ETV Bharat / bharat

Modi on Article 370: 370 ধারা বিলোপে অভূতপূর্ব শান্তি এসেছে ভূস্বর্গে : মোদি - জম্মু ও কাশ্মীর

সংবিধানের 370 ধারা বিলোপ (Abrogation of Article 370) অভূতপূর্ব শান্তি ও উন্নতি এনে দিয়েছে ভূস্বর্গে ৷ জম্মু ও কাশ্মীর থেকে 370 বিলোপের দু বছর পূর্তিতে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷

abrogation-of-article-370-PM narendra modi-remembers-the-significance-of-august-5
370 ধারা বিলোপে অভূতপূর্ব শান্তি এসেছে ভূস্বর্গে : মোদি
author img

By

Published : Aug 5, 2021, 6:29 PM IST

নয়াদিল্লি, 5 অগস্ট: সংবিধানের 370 ধারা বিলোপ (Abrogation of Article 370) ভূস্বর্গে অভূতপূর্ব শান্তি এনে দিয়েছে ৷ জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদার তকমা প্রত্যাহারের দু‘বছর পূর্তিতে টুইটে এমনই দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ৷ এ কথা বলার সময় অযোধ্যার রাম মন্দির (Ram Temple) নির্মাণের প্রসঙ্গও টেনে আনেন তিনি ৷

5 অগস্ট (5th August) দিনটি ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে বলে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তাঁর কথায়, "ইতিহাস 5 অগস্টকে স্মরণে রাখবে ৷ 2 বছর আগে এই দিনেই জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছিল ৷" এর ফলে ভূস্বর্গে অভূতপূর্ব শান্তি ও উন্নতি এসেছে বলে দাবি করেন নমো ৷ তিনি আরও বলেন, ‘‘গত বছর 5 অগস্ট অযোধ্যার রাম মন্দির নির্মাণে প্রথম পদক্ষেপ করা হয়েছিল ৷ আর আজ বিরাট রাম মন্দির নির্মাণের কাজ চলছে ৷’’

2019 সালের 5 অগস্ট 370 ধারা বিলোপ করে জম্মু ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছিল কেন্দ্রীয় সরকার ৷ তার দু‘বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী আজ টুইটে লেখেন, "ঐতিহাসিক দিন ৷ দু বছর আগে এই দিনেই নয়া জম্মু ও কাশ্মীর গঠনের প্রথম পদক্ষেপ করা হয়েছিল ৷ তার পর থেকে এই এলাকায় অভূতপূর্ব শান্তি ও উন্নতি এসেছে ৷"

abrogation-of-article-370-PM narendra modi-remembers-the-significance-of-august-5
370 ধারা বিলোপে অভূতপূর্ব শান্তি এসেছে ভূস্বর্গে : মোদি

আরও পড়ুন: টিকা বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করে মোদিকে ফের চিঠি মমতার

কেন্দ্রীয় সরকার একে ঐতিহাসিক পদক্ষেপ বললেও, জম্মু ও কাশ্মীরের নেতারা এই সিদ্ধান্তকে ভাল ভাবে গ্রহণ করেননি ৷ তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে দীর্ঘদিন বন্দি করে রাখা হয়েছিল ৷ বহু সময় ধরে কাশ্মীরে জারি ছিল কার্ফু, ব্লক করা ছিল ইন্টারনেট, বন্ধ ছিল 4জি নেটওয়ার্ক ৷

আরও পড়ুন: পুজোর ছুটির পর স্কুল-কলেজ খোলার ভাবনা রাজ্যের, ঘোষণা মমতার

বন্দিদশা কাটার পর 2020 সালের 20 অক্টোবর পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লেয়ারেশন (পিএজিডি) তৈরি করে একছাতার তলায় আসে ভূস্বর্গের বিভিন্ন রাজনৈতিক দল ৷ তাতে রয়েছে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টি, সিপিআই, আওয়ামি ন্যাশনাল কনফারেন্স, জম্মু ও কাশ্মীর পিপলস মুভমেন্ট এবং জম্মু ও পিপলস কনফারেন্স ৷ যদিও মতবিরোধের জেরে পরে নিজেদের সরিয়ে নেয় জম্মু ও পিপলস কনফারেন্স ৷ পিএজিডি-র দাবি, 370 ধারাকে বিলোপ করা ও জম্মু, কাশ্মীর, লাদাখের মানুষের মত না-নিয়ে এগুলিকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়াটা অসাংবিধানিক ৷ গত বছর ডিসেম্বরে ডিডিসি নির্বাচনে প্রচুর আসন জিতে নেয় পিএজিডি ৷ 278টি আসনের মধ্যে তারা জেতে 110টিতে ৷

আরও পড়ুন: অনাথ করেছে কোভিড, শোকেও অবিচল সিবিএসই দশমের টপার

পরবর্তীতে জম্মু ও কাশ্মীরের 8টি রাজনৈতিক দলের 14 জন নেতার সঙ্গে সর্বদলীয় বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে কবে ভূস্বর্গ আবার রাজ্যের তকমা ফিরে পাবে, সেরকম কোনও আভাস মেলেনি সেই বৈঠকে ৷ ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানায় দলগুলি ৷ 6 জুলাই থেকে 9 জুলাই জম্মু ও কাশ্মীর পরিদর্শন করে তথ্য সংগ্রহ করে ডিলিমিটেশন কমিশন ৷

নয়াদিল্লি, 5 অগস্ট: সংবিধানের 370 ধারা বিলোপ (Abrogation of Article 370) ভূস্বর্গে অভূতপূর্ব শান্তি এনে দিয়েছে ৷ জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদার তকমা প্রত্যাহারের দু‘বছর পূর্তিতে টুইটে এমনই দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ৷ এ কথা বলার সময় অযোধ্যার রাম মন্দির (Ram Temple) নির্মাণের প্রসঙ্গও টেনে আনেন তিনি ৷

5 অগস্ট (5th August) দিনটি ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে বলে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তাঁর কথায়, "ইতিহাস 5 অগস্টকে স্মরণে রাখবে ৷ 2 বছর আগে এই দিনেই জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছিল ৷" এর ফলে ভূস্বর্গে অভূতপূর্ব শান্তি ও উন্নতি এসেছে বলে দাবি করেন নমো ৷ তিনি আরও বলেন, ‘‘গত বছর 5 অগস্ট অযোধ্যার রাম মন্দির নির্মাণে প্রথম পদক্ষেপ করা হয়েছিল ৷ আর আজ বিরাট রাম মন্দির নির্মাণের কাজ চলছে ৷’’

2019 সালের 5 অগস্ট 370 ধারা বিলোপ করে জম্মু ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছিল কেন্দ্রীয় সরকার ৷ তার দু‘বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী আজ টুইটে লেখেন, "ঐতিহাসিক দিন ৷ দু বছর আগে এই দিনেই নয়া জম্মু ও কাশ্মীর গঠনের প্রথম পদক্ষেপ করা হয়েছিল ৷ তার পর থেকে এই এলাকায় অভূতপূর্ব শান্তি ও উন্নতি এসেছে ৷"

abrogation-of-article-370-PM narendra modi-remembers-the-significance-of-august-5
370 ধারা বিলোপে অভূতপূর্ব শান্তি এসেছে ভূস্বর্গে : মোদি

আরও পড়ুন: টিকা বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করে মোদিকে ফের চিঠি মমতার

কেন্দ্রীয় সরকার একে ঐতিহাসিক পদক্ষেপ বললেও, জম্মু ও কাশ্মীরের নেতারা এই সিদ্ধান্তকে ভাল ভাবে গ্রহণ করেননি ৷ তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে দীর্ঘদিন বন্দি করে রাখা হয়েছিল ৷ বহু সময় ধরে কাশ্মীরে জারি ছিল কার্ফু, ব্লক করা ছিল ইন্টারনেট, বন্ধ ছিল 4জি নেটওয়ার্ক ৷

আরও পড়ুন: পুজোর ছুটির পর স্কুল-কলেজ খোলার ভাবনা রাজ্যের, ঘোষণা মমতার

বন্দিদশা কাটার পর 2020 সালের 20 অক্টোবর পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লেয়ারেশন (পিএজিডি) তৈরি করে একছাতার তলায় আসে ভূস্বর্গের বিভিন্ন রাজনৈতিক দল ৷ তাতে রয়েছে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টি, সিপিআই, আওয়ামি ন্যাশনাল কনফারেন্স, জম্মু ও কাশ্মীর পিপলস মুভমেন্ট এবং জম্মু ও পিপলস কনফারেন্স ৷ যদিও মতবিরোধের জেরে পরে নিজেদের সরিয়ে নেয় জম্মু ও পিপলস কনফারেন্স ৷ পিএজিডি-র দাবি, 370 ধারাকে বিলোপ করা ও জম্মু, কাশ্মীর, লাদাখের মানুষের মত না-নিয়ে এগুলিকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়াটা অসাংবিধানিক ৷ গত বছর ডিসেম্বরে ডিডিসি নির্বাচনে প্রচুর আসন জিতে নেয় পিএজিডি ৷ 278টি আসনের মধ্যে তারা জেতে 110টিতে ৷

আরও পড়ুন: অনাথ করেছে কোভিড, শোকেও অবিচল সিবিএসই দশমের টপার

পরবর্তীতে জম্মু ও কাশ্মীরের 8টি রাজনৈতিক দলের 14 জন নেতার সঙ্গে সর্বদলীয় বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে কবে ভূস্বর্গ আবার রাজ্যের তকমা ফিরে পাবে, সেরকম কোনও আভাস মেলেনি সেই বৈঠকে ৷ ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানায় দলগুলি ৷ 6 জুলাই থেকে 9 জুলাই জম্মু ও কাশ্মীর পরিদর্শন করে তথ্য সংগ্রহ করে ডিলিমিটেশন কমিশন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.