ETV Bharat / bharat

Abusive Language on LED Screen: রেলস্টেশনের টিভির পর্দায় 'অশ্লীল' লেখা, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

author img

By

Published : Apr 18, 2023, 1:41 PM IST

পটনা রেলস্টেশনে লাগানো টিভি স্ক্রিনে পর্নোগ্রাফির ভিডিয়ো দেখা গিয়েছিল । এবার ভাগলপুর স্টেশন চকে বসানো টিভি স্ক্রিনে ফুটে উঠল অকথ্য গালিগালাজ । সেই ভিডিয়ো ক্রমশ ভাইরাল হচ্ছে সোশাল মিডিয়ায় ।

Abusive Language in Tv screen in Bihar
টিভির পর্দায় গালিগালাজ

ভাগলপুর(বিহার), 18 এপ্রিল: যত কাণ্ড বিহারে ৷ পটনার পর এবার ভাগলপুর রেলস্টেশনের একটি টিভির পর্দায় ভেসে উঠল গালিগালাজ । সোমবার রাত দশটা নাগাদ এই ঘটনা ঘটে ৷ প্রায় 15 মিনিট ধরে স্ক্রল হয় লেখাটি ৷ যা দেখে প্রথমে হতবাক হয়ে যায় সেখানে থাকা মানুষজন ৷ এরপর উপস্থিত লোকজন ভিডিয়োটি দেখে তামাশা করতে থাকেন । কেউ কেউ ওই লেখাটি সম্প্রচারের ভিডিয়ো করেন এবং তা দিয়ে দেয় সোশাল মিডিয়ায় ৷ আর এরপরেই সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে । তবে ঘটনার খবর পেয়ে এসডিও ধনঞ্জয় কুমার, ডিএসপি অজয় ​​কুমার চৌধুরি ঘটনাস্থলে পৌঁছন ৷ তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছেন ।

ভাগলপুরের এলইডি স্ক্রিনে অশালীন ভাষা: মার্চ মাসে পটনা জংশনের ডিজিটাল বিজ্ঞাপনের বোর্ডে হঠাৎ পর্নোগ্রাফি চলতে শুরু করেছিল ৷ সেই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল দেশে ৷ তারপর এখন ভাগলপুরের স্টেশন চকে টিভি স্ক্রিনে গালিগালাজ সম্প্রচারের এই বিষয়টি সামনে এসেছে । ডিএসপি জানান, প্রযুক্তিগত কারণে এমন ঘটনা প্রতিনিয়ত সামনে আসছে । তবে বিষয়টি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা তদন্ত দলকে ডেকেছেন । ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে জেলা প্রশাসন তড়িঘড়ি করে তদন্ত শুরু করেছে ।

15 মিনিট ধরে চলে গালিগালাজ: জানা গিয়েছে, সোমবার রাতে প্রায় দশটা নাগাদ ভাগলপুর স্টেশন চত্বরে অবস্থিত ভীমরাও আম্বেদকর মূর্তির ঠিক উপরের টিভি স্ক্রিনে প্রায় 15 মিনিট ধরে স্ক্রলে অকথ্য গালিগালাজ দেখা যায় । প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই টিভির পর্দায় স্ক্রলে অকথ্য গালিগালাজ শুরু হয় । এটি প্রায় 10 থেকে 15 মিনিট ধরে চলেছিল । পরে লোকজন বিষয়টি পুলিশকে জানায় ।

তদন্তে করছেন আধিকারিকরা: অন্যদিকে ঘটনার খবর পেয়ে এসডিও ধনঞ্জয় কুমার এবং সিটি ডিএসপি অজয় ​​কুমার চৌধুরি পুলিশ বাহিনী নিয়ে স্টেশন চত্বরে পৌঁছে ভীমরাও আম্বেদকর মূর্তির উপরে থাকা টিভি স্ক্রিনটি খুলে নিয়ে যান । সিটি ডিএসপি অজয় ​​কুমার চৌধুরি জানান, তদন্ত সাপেক্ষ বিষযটি ৷ টেকনিশিয়ানকে ডেকে নিয়ে তদন্ত করা হবে । এতে যেই দোষী প্রমাণিত হবে তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন: পটনা জংশনের ডিজিটাল বিজ্ঞাপনের বোর্ডে পর্নোগ্রাফি ! তদন্তে আরপিএফ

ভাগলপুর(বিহার), 18 এপ্রিল: যত কাণ্ড বিহারে ৷ পটনার পর এবার ভাগলপুর রেলস্টেশনের একটি টিভির পর্দায় ভেসে উঠল গালিগালাজ । সোমবার রাত দশটা নাগাদ এই ঘটনা ঘটে ৷ প্রায় 15 মিনিট ধরে স্ক্রল হয় লেখাটি ৷ যা দেখে প্রথমে হতবাক হয়ে যায় সেখানে থাকা মানুষজন ৷ এরপর উপস্থিত লোকজন ভিডিয়োটি দেখে তামাশা করতে থাকেন । কেউ কেউ ওই লেখাটি সম্প্রচারের ভিডিয়ো করেন এবং তা দিয়ে দেয় সোশাল মিডিয়ায় ৷ আর এরপরেই সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে । তবে ঘটনার খবর পেয়ে এসডিও ধনঞ্জয় কুমার, ডিএসপি অজয় ​​কুমার চৌধুরি ঘটনাস্থলে পৌঁছন ৷ তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছেন ।

ভাগলপুরের এলইডি স্ক্রিনে অশালীন ভাষা: মার্চ মাসে পটনা জংশনের ডিজিটাল বিজ্ঞাপনের বোর্ডে হঠাৎ পর্নোগ্রাফি চলতে শুরু করেছিল ৷ সেই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল দেশে ৷ তারপর এখন ভাগলপুরের স্টেশন চকে টিভি স্ক্রিনে গালিগালাজ সম্প্রচারের এই বিষয়টি সামনে এসেছে । ডিএসপি জানান, প্রযুক্তিগত কারণে এমন ঘটনা প্রতিনিয়ত সামনে আসছে । তবে বিষয়টি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা তদন্ত দলকে ডেকেছেন । ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে জেলা প্রশাসন তড়িঘড়ি করে তদন্ত শুরু করেছে ।

15 মিনিট ধরে চলে গালিগালাজ: জানা গিয়েছে, সোমবার রাতে প্রায় দশটা নাগাদ ভাগলপুর স্টেশন চত্বরে অবস্থিত ভীমরাও আম্বেদকর মূর্তির ঠিক উপরের টিভি স্ক্রিনে প্রায় 15 মিনিট ধরে স্ক্রলে অকথ্য গালিগালাজ দেখা যায় । প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই টিভির পর্দায় স্ক্রলে অকথ্য গালিগালাজ শুরু হয় । এটি প্রায় 10 থেকে 15 মিনিট ধরে চলেছিল । পরে লোকজন বিষয়টি পুলিশকে জানায় ।

তদন্তে করছেন আধিকারিকরা: অন্যদিকে ঘটনার খবর পেয়ে এসডিও ধনঞ্জয় কুমার এবং সিটি ডিএসপি অজয় ​​কুমার চৌধুরি পুলিশ বাহিনী নিয়ে স্টেশন চত্বরে পৌঁছে ভীমরাও আম্বেদকর মূর্তির উপরে থাকা টিভি স্ক্রিনটি খুলে নিয়ে যান । সিটি ডিএসপি অজয় ​​কুমার চৌধুরি জানান, তদন্ত সাপেক্ষ বিষযটি ৷ টেকনিশিয়ানকে ডেকে নিয়ে তদন্ত করা হবে । এতে যেই দোষী প্রমাণিত হবে তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন: পটনা জংশনের ডিজিটাল বিজ্ঞাপনের বোর্ডে পর্নোগ্রাফি ! তদন্তে আরপিএফ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.