ETV Bharat / bharat

Ratha Yatra 2023: পবিত্র রথযাত্রায় বিশৃঙ্খলা, পুরী-আমেদাবাদে পৃথক দুর্ঘটনায় মৃত 1 - রথযাত্রা

রথযাত্রায় পুরী ও আমেদাবাদে পৃথক দুটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের ৷ পুরীতে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ অন্যদিকে শোভাযাত্রা দেখতে ভিড় করা বেশ কিছু ভক্তদের মাথায় একটি বাড়ির বারন্দার অংশ ধসে পড়ে ৷ 31 জন আহত ৷ মৃত্যু হয়েছে একজনের ৷

Etv Bharat
রথযাত্রা উপলক্ষ্যে পুরী-আমেদাবাদে পৃথক দুর্ঘটনা
author img

By

Published : Jun 20, 2023, 9:56 PM IST

Updated : Jun 20, 2023, 10:10 PM IST

ভুবনেশ্বর/আমেদাবাদ, 20 জুন: উৎসবের আনন্দ মুহূর্তেই যেন বদলে গেল বিষাদে ৷ রথযাত্রা উপলক্ষ্যে মঙ্গলবার পুরীতে ভিড় ছিল লাখো-লাখো দর্শনার্থীর ৷ রথের রশিতে টান দিতে গিয়ে বিপত্তি ৷ মারিচিকোট চকে তালধ্বজা রথ টানার সময় বেশ কয়েকজন পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ আহত প্রায় 14 জনকে পুরী মেডিক্যাল হাসাপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷

জানা গিয়েছে, পুরীর মারিচাকোট চকের কাছে ভগবান বলভদ্রের তালধ্বজা রথ টানার সময় ভিড়ের ঠেলায় এদিন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ৷ ঘটনায় পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে পুলিশ ৷ চিকিৎসার জন্য পাঠানো হয় নিকটবর্তী হাসপাতালে ৷ বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলেই জানা গিয়েছে ৷

অন্যদিকে, আমেদাবাদের দরিয়াপুরে রথযাত্রা উপলক্ষ্যে বাড়ির একটা অংশ ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির ৷ গুরুতর আহত হয়েছেন 31 জন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ জানা গিয়েছে, রথযাত্রা উপলক্ষ্যে দরিয়াপুরে 146 বছরের পুরনো জগন্নাথদেবের শোভাযাত্রা বের হয়েছিল ৷ সেই শোভাযাত্রা দেখতে রাস্তার দু'ধারে ভিড় ছিল প্রচণ্ড রকমের ৷ সেই সময় এরপর কাদিয়ানাকা মসজিদ সংলগ্ন এলাকায় একটি বাড়ির বারান্দার অংশ নীচে জগন্নাথ দর্শনে দাঁড়িয়ে থাকা ভক্তদের ওপর ধসে পড়ে। ঘটনায় তিন শিশু-সহ 8 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

রথযাত্রা চলাকালীন এই ধরনের দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত জনসাধারণের মধ্যে ৷ তড়িঘড়ি ধ্বংসাবশেষ থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় ৷ চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এক ব্যাক্তির। আমেদাবাদে জোন 4-এর ডিসিপি ডাঃ কানন দেশাই বলেন, "আমেদাবাদে রথযাত্রা রুটে কাদিয়ানাকাতে একটি পুরনো বাড়ি ছিল। বাড়ির মালিক এবং অন্যরা রথযাত্রা দেখার জন্য বাইরে দাঁড়িয়ে ছিলেন। একটি স্ল্যাব সহ বারান্দার একটি অংশ ধসে পড়ে আচমকা। বাড়ির মালিক-সহ 31 জন আহত হয়েছেন। একজনের মৃত্যু হয়েছে।"

আরও পড়ুন: রথযাত্রায় দেশবাসীর মঙ্গলকামনায় প্রার্থনা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, কাদিয়ানাকার কাছে জরাজীর্ণ বাড়িটিযে বিপজ্জনক, সেই রকম কোনও নোটিশ ছিল না বলে অভিযোগ স্থানীয়দের ৷ এরপরেই পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বাড়িটি বিপজ্জনক বলে নোটিশ টাঙিয়ে দিয়ে যান ৷

ভুবনেশ্বর/আমেদাবাদ, 20 জুন: উৎসবের আনন্দ মুহূর্তেই যেন বদলে গেল বিষাদে ৷ রথযাত্রা উপলক্ষ্যে মঙ্গলবার পুরীতে ভিড় ছিল লাখো-লাখো দর্শনার্থীর ৷ রথের রশিতে টান দিতে গিয়ে বিপত্তি ৷ মারিচিকোট চকে তালধ্বজা রথ টানার সময় বেশ কয়েকজন পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ আহত প্রায় 14 জনকে পুরী মেডিক্যাল হাসাপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷

জানা গিয়েছে, পুরীর মারিচাকোট চকের কাছে ভগবান বলভদ্রের তালধ্বজা রথ টানার সময় ভিড়ের ঠেলায় এদিন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ৷ ঘটনায় পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে পুলিশ ৷ চিকিৎসার জন্য পাঠানো হয় নিকটবর্তী হাসপাতালে ৷ বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলেই জানা গিয়েছে ৷

অন্যদিকে, আমেদাবাদের দরিয়াপুরে রথযাত্রা উপলক্ষ্যে বাড়ির একটা অংশ ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির ৷ গুরুতর আহত হয়েছেন 31 জন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ জানা গিয়েছে, রথযাত্রা উপলক্ষ্যে দরিয়াপুরে 146 বছরের পুরনো জগন্নাথদেবের শোভাযাত্রা বের হয়েছিল ৷ সেই শোভাযাত্রা দেখতে রাস্তার দু'ধারে ভিড় ছিল প্রচণ্ড রকমের ৷ সেই সময় এরপর কাদিয়ানাকা মসজিদ সংলগ্ন এলাকায় একটি বাড়ির বারান্দার অংশ নীচে জগন্নাথ দর্শনে দাঁড়িয়ে থাকা ভক্তদের ওপর ধসে পড়ে। ঘটনায় তিন শিশু-সহ 8 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

রথযাত্রা চলাকালীন এই ধরনের দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত জনসাধারণের মধ্যে ৷ তড়িঘড়ি ধ্বংসাবশেষ থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় ৷ চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এক ব্যাক্তির। আমেদাবাদে জোন 4-এর ডিসিপি ডাঃ কানন দেশাই বলেন, "আমেদাবাদে রথযাত্রা রুটে কাদিয়ানাকাতে একটি পুরনো বাড়ি ছিল। বাড়ির মালিক এবং অন্যরা রথযাত্রা দেখার জন্য বাইরে দাঁড়িয়ে ছিলেন। একটি স্ল্যাব সহ বারান্দার একটি অংশ ধসে পড়ে আচমকা। বাড়ির মালিক-সহ 31 জন আহত হয়েছেন। একজনের মৃত্যু হয়েছে।"

আরও পড়ুন: রথযাত্রায় দেশবাসীর মঙ্গলকামনায় প্রার্থনা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, কাদিয়ানাকার কাছে জরাজীর্ণ বাড়িটিযে বিপজ্জনক, সেই রকম কোনও নোটিশ ছিল না বলে অভিযোগ স্থানীয়দের ৷ এরপরেই পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বাড়িটি বিপজ্জনক বলে নোটিশ টাঙিয়ে দিয়ে যান ৷

Last Updated : Jun 20, 2023, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.