ETV Bharat / bharat

Sonu Sood : দিল্লি সরকারের প্রকল্প ‘দেশ কে মেন্টরস’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সোনু - Arvind Kejriwal

শিশু পড়ুয়াদের উৎসাহ দিতে এই প্রকল্প চালু করতে চলেছে দিল্লি সরকার ৷ সেই প্রকল্পের প্রচারের মুখ সোনু সুদ ৷ শুক্রবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

actor-sonu-sood-appointed-as-brand-ambassador-of-desh-ke-mentor-project-by-delhi-government
Sonu Sood : দিল্লি সরকারের প্রকল্প ‘দেশ কে মেন্টরস’-এর ব্র্যান্ড অ্যাম্বাসডর সোনু সুদ
author img

By

Published : Aug 27, 2021, 1:39 PM IST

নয়াদিল্লি, 27 অগস্ট : লকডাউনের (Lock Down) সময় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ভারতবাসীর মন জয় করে নিয়েছেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood) ৷ তার পরও গত দেড় বছরে তাঁকে বিভিন্ন রকম সমাজসেবা মূলক কাজে যোগ দিতে দেখা গিয়েছে ৷ এবার তাঁর সেই জনপ্রিয়তাকে ব্যবহার করতে উদ্য়োগী হল দিল্লি সরকার (Delhi Government) ৷

সোনুকে দিল্লি সরকারের তরফে একটি প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর (Brand Ammbasador) করা হল ৷ ওই প্রকল্পের নাম ‘দেশ কে মেন্টরস’ ৷ শুক্রবার নয়াদিল্লিতে এই ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ সেই সময় তাঁর পাশেই বসেছিলেন সোনু সুদ ৷

আরও পড়ুন : দেওয়াল জুড়ে রং তুলির ক্যানভাসে সোনু, শেয়ার করে কী আবদার করলেন অভিনেতা ?

এদিন কেজরিওয়াল জানান যে দিল্লি সরকারের এই প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে রাজি হয়েছেন সোনু ৷ খুব শীঘ্রই এই প্রকল্প শুরু হবে ৷ সোনু সুদকে দেশে যুব সমাজের আইকন হিসেবে পরিচয় দেন কেজরিওয়াল ৷ সোনু তাঁর সরকারের সঙ্গে কাজ করতে রাজি হওয়ায়, সেটা তাঁর জন্য সম্মানের বলেও জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷

দেশ কে মেন্টরস (Desh Ke Mentors) প্রকল্প নিয়ে কেজরিওয়াল জানান, দিল্লি সরকার রাজধানীর স্কুলগুলির মান বৃদ্ধির কাজ করেছে ৷ পড়ুয়াদের আরও ভাল শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে ৷ গরিব পরিবার থেকে আসা ওই পড়ুয়ারাও স্বপ্ন দেখে অভিনয়, সঙ্গীত জগতে নিজেদের পরিচয় তৈরি করার ৷ তাই তাঁর সরকার চায় ওই শিশুদের মেন্টর হওয়ার জন্য প্রত্যেকে এগিয়ে আসুক ৷

আরও পড়ুন : Sonu Sood: সোনুর সঙ্গে দেখা করতে হায়দরাবাদ থেকে খালি পায়ে হেঁটে মুম্বই এল ভক্ত

তিনি জানান, এই বিষয় নিয়ে সোনু সুদের সঙ্গে আলোচনা করা হয়েছে ৷ দিল্লির সরকার কী কী ভালো কাজ করেছে, তাও বলিউডের এই অভিনেতাকে জানানো হয়েছে বলে দাবি কেজরিওয়ালের ৷

একই সঙ্গে আম আদমি পার্টির (Aam Aadmi Party) এই নেতা দাবি করেন যে দেশের যুব সমাজ যদি শিক্ষা বিপ্লবের সঙ্গে জড়িয়ে যায়, তাহলে ভারত বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জায়গায় চলে যাবে ৷

আরও পড়ুন : সংকটমোচন সোনু, জুনেই অন্ধ্রের 2 হাসপাতালে খুলছেন অক্সিজেন প্ল্যান্ট

প্রসঙ্গত, সোনু সুদ যে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করবেন, এই বিষয়টি বৃহস্পতিবারই জানা গিয়েছিল ৷ তার পর থেকে জল্পনা ছড়ায় যে তাহলে রাজনীতিতে যোগ দিতে চলেছেন সোনু ৷ তিনি কী আম আদমি পার্টিতে যোগ দেবেন ৷

শুক্রবার অবশ্য সেই জল্পনার খানিকটা হলেও অবসান হল ৷ দেখা গেল আপাতত রাজনীতিতে নেই সোনু সুদ ৷ তবে দিল্লিতে সরকারি কর্মসূচির প্রচারে নামছেন তিনি ৷ তবে ভবিষ্যতে কী তিনি রাজনীতির ময়দানে নামবেন ! উত্তর অধরা ৷

আরও পড়ুন : নীমাচে খাদ্য় সামগ্রী বিতরণ করল সোনু সুদের ফাউন্ডেশন

নয়াদিল্লি, 27 অগস্ট : লকডাউনের (Lock Down) সময় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ভারতবাসীর মন জয় করে নিয়েছেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood) ৷ তার পরও গত দেড় বছরে তাঁকে বিভিন্ন রকম সমাজসেবা মূলক কাজে যোগ দিতে দেখা গিয়েছে ৷ এবার তাঁর সেই জনপ্রিয়তাকে ব্যবহার করতে উদ্য়োগী হল দিল্লি সরকার (Delhi Government) ৷

সোনুকে দিল্লি সরকারের তরফে একটি প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর (Brand Ammbasador) করা হল ৷ ওই প্রকল্পের নাম ‘দেশ কে মেন্টরস’ ৷ শুক্রবার নয়াদিল্লিতে এই ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ সেই সময় তাঁর পাশেই বসেছিলেন সোনু সুদ ৷

আরও পড়ুন : দেওয়াল জুড়ে রং তুলির ক্যানভাসে সোনু, শেয়ার করে কী আবদার করলেন অভিনেতা ?

এদিন কেজরিওয়াল জানান যে দিল্লি সরকারের এই প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে রাজি হয়েছেন সোনু ৷ খুব শীঘ্রই এই প্রকল্প শুরু হবে ৷ সোনু সুদকে দেশে যুব সমাজের আইকন হিসেবে পরিচয় দেন কেজরিওয়াল ৷ সোনু তাঁর সরকারের সঙ্গে কাজ করতে রাজি হওয়ায়, সেটা তাঁর জন্য সম্মানের বলেও জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷

দেশ কে মেন্টরস (Desh Ke Mentors) প্রকল্প নিয়ে কেজরিওয়াল জানান, দিল্লি সরকার রাজধানীর স্কুলগুলির মান বৃদ্ধির কাজ করেছে ৷ পড়ুয়াদের আরও ভাল শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে ৷ গরিব পরিবার থেকে আসা ওই পড়ুয়ারাও স্বপ্ন দেখে অভিনয়, সঙ্গীত জগতে নিজেদের পরিচয় তৈরি করার ৷ তাই তাঁর সরকার চায় ওই শিশুদের মেন্টর হওয়ার জন্য প্রত্যেকে এগিয়ে আসুক ৷

আরও পড়ুন : Sonu Sood: সোনুর সঙ্গে দেখা করতে হায়দরাবাদ থেকে খালি পায়ে হেঁটে মুম্বই এল ভক্ত

তিনি জানান, এই বিষয় নিয়ে সোনু সুদের সঙ্গে আলোচনা করা হয়েছে ৷ দিল্লির সরকার কী কী ভালো কাজ করেছে, তাও বলিউডের এই অভিনেতাকে জানানো হয়েছে বলে দাবি কেজরিওয়ালের ৷

একই সঙ্গে আম আদমি পার্টির (Aam Aadmi Party) এই নেতা দাবি করেন যে দেশের যুব সমাজ যদি শিক্ষা বিপ্লবের সঙ্গে জড়িয়ে যায়, তাহলে ভারত বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জায়গায় চলে যাবে ৷

আরও পড়ুন : সংকটমোচন সোনু, জুনেই অন্ধ্রের 2 হাসপাতালে খুলছেন অক্সিজেন প্ল্যান্ট

প্রসঙ্গত, সোনু সুদ যে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করবেন, এই বিষয়টি বৃহস্পতিবারই জানা গিয়েছিল ৷ তার পর থেকে জল্পনা ছড়ায় যে তাহলে রাজনীতিতে যোগ দিতে চলেছেন সোনু ৷ তিনি কী আম আদমি পার্টিতে যোগ দেবেন ৷

শুক্রবার অবশ্য সেই জল্পনার খানিকটা হলেও অবসান হল ৷ দেখা গেল আপাতত রাজনীতিতে নেই সোনু সুদ ৷ তবে দিল্লিতে সরকারি কর্মসূচির প্রচারে নামছেন তিনি ৷ তবে ভবিষ্যতে কী তিনি রাজনীতির ময়দানে নামবেন ! উত্তর অধরা ৷

আরও পড়ুন : নীমাচে খাদ্য় সামগ্রী বিতরণ করল সোনু সুদের ফাউন্ডেশন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.