নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: 12 বছরেরও বেশি সময় ধরে আলাদা থাকা এক দম্পতির বিবাহ বিচ্ছেদের যে রায় গতবছর মাদ্রাজ হাইকোর্ট শুনিয়েছে, সুপ্রিম কোর্ট তা বাতিল হিসেবে গণ্য করেছে ৷ শীর্ষ আদালত জানিয়েছে যে, এক্ষেত্রে হাইকোর্ট স্ত্রী'র তরফে নিষ্ঠুরতার কোনও অভিযোগ পায়নি ৷ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় দু'য়ের বিবাহ ভেঙে যাওয়া বিবাহের অপূরণীয় ভাঙনের নীতির উপর নির্ভর করছে, যা আইনের পরিপন্থী।
স্বামী এবং স্ত্রী উভয়েরই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বেলা এম ত্রিবেদীর সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, "হাইকোর্ট বিশদ প্রমাণের সঙ্গে মোকাবিলা করেছে, কিন্তু বিবাদী স্বামীর প্রতি আবেদনকারী স্ত্রী'য়ের নির্মমতার কোনও প্রমাণ পাওয়া যায়নি।" হাইকোর্ট এ ব্যাপারে উল্লেখ করেছে যে, দু'পক্ষ 12 বছরেরও বেশি সময় ধরে আলাদা বসবাস করছে এবং তাঁরা নিজেদের মধ্যে পুনর্মিলনের প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে ৷ ফলস্বরূপ, বিয়েটি মানসিক এবং বাস্তবিকভাবে মৃত। হাইকোর্ট তাঁর রায়ের ব্যাখ্যায় জানিয়েছে, যন্ত্রণা এবং দুর্দশা দীর্ঘায়িত করে কেবল নামকে ওয়াস্তে সম্পর্ক অব্যাহত রাখার বিষয়টি একটি নিষ্ঠুরতা পদক্ষেপ।
তাই হাইকোর্টের তরফ থেকে এও বলা হয়েছে, "আমরা বিবেচিত মতামত যে দু'পক্ষের মধ্যে বিবাহ অচিরেই ভেঙে গিয়েছে এবং দু'পক্ষ আর স্বামী-স্ত্রী হিসাবে একসঙ্গে থাকতে পারে না ৷" হাইকোর্ট 2022 সালের মার্চে দেওয়া এই রায়ে বলেছিল, প্রয়োজনে স্বামী এবং স্ত্রী উভয়ই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন করতে পারে। সেইমতোই বেঞ্চ বলেছে যে হাইকোর্টের রায়কে একপাশে রেখে আবেদনের সঠিক বিচারের জন্য নিষ্ঠুরতার দিকটি খুঁজে বের করা প্রয়োজন, যে পরিমাণে এটি পক্ষের মধ্যে বিয়ে ভেঙে দিয়ে বিবাহবিচ্ছেদের আদেশ দেয়।
উল্লেখ্য, দিনের পর দিন ইচ্ছাকৃতভাবে স্বামীর সঙ্গে সঙ্গম না-করা আদপে মানসিক নিষ্ঠুরতা। এক যুগলের বিবাহ বিচ্ছেদ মামলায় গতকাল এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট। এই মামলায় স্বামীর অভিযোগ ছিল, দিনের পর দিন তাঁর স্ত্রীর তরফ থেকে যৌন সঙ্গমে সম্মতি মিলছিল না। 2014 সালে তাঁদের বিয়ে হয়। অথচ তারপর থেকে একাধিকবার স্ত্রীর তরফে সঙ্গমে না শুনতে হয়েছে তাঁকে। এর জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। বিয়ের পর কোনও শারীরিক সমস্যা না-থাকলে পত্নীর ইচ্ছাকৃতভাবে যৌন সম্পর্ক অস্বীকার করাকে এদিন নিষ্ঠুরতার সমান বলেছে আদালত।
আরও পড়ুন: ধর্মান্তর বিরোধী আইন প্রণয়নের দাবিতে হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট