Jan 12, 2021, 7:28 PM IST

Updated : Jan 12, 2021, 9:24 PM IST

পুনে, 12 জানুয়ারি : কোরোনার ভ্যাকসিন "কোভিশিল্ড"-এর ভায়ালগুলি পুনের কারখানা থেকে প্রথম সরবরাহের পরে আজ সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা একে একটি 'ঐতিহাসিক মুহূর্ত' বলে উল্লেখ করে বলেন, দেশের সকলের জন্য এই টিকা পৌঁছে দেওয়াই এখন মূল চ্যালেঞ্জ ।

সেরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ড সরবরাহের পর একটি সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আদর পুনাওয়ালা বলেন, "আমাদের কারখানা থেকে ভ্যাকসিন প্রেরণ করা হচ্ছে । এটি একটি ঐতিহাসিক মুহূর্ত । আমাদের মূল লক্ষ্য হল এটি দেশের সকলের কাছেই সহজলভ্য করা । 2021-এ আমাদের সামনে এই চ্যালেঞ্জ রয়েছে । দেখা কীভাবে এটি সফল হয় ।"

সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ডের দাম 200 টাকার কিছু বেশি হবে । তাই ভ্যাকসিনের উপর কোনওরকম লাভ না রাখার সিদ্ধান্ত নিলেন সেরাম ইনস্টিটিউটের আদর পুনাওয়ালা । প্রথম একশো মিলিয়ন ডোজ়ের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে সহায়তার জন্য এই সিদ্ধান্ত বলে জানান তিনি । তিনি বলেন, "আমরা শুধুমাত্র তাদের অনুরোধে ভারত সরকারকে প্রথম 100 মিলিয়ন ডোজ়ের জন্য 200 টাকার বিশেষ মূল্য দিয়েছি, কারণ আমরা সাধারণ মানুষ, দরিদ্র এবং স্বাস্থ্য কর্মীদের সমর্থন করতে চাই । এরপরে আমরা এটি বেসরকারি বাজারে এক হাজার টাকা মূল্যে বিক্রি করব ।"

দেশের সকলের কাছে ভ্যাকসিন সহজলভ্য করাই মূল চ্যালেঞ্জ, বললেন পুনাওয়ালা

আদর পুনাওয়ালা জানান, বেসরকারি বাজারে ভ্যাকসিন বিক্রির বিষয়ে সরকার এখনও কোনও অনুমোদন দেয়নি । তিনি বলেন, "বেসরকারি বাজারে, যারা এই টিকা কিনতে চান তাদের দাম পড়বে এক হাজার টাকা । তবে আমরা এর জন্য অনুমতি পাইনি ।" সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন সরবরাহের জন্য অনেক দেশ ভারত এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিচ্ছে বলেও জানান তিনি ।

আরও পড়ুন : কলকাতায় এল কোভিশিল্ডের 6.89 লাখ ডোজ়

16 জানুয়ারি দেশব্যাপী টিকাকরণ চালুর আগে কোভিশিল্ড ভ্যাকসিনের ভায়ালগুলি প্রথম আজ ভোরে পুনের সেরাম ইনস্টিটিউট থেকে সরবরাহ করা হয় । কড়া নিরাপত্তার মধ্যে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজ়েনেকা কোভিড ভ্যাকসিনের প্রথম চালান বহনকারী তিনটি ট্রাক সেরাম ইনস্টিটিউট থেকে পুনে বিমানবন্দরের উদ্দেশে সারাদেশের 13টি স্থানে পাঠামোর জন্য রওনা দেয় । প্রথম অবস্থায় দিল্লি, কারনাল, আহমেদাবাদ, লখনউ, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, ভুবনেশ্বর, কলকাতা এবং গুয়াহাটি-তে পৌঁছেছে কোভিশিল্ড ভ্যাকসিন ।

পুনে, 12 জানুয়ারি : কোরোনার ভ্যাকসিন "কোভিশিল্ড"-এর ভায়ালগুলি পুনের কারখানা থেকে প্রথম সরবরাহের পরে আজ সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা একে একটি 'ঐতিহাসিক মুহূর্ত' বলে উল্লেখ করে বলেন, দেশের সকলের জন্য এই টিকা পৌঁছে দেওয়াই এখন মূল চ্যালেঞ্জ ।

সেরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ড সরবরাহের পর একটি সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আদর পুনাওয়ালা বলেন, "আমাদের কারখানা থেকে ভ্যাকসিন প্রেরণ করা হচ্ছে । এটি একটি ঐতিহাসিক মুহূর্ত । আমাদের মূল লক্ষ্য হল এটি দেশের সকলের কাছেই সহজলভ্য করা । 2021-এ আমাদের সামনে এই চ্যালেঞ্জ রয়েছে । দেখা কীভাবে এটি সফল হয় ।"

সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ডের দাম 200 টাকার কিছু বেশি হবে । তাই ভ্যাকসিনের উপর কোনওরকম লাভ না রাখার সিদ্ধান্ত নিলেন সেরাম ইনস্টিটিউটের আদর পুনাওয়ালা । প্রথম একশো মিলিয়ন ডোজ়ের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে সহায়তার জন্য এই সিদ্ধান্ত বলে জানান তিনি । তিনি বলেন, "আমরা শুধুমাত্র তাদের অনুরোধে ভারত সরকারকে প্রথম 100 মিলিয়ন ডোজ়ের জন্য 200 টাকার বিশেষ মূল্য দিয়েছি, কারণ আমরা সাধারণ মানুষ, দরিদ্র এবং স্বাস্থ্য কর্মীদের সমর্থন করতে চাই । এরপরে আমরা এটি বেসরকারি বাজারে এক হাজার টাকা মূল্যে বিক্রি করব ।"

দেশের সকলের কাছে ভ্যাকসিন সহজলভ্য করাই মূল চ্যালেঞ্জ, বললেন পুনাওয়ালা

আদর পুনাওয়ালা জানান, বেসরকারি বাজারে ভ্যাকসিন বিক্রির বিষয়ে সরকার এখনও কোনও অনুমোদন দেয়নি । তিনি বলেন, "বেসরকারি বাজারে, যারা এই টিকা কিনতে চান তাদের দাম পড়বে এক হাজার টাকা । তবে আমরা এর জন্য অনুমতি পাইনি ।" সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন সরবরাহের জন্য অনেক দেশ ভারত এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিচ্ছে বলেও জানান তিনি ।

আরও পড়ুন : কলকাতায় এল কোভিশিল্ডের 6.89 লাখ ডোজ়

16 জানুয়ারি দেশব্যাপী টিকাকরণ চালুর আগে কোভিশিল্ড ভ্যাকসিনের ভায়ালগুলি প্রথম আজ ভোরে পুনের সেরাম ইনস্টিটিউট থেকে সরবরাহ করা হয় । কড়া নিরাপত্তার মধ্যে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজ়েনেকা কোভিড ভ্যাকসিনের প্রথম চালান বহনকারী তিনটি ট্রাক সেরাম ইনস্টিটিউট থেকে পুনে বিমানবন্দরের উদ্দেশে সারাদেশের 13টি স্থানে পাঠামোর জন্য রওনা দেয় । প্রথম অবস্থায় দিল্লি, কারনাল, আহমেদাবাদ, লখনউ, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, ভুবনেশ্বর, কলকাতা এবং গুয়াহাটি-তে পৌঁছেছে কোভিশিল্ড ভ্যাকসিন ।

Last Updated : Jan 12, 2021, 9:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.