ETV Bharat / bharat

About MI-17V-5 Chopper : বায়ুসেনার অন্যতম নির্ভরযোগ্য কপ্টারে ছিলেন রাওয়াত, জেনে নিন তার বিশেষত্ব

author img

By

Published : Dec 8, 2021, 4:25 PM IST

Updated : Dec 8, 2021, 5:24 PM IST

তামিলনাড়ুর কোয়েম্বাটুর এবং সুলুরের মাঝে বায়ুসেনার এম-আই সিরিজের চপারটি ভেঙে পড়ে ৷ বায়ুসেনার সেরা কপ্টারগুলির মধ্যে অন্যতম নির্ভরযোগ্য Mi-17V-5 হেলিকপ্টারে সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত (CDS Bipin Rawat) ৷

helecopter
এম আই সিরিজের চপার

নয়াদিল্লি, 8 ডিসেম্বর : তামিলনাড়ুর কুন্নুরের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার (Military Chopper Crashes) ৷ দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারেই সওয়ার ছিলেন চিফ অফ ডিভেন্স স্টাফ বিপিন রাওয়াত-সহ 9 জন সেনা আধিকারিক (Mi-17V-5 Military Transport Helicopter crashes in Tamil Nadu) ৷ বায়ুসেনার সেরা কপ্টারগুলির মধ্যে অন্যতম নির্ভরযোগ্য Mi-17V-5 হেলিকপ্টারে সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত (CDS Bipin Rawat) ৷

Mi-17V-5 (ডোমেস্টিক ডেসিগনেশন Mi-8MTV-5) Mi-8/17 সিরিজের কপ্টারগুলির অন্যতম সামরিক পরিবহন । এটি রাশিয়ান কপ্টার প্রস্তুতকারক সংস্থা ‘কাজান হেলিকপ্টার‘ দ্বারা নির্মিত ।

আরও পড়ুন : Army Chopper Carrying Senior Officers Crashes : কুন্নুরে ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার

  • Mi-17V-5 হল বিশ্বের সবচেয়ে উন্নত পরিবহণযোগ্য কপ্টারগুলির মধ্যে একটি । কেবিনের ভিতরে এবং একটি বাহ্যিক স্লিং-এ কার্গো পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে ৷ সৈন্য এবং অস্ত্র পরিবহন, ফায়ার সাপোর্ট, কনভয় এসকর্ট, এবং সার্চ-এন্ড-রেসকিউয়ে (এসএআর) সিদ্ধহস্ত এই কপ্টার ৷ রাতের অন্ধকারেও অনায়াসে চলাচল করতে পারে এই বিমান ৷
  • Mi-17V-5 এর ককপিটটি অত্যাধুনিক অ্যাভিওনিক্স দিয়ে সজ্জিত ৷ যার মধ্যে রয়েছে চারটি মাল্টি-ফাংশন ডিসপ্লে (Multi-function display), নাইট-ভিশন ইকুইপমেন্ট, একটি অন-বোর্ড ওয়েদার রাডার এবং একটি অটোপাইলট সিস্টেম । পাইলট অসুস্থ হলে পাইলট ছাড়াই উড়তে পারে এই কপ্টার ৷

আরও পড়ুন : Mamata-Rahul react on Bipin Rawat's Chopper Crash: অত্যন্ত দুঃখজনক খবর, কপ্টার দুর্ঘটনার পর রাওয়াতের আরোগ্য কামনায় মমতা ও রাহুল

  • Mi-17V-5 Shturm-V ক্ষেপণাস্ত্র, S-8 রকেট, একটি 23mm মেশিনগান, PKT মেশিনগান এবং AKM সাব-মেশিনগান দিয়ে সজ্জিত । এতে আটটি ফায়ারিং পোস্ট রয়েছে ।
  • জ্বালানী ট্যাঙ্কগুলি ফোম পলিউরেথেন দিয়ে ভরা এবং বিস্ফোরণ থেকে সুরক্ষিত । হেলিকপ্টারটিতে রয়েছে ইঞ্জিন-এক্সস্ট ইনফ্রারেড (IR) সাপ্রেসর, একটি ফ্লেয়ার ডিসপেনসার এবং একটি জ্যামার ।
    Chopper
    কী কারণে ভেঙে পড়ল বায়ুসেনার অত্যাধুনিক কপ্টার, তা নিয়ে তদন্ত শুরু করেছে বায়ুসেনা ৷

একনজরে Mi-17V-5 সামরিক পরিবহন হেলিকপ্টার

বিমানের ধরণ : সামরিক পরিবহন হেলিকপ্টার

নির্মাতা : কাজান হেলিকপ্টার

ক্রু সংখ্যা : 3 জন

যাত্রী সংখ্যা : 36 জন

সর্বোচ্চ গতি : 250 কিমি/ঘন্টা

রেঞ্জ : 1,065 কিমি

প্রধান বৈশিষ্ট্য

সর্বোচ্চ টেক-অফ ওজন : 13,000 কেজি

স্বাভাবিক টেক-অফ ওজন : 11100 কেজি

সর্বোচ্চ পেলোড ওজন : 4000 কেজি

সর্বোচ্চ গতি : 250 কিমি/ঘন্টা

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক 2008 সালে 80টি হেলিকপ্টারের জন্য রাশিয়ান সংস্থার সঙ্গে $1.3 বিলিয়ন অর্থের চুক্তি করে ৷ রুশ সংস্থা ভারতীয় বিমান বাহিনীকে 2013 সালের প্রথম দিকে 36টি হেলিকপ্টার হস্তান্তর করা হয় ৷ 2013 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত Aero India শো চলাকালীন 12টি Mi-17V5 হেলিকপ্টারের অর্ডার দেওয়া হয় ।

নয়াদিল্লি, 8 ডিসেম্বর : তামিলনাড়ুর কুন্নুরের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার (Military Chopper Crashes) ৷ দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারেই সওয়ার ছিলেন চিফ অফ ডিভেন্স স্টাফ বিপিন রাওয়াত-সহ 9 জন সেনা আধিকারিক (Mi-17V-5 Military Transport Helicopter crashes in Tamil Nadu) ৷ বায়ুসেনার সেরা কপ্টারগুলির মধ্যে অন্যতম নির্ভরযোগ্য Mi-17V-5 হেলিকপ্টারে সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত (CDS Bipin Rawat) ৷

Mi-17V-5 (ডোমেস্টিক ডেসিগনেশন Mi-8MTV-5) Mi-8/17 সিরিজের কপ্টারগুলির অন্যতম সামরিক পরিবহন । এটি রাশিয়ান কপ্টার প্রস্তুতকারক সংস্থা ‘কাজান হেলিকপ্টার‘ দ্বারা নির্মিত ।

আরও পড়ুন : Army Chopper Carrying Senior Officers Crashes : কুন্নুরে ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার

  • Mi-17V-5 হল বিশ্বের সবচেয়ে উন্নত পরিবহণযোগ্য কপ্টারগুলির মধ্যে একটি । কেবিনের ভিতরে এবং একটি বাহ্যিক স্লিং-এ কার্গো পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে ৷ সৈন্য এবং অস্ত্র পরিবহন, ফায়ার সাপোর্ট, কনভয় এসকর্ট, এবং সার্চ-এন্ড-রেসকিউয়ে (এসএআর) সিদ্ধহস্ত এই কপ্টার ৷ রাতের অন্ধকারেও অনায়াসে চলাচল করতে পারে এই বিমান ৷
  • Mi-17V-5 এর ককপিটটি অত্যাধুনিক অ্যাভিওনিক্স দিয়ে সজ্জিত ৷ যার মধ্যে রয়েছে চারটি মাল্টি-ফাংশন ডিসপ্লে (Multi-function display), নাইট-ভিশন ইকুইপমেন্ট, একটি অন-বোর্ড ওয়েদার রাডার এবং একটি অটোপাইলট সিস্টেম । পাইলট অসুস্থ হলে পাইলট ছাড়াই উড়তে পারে এই কপ্টার ৷

আরও পড়ুন : Mamata-Rahul react on Bipin Rawat's Chopper Crash: অত্যন্ত দুঃখজনক খবর, কপ্টার দুর্ঘটনার পর রাওয়াতের আরোগ্য কামনায় মমতা ও রাহুল

  • Mi-17V-5 Shturm-V ক্ষেপণাস্ত্র, S-8 রকেট, একটি 23mm মেশিনগান, PKT মেশিনগান এবং AKM সাব-মেশিনগান দিয়ে সজ্জিত । এতে আটটি ফায়ারিং পোস্ট রয়েছে ।
  • জ্বালানী ট্যাঙ্কগুলি ফোম পলিউরেথেন দিয়ে ভরা এবং বিস্ফোরণ থেকে সুরক্ষিত । হেলিকপ্টারটিতে রয়েছে ইঞ্জিন-এক্সস্ট ইনফ্রারেড (IR) সাপ্রেসর, একটি ফ্লেয়ার ডিসপেনসার এবং একটি জ্যামার ।
    Chopper
    কী কারণে ভেঙে পড়ল বায়ুসেনার অত্যাধুনিক কপ্টার, তা নিয়ে তদন্ত শুরু করেছে বায়ুসেনা ৷

একনজরে Mi-17V-5 সামরিক পরিবহন হেলিকপ্টার

বিমানের ধরণ : সামরিক পরিবহন হেলিকপ্টার

নির্মাতা : কাজান হেলিকপ্টার

ক্রু সংখ্যা : 3 জন

যাত্রী সংখ্যা : 36 জন

সর্বোচ্চ গতি : 250 কিমি/ঘন্টা

রেঞ্জ : 1,065 কিমি

প্রধান বৈশিষ্ট্য

সর্বোচ্চ টেক-অফ ওজন : 13,000 কেজি

স্বাভাবিক টেক-অফ ওজন : 11100 কেজি

সর্বোচ্চ পেলোড ওজন : 4000 কেজি

সর্বোচ্চ গতি : 250 কিমি/ঘন্টা

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক 2008 সালে 80টি হেলিকপ্টারের জন্য রাশিয়ান সংস্থার সঙ্গে $1.3 বিলিয়ন অর্থের চুক্তি করে ৷ রুশ সংস্থা ভারতীয় বিমান বাহিনীকে 2013 সালের প্রথম দিকে 36টি হেলিকপ্টার হস্তান্তর করা হয় ৷ 2013 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত Aero India শো চলাকালীন 12টি Mi-17V5 হেলিকপ্টারের অর্ডার দেওয়া হয় ।

Last Updated : Dec 8, 2021, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.