ETV Bharat / bharat

ফের জামিন পেলেন অভিনেতা দীপ সিধু - লালকেল্লা

আবারও জামিন পেলেন অভিনেতা দীপ সিধু ৷ সাধারণতন্ত্র দিবসে আরও একটি হিংসার অভিযোগ সংক্রান্ত মামলায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লির তিস হাজারি আদালত ৷

Actor Deep Sidhu got bail again
ফের জামিন পেলেন অভিনেতা দীপ সিধু
author img

By

Published : Apr 26, 2021, 12:11 PM IST

Updated : Apr 26, 2021, 1:52 PM IST

নয়াদিল্লি, 26 এপ্রিল : গত 26 জানুয়ারি দিল্লিতে হিংসার ঘটনায় ফের জামিন পেলেন অভিনেতা দীপ সিধু ৷ সোমবার দিল্লির তিস হাজারি আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে ৷ প্রসঙ্গত, দীপের বিরুদ্ধে গত 26 জানুয়ারি রাজধানীতে কৃষকদের ট্রাক্টর ব়্যালি চলাকালীন হিংসায় মদত দেওয়ার অভিযোগ রয়েছে ৷ ওই দিন লালকেল্লায় যে হামলা চালানো হয়েছিল, তাতেও দীপ উসকানি দিয়েছিলেন বলে অভিযোগ ৷ এই মর্মে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয় ৷ এদিন তেমনই একটি মামলার প্রেক্ষিতে দীপের জামিন মঞ্জু করে আদালত ৷

সূত্রের খবর, নতুন করে অন্য কোনও মামলায় গ্রেফতার করা না হলে দীপ আপাতত বাড়ি ফিরে যেতে পারেন ৷ প্রসঙ্গত, এর আগেও গত 17 এপ্রিল দীপকে জামিন দিয়েছিল দিল্লির একটি আদালত ৷ কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই অন্য একটি মামলায় তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷

এদিন সিধুর জামিনের আবেদন মঞ্জুর করার সময় আদালত তার পর্যবেক্ষণে বলে, ‘‘সংশ্লিষ্ট মামলায় দীপ আরও কিছু দিন বন্দি থাকলে তাতে লাভ কিছুই হবে না ৷ তাই তাঁর হেফাজতের মেয়াদ বাড়ানোর কোনও কারণ নেই ৷’’ একইসঙ্গে আদালত এটাও স্পষ্ট করে দিয়েছে, যে ‘‘এই মামলায় সরকারি আইনজীবী একটি নিদর্শন তৈরি করতে চাইছেন ৷ যেহেতু অভিযুক্ত একজন জনপ্রিয় ব্যক্তি, তাই ৷ কিন্তু এই ধরনের চেষ্টা আদতে ন্য়ায় বিচারকে ব্যর্থ করে এবং তাতে নিরপেক্ষতার সঙ্গে আপোস করা হয় ৷’’

আরও পড়ুন : জামিনের কয়েক ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার দীপ সিধু

প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবসের ঘটনায় রুজু একাধিক মামলায় অন্যতম অভিযুক্ত দীপ সিধুকে গত 9 ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল ৷ তারপর থেকে এখনও পর্যন্ত প্রায় 70 দিন ধরে হাজতবাস করতে হয়েছে এই অভিনেতাকে ৷

নয়াদিল্লি, 26 এপ্রিল : গত 26 জানুয়ারি দিল্লিতে হিংসার ঘটনায় ফের জামিন পেলেন অভিনেতা দীপ সিধু ৷ সোমবার দিল্লির তিস হাজারি আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে ৷ প্রসঙ্গত, দীপের বিরুদ্ধে গত 26 জানুয়ারি রাজধানীতে কৃষকদের ট্রাক্টর ব়্যালি চলাকালীন হিংসায় মদত দেওয়ার অভিযোগ রয়েছে ৷ ওই দিন লালকেল্লায় যে হামলা চালানো হয়েছিল, তাতেও দীপ উসকানি দিয়েছিলেন বলে অভিযোগ ৷ এই মর্মে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয় ৷ এদিন তেমনই একটি মামলার প্রেক্ষিতে দীপের জামিন মঞ্জু করে আদালত ৷

সূত্রের খবর, নতুন করে অন্য কোনও মামলায় গ্রেফতার করা না হলে দীপ আপাতত বাড়ি ফিরে যেতে পারেন ৷ প্রসঙ্গত, এর আগেও গত 17 এপ্রিল দীপকে জামিন দিয়েছিল দিল্লির একটি আদালত ৷ কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই অন্য একটি মামলায় তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷

এদিন সিধুর জামিনের আবেদন মঞ্জুর করার সময় আদালত তার পর্যবেক্ষণে বলে, ‘‘সংশ্লিষ্ট মামলায় দীপ আরও কিছু দিন বন্দি থাকলে তাতে লাভ কিছুই হবে না ৷ তাই তাঁর হেফাজতের মেয়াদ বাড়ানোর কোনও কারণ নেই ৷’’ একইসঙ্গে আদালত এটাও স্পষ্ট করে দিয়েছে, যে ‘‘এই মামলায় সরকারি আইনজীবী একটি নিদর্শন তৈরি করতে চাইছেন ৷ যেহেতু অভিযুক্ত একজন জনপ্রিয় ব্যক্তি, তাই ৷ কিন্তু এই ধরনের চেষ্টা আদতে ন্য়ায় বিচারকে ব্যর্থ করে এবং তাতে নিরপেক্ষতার সঙ্গে আপোস করা হয় ৷’’

আরও পড়ুন : জামিনের কয়েক ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার দীপ সিধু

প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবসের ঘটনায় রুজু একাধিক মামলায় অন্যতম অভিযুক্ত দীপ সিধুকে গত 9 ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল ৷ তারপর থেকে এখনও পর্যন্ত প্রায় 70 দিন ধরে হাজতবাস করতে হয়েছে এই অভিনেতাকে ৷

Last Updated : Apr 26, 2021, 1:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.