ETV Bharat / bharat

অ্যাসিড ট্যাঙ্কার লিক হওয়ার ঘটনা ঘটল কলকাতাগামী রাস্তা ওড়িশার চম্পাগড়ে - ORISSA

একটি অ্যাসিড ট্যাঙ্কার লিক হওয়ার ঘটনা শুক্রবার সকালে ঘটল ওড়িশার চম্পাগড়ে । ট্যাঙ্কারটি ওড়িশার ব্রহ্মপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল । সকালে 16 নম্বর জাতীয় সড়কের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

ORISSA
অ্যাসিড ট্যাঙ্কার লিক হওয়ার ঘটনা ঘটল ওড়িশার চম্পাগড়ে
author img

By

Published : Jun 18, 2021, 11:45 AM IST

ওড়িশা, 18 জুন : একটি অ্যাসিড ট্যাঙ্কার লিক হওয়ার ঘটনা শুক্রবার সকালে ঘটল ওড়িশার চম্পাগড়ে । ট্যাঙ্কারটি ওড়িশার ব্রহ্মপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল । সকালে 16 নম্বর জাতীয় সড়কের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় । জাতীয় সড়কটি কলকাতা-চেন্নাইয়ের সংযোগকারী। ট্যাঙ্কের লিক সারাইয়ের কাজে হাত লাগিয়েছেন বেশ কয়েকজন কর্মী । যদিও ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি ।

যেখানে ঘটনাটি ঘটে সেখানে লোক বসতি না থাকায় তেমন কেউ হতাহতও হয়নি । ট্যাঙ্কারের লিকেজ সারিয়ে গাড়িটিকে কলকাতার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে । ঘটনার পর জাতীয় সড়কে যাতে যানজট সৃষ্টি না হয় তা নিয়ন্ত্রণ করছে পুলিশ ।

আরও পড়ুন: নিভু নিভু করেও নিভছে না চিরাগ...

তবে ঠিক কী কারণে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ । কীভাবে ঘটনাটি ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে । ট্যাঙ্কারটিতে অ্যাসিড থাকায় কেউ যাতে কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার উপরই নজর রাখছে জাতীয় সড়ক কর্তৃপক্ষও ।

ওড়িশা, 18 জুন : একটি অ্যাসিড ট্যাঙ্কার লিক হওয়ার ঘটনা শুক্রবার সকালে ঘটল ওড়িশার চম্পাগড়ে । ট্যাঙ্কারটি ওড়িশার ব্রহ্মপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল । সকালে 16 নম্বর জাতীয় সড়কের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় । জাতীয় সড়কটি কলকাতা-চেন্নাইয়ের সংযোগকারী। ট্যাঙ্কের লিক সারাইয়ের কাজে হাত লাগিয়েছেন বেশ কয়েকজন কর্মী । যদিও ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি ।

যেখানে ঘটনাটি ঘটে সেখানে লোক বসতি না থাকায় তেমন কেউ হতাহতও হয়নি । ট্যাঙ্কারের লিকেজ সারিয়ে গাড়িটিকে কলকাতার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে । ঘটনার পর জাতীয় সড়কে যাতে যানজট সৃষ্টি না হয় তা নিয়ন্ত্রণ করছে পুলিশ ।

আরও পড়ুন: নিভু নিভু করেও নিভছে না চিরাগ...

তবে ঠিক কী কারণে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ । কীভাবে ঘটনাটি ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে । ট্যাঙ্কারটিতে অ্যাসিড থাকায় কেউ যাতে কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার উপরই নজর রাখছে জাতীয় সড়ক কর্তৃপক্ষও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.