ETV Bharat / bharat

জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত অবশ্যই ভুল ছিল: রাহুল গান্ধি - জরুরি অবস্থা নিয়ে রাহুল গান্ধির মন্তব্য

দেশে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত ভুল ছিল বলে মেনে নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির নেওয়া এই সিদ্ধান্ত ভুল হলেও কংগ্রেস দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর আধিপত্য কায়েম করতে চায়নি বলে দাবি রাগার ।

r
r
author img

By

Published : Mar 3, 2021, 7:44 AM IST

Updated : Mar 3, 2021, 9:33 AM IST

নয়াদিল্লি, 3 মার্চ: দেশে জরুরি অবস্থা জারি নিয়ে বারবার বিজেপির সমালোচনার মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে । প্রশ্ন উঠেছে প্রয়াত তত্‍‌কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির এই সিদ্ধান্ত নিয়ে । সেই সিদ্ধান্ত যে ভুল ছিল, তা স্বীকার করে নিলেন ইন্দিরা-পৌত্র তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ।

1975 সাল থেকে 1977 সাল পর্যন্ত 21 মাসেরও বেশি সময় দেশে জরুরি অবস্থা জারি করে রেখেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি । সেই সিদ্ধান্ত একেবারেই ভুল ছিল বলে মেনে নিলেন রাহুল । মঙ্গলবার প্রখ্যাত অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে আলাপচারিতায় রাগা বলেন, ''আমি মনে করি ওটা একটা ভুল ছিল । অবশ্যই ওটা ভুল । আর আমার ঠাকুমা (ইন্দিরা গান্ধি) এ নিয়ে অনেক বলেছেন । কিন্তু কোনও অবস্থাতেই ভারতের প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করেনি কংগ্রেস...সত্যি কথা বলতে কী, সেই দক্ষতাও ছিল না তাদের । আমাদের নীতি সেই কাজে সম্মতি দেয় না ।''

জরুরি অবস্থার সময় বিজেপির যে নেতাদের জেলবন্দি করা হয়েছিল, তাঁরা বারবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দেগে কংগ্রেসের সমালোচনায় মুখর হয়েছেন । সেই সময় মানুষের বাক-স্বাধীনতার অধিকার খর্ব করা হয় এবং সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় বলে অভিযোগ ওঠে । গত বছর জুন মাসে ধারাবাহিক টুইট আক্রমণে এ বিষয়ে কংগ্রেসকে একহাত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি বলেন, একটি পরিবার ক্ষমতার অপব্যবহার করে রাতারাতি গোটা দেশকে জেলবন্দি করেছে ।

আরও পড়ুন: মোদির ব্রিগেড সভায় থাকছেন না সৌরভ, থাকতে পারেন মিঠুন-প্রসেনজিৎ

রাহুল মঙ্গলবার জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে ভুল বলে মেনে নিলেও বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে তোপ দেগে তাঁর অভিযোগ, বর্তমানে ভারতে যা হচ্ছে, তা জরুরি অবস্থার সময়ের থেকে মৌলিকভাবে আলাদা। স্বাধীন প্রতিষ্ঠানগুলিতে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ভার্চুয়াল কথোপকথনে তিনি বলেন, ''বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজেদের লোক দিয়ে ভর্তি করে রাখছে ওরা । আমরা বিজেপিকে নির্বাচনে হারালেও প্রাতিষ্ঠানিক কাঠামোর থেকে তাদের লোককে সরিয়ে দিইনি ।''

জরুরি অবস্থার সিদ্ধান্ত যে ভুল ছিল, গান্ধি পরিবারের কোনও ব্যক্তির এটা মেনে নেওয়ার ঘটনা বিরল। এর আগে, 2019 সালের লোকসভা নির্বাচনের সময়েও জরুরি অবস্থার জারির সিদ্ধান্তকে ভুল বলে মেনে নিয়ে ক্ষমা চেয়ে নিলেছিলেন রাগা ।

1978 সালের 24 জানুয়ারি মহারাষ্ট্রের একটি জনসভায় জরুরি অবস্থার সময় ''বাড়াবাড়ি''র জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন ।

নয়াদিল্লি, 3 মার্চ: দেশে জরুরি অবস্থা জারি নিয়ে বারবার বিজেপির সমালোচনার মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে । প্রশ্ন উঠেছে প্রয়াত তত্‍‌কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির এই সিদ্ধান্ত নিয়ে । সেই সিদ্ধান্ত যে ভুল ছিল, তা স্বীকার করে নিলেন ইন্দিরা-পৌত্র তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ।

1975 সাল থেকে 1977 সাল পর্যন্ত 21 মাসেরও বেশি সময় দেশে জরুরি অবস্থা জারি করে রেখেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি । সেই সিদ্ধান্ত একেবারেই ভুল ছিল বলে মেনে নিলেন রাহুল । মঙ্গলবার প্রখ্যাত অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে আলাপচারিতায় রাগা বলেন, ''আমি মনে করি ওটা একটা ভুল ছিল । অবশ্যই ওটা ভুল । আর আমার ঠাকুমা (ইন্দিরা গান্ধি) এ নিয়ে অনেক বলেছেন । কিন্তু কোনও অবস্থাতেই ভারতের প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করেনি কংগ্রেস...সত্যি কথা বলতে কী, সেই দক্ষতাও ছিল না তাদের । আমাদের নীতি সেই কাজে সম্মতি দেয় না ।''

জরুরি অবস্থার সময় বিজেপির যে নেতাদের জেলবন্দি করা হয়েছিল, তাঁরা বারবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দেগে কংগ্রেসের সমালোচনায় মুখর হয়েছেন । সেই সময় মানুষের বাক-স্বাধীনতার অধিকার খর্ব করা হয় এবং সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় বলে অভিযোগ ওঠে । গত বছর জুন মাসে ধারাবাহিক টুইট আক্রমণে এ বিষয়ে কংগ্রেসকে একহাত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি বলেন, একটি পরিবার ক্ষমতার অপব্যবহার করে রাতারাতি গোটা দেশকে জেলবন্দি করেছে ।

আরও পড়ুন: মোদির ব্রিগেড সভায় থাকছেন না সৌরভ, থাকতে পারেন মিঠুন-প্রসেনজিৎ

রাহুল মঙ্গলবার জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে ভুল বলে মেনে নিলেও বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে তোপ দেগে তাঁর অভিযোগ, বর্তমানে ভারতে যা হচ্ছে, তা জরুরি অবস্থার সময়ের থেকে মৌলিকভাবে আলাদা। স্বাধীন প্রতিষ্ঠানগুলিতে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ভার্চুয়াল কথোপকথনে তিনি বলেন, ''বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজেদের লোক দিয়ে ভর্তি করে রাখছে ওরা । আমরা বিজেপিকে নির্বাচনে হারালেও প্রাতিষ্ঠানিক কাঠামোর থেকে তাদের লোককে সরিয়ে দিইনি ।''

জরুরি অবস্থার সিদ্ধান্ত যে ভুল ছিল, গান্ধি পরিবারের কোনও ব্যক্তির এটা মেনে নেওয়ার ঘটনা বিরল। এর আগে, 2019 সালের লোকসভা নির্বাচনের সময়েও জরুরি অবস্থার জারির সিদ্ধান্তকে ভুল বলে মেনে নিয়ে ক্ষমা চেয়ে নিলেছিলেন রাগা ।

1978 সালের 24 জানুয়ারি মহারাষ্ট্রের একটি জনসভায় জরুরি অবস্থার সময় ''বাড়াবাড়ি''র জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন ।

Last Updated : Mar 3, 2021, 9:33 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.