মুম্বই, 3 জুলাই : আলাদা হলেন আমির খান (Aamir Khan)-কিরণ রাও (Kiran Rao) ৷ অভিনেতা এবং তাঁর স্ত্রী শনিবার একটি যৌথ বিবৃতিতে বিয়ের 15 বছর পর বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলেন । বিবৃতিতে তাঁরা বলেন, "আমরা আমাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে চাই ৷ তবে স্বামী-স্ত্রী হিসাবে আর নয়, বাচ্চাদের জন্য বাবা-মা এবং একে অপরের পরিবার হিসাবে থাকব ।"
2005-এর ডিসেম্বরে বিয়ে করেন কিরণ-আমির ৷ 2001 সালে লগান ছবির সেটে আলাপ তাঁদের ৷ লগান ছবিতে কিরণ আশুতোষ গোয়ারেকরের (Ashutosh Gowariker) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করেছেন ৷ সিনেমার ভুবনের সঙ্গে সেই তখন থেকেই বন্ধুত্ব গাঢ় হয় ৷ তবে তার আগেও আমির অভিনীত দিল চাহতা হ্যায় (Dil Chahta Hai) সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন কিরণ ৷ তিন বছর লিভ-ইনের পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা ৷ 2011-এর ডিসেম্বরে সারোগেসির মাধ্যমে তাঁদের ছেলে আজাদ রাও খান জন্মায় ৷ আগের স্ত্রী রিনার সঙ্গে আমিরের আরও দুই ছেলেমেয়ে আছে ৷ রিনার সঙ্গে আমিরের 16 বছরের সম্পর্ক ভাঙে 2002 সালে ৷
আমির-কিরণের এই পদক্ষেপ কিন্তু অকস্মাৎ নয় ৷ বেশ কিছুদিন ধরেই তাঁরা এই সিদ্ধান্তের জন্য তৈরি হচ্ছিলেন ৷ শেষে শনিবার 15 বছরের দাম্পত্যের ইতি টানলেন তাঁরা ৷ তবে তাঁরা এক সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ৷ জানিয়েছেন, এক সঙ্গে সিনেমাও তৈরি করবেন ৷
আরও পড়ুন : Yami Gautam: আর্থিক দুর্নীতি মামলায় ইয়ামি গৌতমকে সমন পাঠাল ইডি