বিজয়নগর, 9 অক্টোবর: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশু-সহ সাত জনের ৷ পুলিশ জানিয়েছে, একটি ডাম্পার, লরি ও ক্রুজার গাড়ির মধ্যে সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ৷ সোমবার বিকেলে কর্ণাটকের বিজয়নগর জেলার হোসাপেটে তালুকের ভাসাঙ্কেরির কাছে 50 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে ৷ নিহতরা সকলেই হোসাপটে শহরের বাসিন্দা ৷ তাদের নাম উমা (45), কেঞ্চাভা (80), ভাগ্য (32), অনিল (30), গনি বাসপ্পা (65), ভিমলিঙ্গপ্পা (50) ও যুবরাজ (4) ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অনেকেই ৷ তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনায় ক্রুজার গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে ডাম্পারের সামনের অংশও ৷ আর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় ৷ জানা গিয়েছে, ক্রুজার গাড়িটিতে বিজয়নগর জেলার একটি পরিবার মন্দির দর্শন করে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে ৷ বাড়ি থেকে মাত্রকয়েক কিমি দূরে এই ঘটনা ঘটে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে আটকে থাকা দেহগুলি উদ্ধার করে ৷
পুলিশ জানিয়েছে, ক্রুজার গাড়িটিতে 13 জন ছিল ৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাদের উদ্ধার করে হোসাপেটে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করতে কর্মীদের সঙ্গে হাত লাগান বিজয়নগরের পুলিশ সুপার শ্রীহরিবাবু ৷ স্থানীয়রাও মৃতদেহ উদ্ধারের কাজে পুলিশের সঙ্গে সহায়তা করেন ৷ তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি ৷ দুর্ঘটনার ফলে 50 নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৷
জাতীয় সড়কে এহেন ভয়াবহ দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসীরা ৷ গতি নিয়ন্ত্রণ না করে গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা বলে দাবি করেছেন তাঁরা ৷
আরও পড়ুন : চারমাস অতিক্রান্ত! করমণ্ডল দুর্ঘটনায় 28 জনের অশনাক্ত দেহ এ বার দাহ করবে প্রশাসন