নয়াদিল্লি, 11 অক্টোবর : দিল্লি হাইকোর্টে (Delhi High Court) স্বস্তি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়ের (Rujira Banerjee) ৷ আদালতের নির্দেশ, কয়লা পাচার কাণ্ডে শুনানির জন্য রুজিরাকে ইডি-র (Enforcement Directorate) সমনে দিল্লির নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতে হবে না ৷
আরও পড়ুন : Rujira Banerjee : দিল্লি হাইকোর্টে 12 অক্টোবর সশরীরে হাজিরা দেবেন রুজিরা, জানালেন আইনজীবী
পশ্চিমবঙ্গের কয়লা পাচার কাণ্ডে (Coal Scam Case) নাম জড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, কর্মীর ৷ সন্দেহভাজনদের তালিকায় রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এবং তাঁর স্ত্রী রুজিরাও ৷ ইতিমধ্যেই ইডি-র ডাকে দিল্লিতে এসে জেরার মুখোমুখি হয়েছেন অভিষেক ৷ অন্যদিকে, তাঁর স্ত্রী রুজিরাকেও সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তাদের নির্দেশ ছিল, দিল্লির একটি আদালতে শুনানির জন্য সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে রুজিরাকে ৷ সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেকের স্ত্রী ৷
সোমবার মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা (Tushar Mehta) দিল্লি হাইকোর্টকে বলেন, রুজিরাকে আদালতে হাজিরা দিতেই হবে, এমন কোনও কথা তাঁরা বলছেন না ৷ তিনি চাইলে তাঁর কোনও প্রতিনিধি বা আইনজীবীকেও শুনানির দিন আদালতে পাঠাতে পারেন ৷ এরপরই আদালত জানিয়ে দেয়, দিল্লির আদালতে রুজিরার সশরীরে হাজির থাকার কোনও প্রয়োজন নেই ৷ এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 29 নভেম্বর ৷ প্রসঙ্গত, মঙ্গলবার অর্থাৎ 12 অক্টোবর পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রুজিরাকে ৷
আরও পড়ুন : Abhishek Banerjee: দিল্লি হাইকোর্টে ধাক্কা অভিষেক-রুজিরার, ইডির সমন থেকে রক্ষাকবচের আর্জি খারিজ
গোটা ঘটনায় ইডি-র ভূমিকা নিয়ে বারবার সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর অভিযোগ, বিজেপি তথা কেন্দ্রীয় সরকার বাংলায় ক্ষমতা দখল করতে না পেরেই তাঁকে এবং তাঁর স্ত্রীকে হেনস্থা করছে ৷ আর এই কাজে ব্যবহার করা হচ্ছে ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে ৷ একই অভিযোগ শোনা গিয়েছে অভিষেকের পিসি তথা তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) গলাতেও ৷