নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর: দলীয় নেতৃত্বের একাংশকে বার্তা দিতে এবার সরব হলেন প্রবীণ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi) ৷ সংশ্লিষ্ট নেতাদের প্রতি তাঁর আবেদন, যাঁরা কংগ্রেসের সাংগঠনিক শীর্ষ পদ, অর্থাৎ সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি পদের নির্বাচনে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিচ্ছেন, সেই দলীয় সহকর্মীদের উদ্দেশে বিভিন্ন ধরনের মন্তব্য করা বন্ধ হোক ৷ কংগ্রেস একটি মুক্ত চিন্তার গণতান্ত্রিক দল ৷ সেই প্রতিষ্ঠাকে অক্ষুণ্ণ রাখা হোক ৷ এর আগে একই সুর শোনা গিয়েছিল দলের আর এক প্রবীণ নেতা জয়রাম রমেশের (Jairam Ramesh) গলাতেও ৷
শনিবার এই প্রসঙ্গে অভিষেক বলেন, "আমি জয়রাম রমেশের বক্তব্য সম্পূর্ণ সমর্থন করি ৷ যাঁরা কংগ্রেসের সভাপতি পদে বসার জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন, তাঁদের সম্পর্কে কোনও ধরনের মন্তব্য করা উচিত নয় ৷ আমাদের দল মুক্ত চিন্তাধারা এবং পূর্ণ গণতন্ত্রে বিশ্বাসী ৷ আমরা এই আদর্শকে আগেই প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি ৷ তা অক্ষুণ্ণ রাখতে হবে ৷" প্রসঙ্গত, কংগ্রেসের সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন শশী থারুর (Shashi Tharoor) ৷ বিষয়টি স্পষ্ট হওয়ার পরই এ নিয়ে শশীকে কটাক্ষ করেছিলেন দলের নেতা গৌরব বল্লভ (Gourav Vallabh) ৷ জয়রাম তাঁর এই আচরণের প্রতিবাদ জানান ৷ এবার একই পথে হাঁটলেন অভিষেক মনু সিংভিও ৷
আরও পড়ুন: শশীর সঙ্গে টক্কর ! কংগ্রেস সভাপতির পদ নিশ্চিত করতেই সোনিয়ার সাক্ষাতে গেহলত ?
উল্লেখ্য, শশী যদি নির্বাচনে অংশ নেন, তাহলে তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের সঙ্গে ৷ সূত্রের দাবি, গেহলতের সঙ্গে হাইকম্য়ান্ডের সমর্থন রয়েছে ৷ তাই গান্ধি পরিবারের অনুগত কংগ্রেস নেতারা শশী থারুরের অবস্থানে ক্ষুব্ধ ৷ তার জেরেই গৌরব বল্লভের এই মন্তব্য বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু, বিষয়টিকে ভালোভাবে নেননি দলের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ তিনি দলের সমস্ত স্তরের নেতাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গৌরব যা করেছেন, তার পুনরাবৃত্তি যেন না ঘটে ৷
প্রসঙ্গত, গৌরব বল্লভ নিজেও দলের একজন মুখপাত্র ৷ যদিও তাঁর দাবি, তিনি এই প্রসঙ্গে যে মন্তব্যটি করেছেন, তা একজন সাধারণ সদস্য হিসাবেই করেছেন ৷ দলের মুখপাত্র হিসাবে নয় ৷ গৌরবের কথায়, "কোটি কোটি কংগ্রেস কর্মীর মতোই আমারও প্রথম ইচ্ছা হল, এই দেশে রাহুল গান্ধিই দলকে নেতৃত্ব দিন ৷ কিন্তু, তিনি যদি একান্তই রাজি না হন, তাহলে যে দু'জনকে নিয়ে আলোচনা চলছে, তাঁদের মধ্যেই একজনকে বেছে নিতে হবে ৷ কিন্তু, তাঁদের দু'জনের মধ্যে কোনও তুলনাই হয় না ৷"