ETV Bharat / bharat

Gujarat-HP Exit Poll: গুজরাত-হিমাচলে মোদি ম্যাজিকেই ভরসা জনতার, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায় - গুজরাত হিমাচলে মোদি ম্যাজিকেই ভরসা জনতার

গুজরাত (Gujarat) ও হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বিধানসভা নির্বাচনের ফল বের হবে আগামী বৃহস্পতিবার ৷ তার আগে সোমবার সামনে এল বুথ ফেরত সমীক্ষার ফল ৷ সেখানে বিজেপির (BJP) জয়ের দিকেই পাল্লা ভারী বলে দেখানো হচ্ছে ৷

According to exit polls BJP will retain Gujarat and Himachal Assembly
Gujarat-HP Exit Poll: গুজরাত-হিমাচলে মোদি ম্যাজিকেই ভরসা জনতার, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়
author img

By

Published : Dec 5, 2022, 8:05 PM IST

Updated : Dec 5, 2022, 10:53 PM IST

নয়াদিল্লি, 5 ডিসেম্বর: 2022 সালের মেগা রাজনৈতিক ডুয়েল শেষ ৷ এবার অপেক্ষা ফলাফলের ৷ যা পাওয়া যাবে আগামী বৃহস্পতিবার ৷ কিন্তু তার আগে বুথ ফেরত সমীক্ষায় (Exit Poll) যে পূর্বাভাস দেখা যাচ্ছে, তাতে স্পষ্ট যে গুজরাত (Gujarat) ও হিমাচল প্রদেশে (Himachal Pradesh) এখনও অটুট মোদি ম্যাজিক ৷

বিভিন্ন সংস্থার তরফে করা ওই সমীক্ষাগুলির দাবি, গুজরাতে সপ্তমবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বিজেপি ৷ আর হিমাচল প্রদেশে প্রথা ভেঙে আবারও ক্ষমতায় ফিরতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) দল ৷ এতদিন ওই রাজ্যে কোনওদলই পাঁচ বছরের বেশি ক্ষমতায় থাকেনি ৷ আর এদিনের বুথ ফেরত সমীক্ষা মিলে গেলে বলতেই হবে যে রেকর্ড গড়ল বিজেপি (BJP) ৷

অন্যদিকে গুজরাতে নজর ছিল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টির (AAP) দিকে ৷ কংগ্রেসকে (Congress) কি তারা পিছনে ফেলতে পারবে ? বুথ ফেরত সমীক্ষার উত্তর, গুজরাতে কোনও প্রভাবই ফেলতে পারবে না আপ ৷ সম্ভবত ভোট কেটে তারা বিজেপিকে আরও আসন জয়ের পথ করে দিতে চলেছে ৷

এবার একনজরে দেখে নেওয়া যাক, কাদের বুথ ফেরত সমীক্ষায় কী ফল দেখানো হচ্ছে ?

গুজরাত

  • টিভি9: বিজেপি- 125-130, কংগ্রেস- 30-40, আপ- 3-5, অন্যান্য- 3-7
  • নিউজ এক্স জন কি বাত: বিজেপি- 117-140, কংগ্রেস- 34-51, আপ- 6-13
  • রিপাবলিক টিভি: বিজেপি- 128-148, কংগ্রেস- 30-42, আপ- 2-10, অন্যান্য- 1-2
Exit poll updates
মোদি ম্যাজিকেই ভরসা জনতার ?

হিমাচল প্রদেশ

  • অ্যাক্সিস মাই ইন্ডিয়া: বিজেপি- 24-34, কংগ্রেস- 30-40, আপ- 0, অন্যান্য- 4-8
  • জি নিউজ বিএআরসি: বিজেপি- 35-40, কংগ্রেস- 20-25, আপ- 0-3, অন্যান্য- 1-5
  • টাইমস নাও ইটিজি: বিজেপি- 38, কংগ্রেস- 28, আপ- 0
  • নিউজ এক্স জন কি বাত: বিজেপি- 32-40, কংগ্রেস- 27-34, আপ- 0, অন্যান্য- 1-2
  • রিপাবলিক টিভি: বিজেপি- 34-39, কংগ্রেস- 28-33, আপ- 0-1, অন্যান্য- 1-4
  • ইন্ডিয়া টিভি মার্টিজ: বিজেপি- 35-40, কংগ্রেস- 26-31, আপ- 0, অন্যান্য- 0-3

এখানে উল্লেখ করা প্রয়োজন, গুজরাত বিধানসভায় মোট আসন 182 ৷ এখানে সরকার গড়তে হলে যে কোনও দলের প্রয়োজন 92 জন বিধায়ক ৷ অন্যদিকে হিমালচল প্রদেশ বিধানসভায় মোট আসন 68 ৷ এখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার 35 ৷

আরও পড়ুন: গুজরাতে শেষ ভোটগ্রহণ, ভোট পড়েছে প্রায় 60%

নয়াদিল্লি, 5 ডিসেম্বর: 2022 সালের মেগা রাজনৈতিক ডুয়েল শেষ ৷ এবার অপেক্ষা ফলাফলের ৷ যা পাওয়া যাবে আগামী বৃহস্পতিবার ৷ কিন্তু তার আগে বুথ ফেরত সমীক্ষায় (Exit Poll) যে পূর্বাভাস দেখা যাচ্ছে, তাতে স্পষ্ট যে গুজরাত (Gujarat) ও হিমাচল প্রদেশে (Himachal Pradesh) এখনও অটুট মোদি ম্যাজিক ৷

বিভিন্ন সংস্থার তরফে করা ওই সমীক্ষাগুলির দাবি, গুজরাতে সপ্তমবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বিজেপি ৷ আর হিমাচল প্রদেশে প্রথা ভেঙে আবারও ক্ষমতায় ফিরতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) দল ৷ এতদিন ওই রাজ্যে কোনওদলই পাঁচ বছরের বেশি ক্ষমতায় থাকেনি ৷ আর এদিনের বুথ ফেরত সমীক্ষা মিলে গেলে বলতেই হবে যে রেকর্ড গড়ল বিজেপি (BJP) ৷

অন্যদিকে গুজরাতে নজর ছিল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টির (AAP) দিকে ৷ কংগ্রেসকে (Congress) কি তারা পিছনে ফেলতে পারবে ? বুথ ফেরত সমীক্ষার উত্তর, গুজরাতে কোনও প্রভাবই ফেলতে পারবে না আপ ৷ সম্ভবত ভোট কেটে তারা বিজেপিকে আরও আসন জয়ের পথ করে দিতে চলেছে ৷

এবার একনজরে দেখে নেওয়া যাক, কাদের বুথ ফেরত সমীক্ষায় কী ফল দেখানো হচ্ছে ?

গুজরাত

  • টিভি9: বিজেপি- 125-130, কংগ্রেস- 30-40, আপ- 3-5, অন্যান্য- 3-7
  • নিউজ এক্স জন কি বাত: বিজেপি- 117-140, কংগ্রেস- 34-51, আপ- 6-13
  • রিপাবলিক টিভি: বিজেপি- 128-148, কংগ্রেস- 30-42, আপ- 2-10, অন্যান্য- 1-2
Exit poll updates
মোদি ম্যাজিকেই ভরসা জনতার ?

হিমাচল প্রদেশ

  • অ্যাক্সিস মাই ইন্ডিয়া: বিজেপি- 24-34, কংগ্রেস- 30-40, আপ- 0, অন্যান্য- 4-8
  • জি নিউজ বিএআরসি: বিজেপি- 35-40, কংগ্রেস- 20-25, আপ- 0-3, অন্যান্য- 1-5
  • টাইমস নাও ইটিজি: বিজেপি- 38, কংগ্রেস- 28, আপ- 0
  • নিউজ এক্স জন কি বাত: বিজেপি- 32-40, কংগ্রেস- 27-34, আপ- 0, অন্যান্য- 1-2
  • রিপাবলিক টিভি: বিজেপি- 34-39, কংগ্রেস- 28-33, আপ- 0-1, অন্যান্য- 1-4
  • ইন্ডিয়া টিভি মার্টিজ: বিজেপি- 35-40, কংগ্রেস- 26-31, আপ- 0, অন্যান্য- 0-3

এখানে উল্লেখ করা প্রয়োজন, গুজরাত বিধানসভায় মোট আসন 182 ৷ এখানে সরকার গড়তে হলে যে কোনও দলের প্রয়োজন 92 জন বিধায়ক ৷ অন্যদিকে হিমালচল প্রদেশ বিধানসভায় মোট আসন 68 ৷ এখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার 35 ৷

আরও পড়ুন: গুজরাতে শেষ ভোটগ্রহণ, ভোট পড়েছে প্রায় 60%

Last Updated : Dec 5, 2022, 10:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.