ETV Bharat / bharat

Actors Molested: ছবির প্রচারে গিয়ে ভক্তদের ভিড়ে যৌন হেনস্থার শিকার 2 জনপ্রিয় অভিনেত্রী - Actresses were molested by youths

ছবির প্রচারে গিয়ে ভক্তদের ভিড়ে যৌন হেনস্থার শিকার হলেন কেরলের দুই জনপ্রিয় অভিনেত্রী (Actress Molestation)৷ নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন তাঁরা (Kerala Molestation)৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 28, 2022, 4:54 PM IST

কোঝিকোড়ে, 28 সেপ্টেম্বর: ফিল্মের প্রোমোশনে গিয়ে যৌন হেনস্থার শিকার হলেন জনপ্রিয় মালয়লম অভিনেত্রী (Actress Molestation)৷ নিজের ইনস্টাগ্রাম পোস্টে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি ৷ মঙ্গলবার রাতে একটি শপিং মলে শুধু তিনিই নন, আরও একজন অভিনেত্রীকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি (Kerala Molestation)৷

সেই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ স্থানীয় টিভি চ্যানেলগুলিতেও সেই ভিডিয়ো সম্প্রচারিত হচ্ছে (Kozhikode molestation)৷ গতকাল রাতে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নিগৃহীতা অভিনেত্রী লিখেছেন, "কোঝিকোড়েকে আমি খুব ভালোবাসি ৷ তবে আজ রাতে একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় ভিড়ের মধ্যে একজন এসে আমায় জড়িয়ে ধরে ৷ কোথায় ধরেছে সেটা বলতেই বিরক্তি লাগছে ! আমাদের চারপাশের মানুষজন কি এতটাই হতাশ ?"

অভিনেত্রী (Actresses were molested by youths) আরও লিখেছেন, "প্রচারের জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই ৷ কিন্তু কোথাও গিয়ে এমন করুণ অভিজ্ঞতা আমার হয়নি ৷ আমার সহকর্মীরও একই অভিজ্ঞতা হয়েছে ৷ সে রিয়্যাক্ট করেছে, কিন্তু আমি ওই অবস্থায় কিছু বলতে পারিনি ৷ কারণ কয়েক মুহূর্তের জন্য আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম ৷"

যৌন হেনস্থার শিকার 2 জনপ্রিয় অভিনেত্রী

আরও পড়ুন: দেওরের ছুরিকাঘাতে আহত বউদি ও ভাইয়ের স্ত্রী, অভিযুক্ত পলাতক

অপর যে অভিনেত্রী যৌন হেনস্থার শিকার হয়েছেন, তিনিও ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই অভিজ্ঞতার কথা জানান ৷ তিনি জানিয়েছেন, শপিং মলটিতে অতিরিক্ত মানুষের ভিড় ছিল ৷ ভিড় সামলাতে হিমসিম খাচ্ছিলেন পুলিশকর্মীরা ৷ দোষীর শাস্তি চেয়ে তিনি লিখেছেন, "পরে, আমারও একই পরিস্থিতি হয় ৷ আমি রিয়্যাক্ট করেছি...জীবনে এমন কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেন কারওকে যেতে না হয় ৷"

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের খোঁজে তল্লাশি চলছে ৷ মাসখানেক আগেও ওই শপিং মলে একটি ফিল্মের প্রচারের আয়োজন করা হয়েছিল ৷ সেবারও পছন্দের অভিনেতাকে দেখতে ভক্তদের হুড়োহুড়িতে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় ৷

কোঝিকোড়ে, 28 সেপ্টেম্বর: ফিল্মের প্রোমোশনে গিয়ে যৌন হেনস্থার শিকার হলেন জনপ্রিয় মালয়লম অভিনেত্রী (Actress Molestation)৷ নিজের ইনস্টাগ্রাম পোস্টে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি ৷ মঙ্গলবার রাতে একটি শপিং মলে শুধু তিনিই নন, আরও একজন অভিনেত্রীকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি (Kerala Molestation)৷

সেই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ স্থানীয় টিভি চ্যানেলগুলিতেও সেই ভিডিয়ো সম্প্রচারিত হচ্ছে (Kozhikode molestation)৷ গতকাল রাতে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নিগৃহীতা অভিনেত্রী লিখেছেন, "কোঝিকোড়েকে আমি খুব ভালোবাসি ৷ তবে আজ রাতে একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় ভিড়ের মধ্যে একজন এসে আমায় জড়িয়ে ধরে ৷ কোথায় ধরেছে সেটা বলতেই বিরক্তি লাগছে ! আমাদের চারপাশের মানুষজন কি এতটাই হতাশ ?"

অভিনেত্রী (Actresses were molested by youths) আরও লিখেছেন, "প্রচারের জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই ৷ কিন্তু কোথাও গিয়ে এমন করুণ অভিজ্ঞতা আমার হয়নি ৷ আমার সহকর্মীরও একই অভিজ্ঞতা হয়েছে ৷ সে রিয়্যাক্ট করেছে, কিন্তু আমি ওই অবস্থায় কিছু বলতে পারিনি ৷ কারণ কয়েক মুহূর্তের জন্য আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম ৷"

যৌন হেনস্থার শিকার 2 জনপ্রিয় অভিনেত্রী

আরও পড়ুন: দেওরের ছুরিকাঘাতে আহত বউদি ও ভাইয়ের স্ত্রী, অভিযুক্ত পলাতক

অপর যে অভিনেত্রী যৌন হেনস্থার শিকার হয়েছেন, তিনিও ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই অভিজ্ঞতার কথা জানান ৷ তিনি জানিয়েছেন, শপিং মলটিতে অতিরিক্ত মানুষের ভিড় ছিল ৷ ভিড় সামলাতে হিমসিম খাচ্ছিলেন পুলিশকর্মীরা ৷ দোষীর শাস্তি চেয়ে তিনি লিখেছেন, "পরে, আমারও একই পরিস্থিতি হয় ৷ আমি রিয়্যাক্ট করেছি...জীবনে এমন কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেন কারওকে যেতে না হয় ৷"

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের খোঁজে তল্লাশি চলছে ৷ মাসখানেক আগেও ওই শপিং মলে একটি ফিল্মের প্রচারের আয়োজন করা হয়েছিল ৷ সেবারও পছন্দের অভিনেতাকে দেখতে ভক্তদের হুড়োহুড়িতে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.