ETV Bharat / bharat

Adani Slams Hindenburg Report: 'আদানি গোষ্ঠীর মর্যাদাহানির সুযোগে লাভের চেষ্টা'; হিন্ডেনবার্গকে দুষলেন গৌতম - হিন্ডেনবার্গকে দুষলেন গৌতম

আদানি গোষ্ঠীর বার্ষিক সভায় গৌতম আদানি হিন্ডেনবার্গ রিপোর্টকে তুলোধনা করলেন ৷ তাঁর দাবি, এই রিপোর্ট সম্পূর্ণ ভ্রান্ত ৷ আদানি গোষ্ঠীর মর্যাদা নষ্ট করাই এই রিপোর্টের উদ্দেশ্য ৷

ETV Bharat
গৌতম আদানি
author img

By

Published : Jul 18, 2023, 2:17 PM IST

নয়াদিল্লি, 18 জুলাই: হিন্ডেনবার্গ রিপোর্ট পুরোপুরি ভুল তথ্যে ভরা ৷ এমনটাই জানালেন শিল্পপতি গৌতম আদানি ৷ এই রিপোর্টে ভিত্তিহীন অভিযোগ তুলে ধরা হয়েছে ৷ আদানি গোষ্ঠীর বার্ষিক সভায় তিনি আমেরিকার একটি শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের প্রকাশিত রিপোর্ট নিয়ে এই কথা জানান ৷ উল্লেখ্য, সম্প্রতি বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি সুপ্রিম কোর্টে আদানির পক্ষেই রিপোর্ট দিয়েছে ৷

উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশনের ঠিক আগে গৌতম আদানির সংস্থাকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে হিন্ডেনবার্গ রিসার্চ ৷ এই রিপোর্টে তোলপাড় হয়ে যায় দেশের রাজনীতি ৷ লোকসভায় শিল্পপতির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন তৎকালীন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ বিরোধীরাও এই প্রশ্নে সরব হয় ৷ মার্কিন শর্ট সেলার সংস্থার রিপোর্টে দাবি করা হয়, গৌতম আদানির সংস্থাটি শেয়ারে কারচুপি করেছে ৷ দেশের বাইরে অনেক জায়গায় তাদের বেনামে কোম্পানি রয়েছে ৷ এ নিয়ে জল গড়ায় সুপ্রিমে কোর্টে ৷

আরও পড়ুন: রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের

মঙ্গলবার আদানি জানান, এবছরের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে হিন্ডেনবার্গ রিসার্চ একটি রিপোর্ট প্রকাশ করেছে ৷ তাঁর মতে, এই শর্ট সেলার সংস্থাটি যেন আগে থেকে পরিকল্পনা করেই এই কাজ করেছে ৷ ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ যেন তাদের রিপোর্টই দেখবে ৷ তিনি বলেন, "এই রিপোর্ট একটা নিশানা ৷ ভুল তথ্য এবং ভিত্তিহীন অভিযোগের উপর তৈরি ৷ এই তথ্যগুলির বেশির ভাগ 2004-15 সালের ৷"

  • #WATCH | "...The report was a combination of targeted misinformation and discredited allegations. The majority of them dating from 2004 to 2015. They were all settled by authorities at that time. This report was a deliberate and malicious attempt aimed at damaging our… pic.twitter.com/yEH5r3Duff

    — ANI (@ANI) July 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কারও নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পপতি জানান, এই রিপোর্ট যখন প্রকাশিত হয়, তখন যথাযোগ্য কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করেছে হিন্ডেনবার্গ সংস্থা ৷ এটি একটি যথেচ্ছাচার এবং ঘৃণ্য একটা প্রচেষ্টা ৷ এর উদ্দেশ্যে আদানি গোষ্ঠীর মর্যাদা নষ্ট করা ৷ এর ফলে আদানি গোষ্ঠীর শেয়ারের দাম কমে যেতে পারে ৷ সেই স্বল্প সময়ের সুবিধে নিতে এমন কাজ করেছে হিন্ডেনবার্গ রিসার্চ ৷

হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর আদানি গোষ্ঠীর শেয়ার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় শেয়ার বাজারে ৷ এক ধাক্কায় এই গোষ্ঠীর শেয়ারের দাম অনেকটাই কমে যায় ৷ আতঙ্কিত হয়ে পড়েন নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ ৷ সেই সময় শিল্পপতি গৌতম আদানির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, তিনি কোম্পানির সুনাম বজায় রাখার স্বার্থেই বিনিয়োগকারীদের অর্থ ফিরিয়ে দেবেন ৷ তাই দেশের অর্থনীতি নিয়ে আশঙ্কা কাটেনি ৷

আরও পড়ুন: হিন্ডেনবার্গের আগেও আদানিদের বিরুদ্ধে বেনিয়মের রিপোর্ট বেরিয়েছে ভারতে, দাবি পরঞ্জয় গুহঠাকুরতার

এ প্রসঙ্গে আদানি জানান, আদানি গোষ্ঠীর পক্ষ থেকে আমজনতাকে আশ্বস্ত করা হয়েছিল ৷ বিভিন্ন স্বার্থে একাধিক ক্ষেত্র শিল্পপতির সেই আশ্বাসকে নষ্ট করার চেষ্টা চালিয়েছে ৷ তারা শর্ট সেলারের অভিযোগ তুলে ধরেছে ৷ সামাজিক মাধ্যমগুলিতে এবং একাধিক সংবাদ মাধ্যমে মিথ্যে গল্প, রটনা ছড়িয়ে পড়েছিল ৷

নয়াদিল্লি, 18 জুলাই: হিন্ডেনবার্গ রিপোর্ট পুরোপুরি ভুল তথ্যে ভরা ৷ এমনটাই জানালেন শিল্পপতি গৌতম আদানি ৷ এই রিপোর্টে ভিত্তিহীন অভিযোগ তুলে ধরা হয়েছে ৷ আদানি গোষ্ঠীর বার্ষিক সভায় তিনি আমেরিকার একটি শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের প্রকাশিত রিপোর্ট নিয়ে এই কথা জানান ৷ উল্লেখ্য, সম্প্রতি বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি সুপ্রিম কোর্টে আদানির পক্ষেই রিপোর্ট দিয়েছে ৷

উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশনের ঠিক আগে গৌতম আদানির সংস্থাকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে হিন্ডেনবার্গ রিসার্চ ৷ এই রিপোর্টে তোলপাড় হয়ে যায় দেশের রাজনীতি ৷ লোকসভায় শিল্পপতির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন তৎকালীন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ বিরোধীরাও এই প্রশ্নে সরব হয় ৷ মার্কিন শর্ট সেলার সংস্থার রিপোর্টে দাবি করা হয়, গৌতম আদানির সংস্থাটি শেয়ারে কারচুপি করেছে ৷ দেশের বাইরে অনেক জায়গায় তাদের বেনামে কোম্পানি রয়েছে ৷ এ নিয়ে জল গড়ায় সুপ্রিমে কোর্টে ৷

আরও পড়ুন: রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের

মঙ্গলবার আদানি জানান, এবছরের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে হিন্ডেনবার্গ রিসার্চ একটি রিপোর্ট প্রকাশ করেছে ৷ তাঁর মতে, এই শর্ট সেলার সংস্থাটি যেন আগে থেকে পরিকল্পনা করেই এই কাজ করেছে ৷ ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ যেন তাদের রিপোর্টই দেখবে ৷ তিনি বলেন, "এই রিপোর্ট একটা নিশানা ৷ ভুল তথ্য এবং ভিত্তিহীন অভিযোগের উপর তৈরি ৷ এই তথ্যগুলির বেশির ভাগ 2004-15 সালের ৷"

  • #WATCH | "...The report was a combination of targeted misinformation and discredited allegations. The majority of them dating from 2004 to 2015. They were all settled by authorities at that time. This report was a deliberate and malicious attempt aimed at damaging our… pic.twitter.com/yEH5r3Duff

    — ANI (@ANI) July 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কারও নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পপতি জানান, এই রিপোর্ট যখন প্রকাশিত হয়, তখন যথাযোগ্য কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করেছে হিন্ডেনবার্গ সংস্থা ৷ এটি একটি যথেচ্ছাচার এবং ঘৃণ্য একটা প্রচেষ্টা ৷ এর উদ্দেশ্যে আদানি গোষ্ঠীর মর্যাদা নষ্ট করা ৷ এর ফলে আদানি গোষ্ঠীর শেয়ারের দাম কমে যেতে পারে ৷ সেই স্বল্প সময়ের সুবিধে নিতে এমন কাজ করেছে হিন্ডেনবার্গ রিসার্চ ৷

হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর আদানি গোষ্ঠীর শেয়ার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় শেয়ার বাজারে ৷ এক ধাক্কায় এই গোষ্ঠীর শেয়ারের দাম অনেকটাই কমে যায় ৷ আতঙ্কিত হয়ে পড়েন নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ ৷ সেই সময় শিল্পপতি গৌতম আদানির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, তিনি কোম্পানির সুনাম বজায় রাখার স্বার্থেই বিনিয়োগকারীদের অর্থ ফিরিয়ে দেবেন ৷ তাই দেশের অর্থনীতি নিয়ে আশঙ্কা কাটেনি ৷

আরও পড়ুন: হিন্ডেনবার্গের আগেও আদানিদের বিরুদ্ধে বেনিয়মের রিপোর্ট বেরিয়েছে ভারতে, দাবি পরঞ্জয় গুহঠাকুরতার

এ প্রসঙ্গে আদানি জানান, আদানি গোষ্ঠীর পক্ষ থেকে আমজনতাকে আশ্বস্ত করা হয়েছিল ৷ বিভিন্ন স্বার্থে একাধিক ক্ষেত্র শিল্পপতির সেই আশ্বাসকে নষ্ট করার চেষ্টা চালিয়েছে ৷ তারা শর্ট সেলারের অভিযোগ তুলে ধরেছে ৷ সামাজিক মাধ্যমগুলিতে এবং একাধিক সংবাদ মাধ্যমে মিথ্যে গল্প, রটনা ছড়িয়ে পড়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.