ETV Bharat / bharat

Goa Assembly Election 2022 : প্রার্থীতালিকা প্রকাশ করতে তিনদিনের গোয়া সফরে অভিষেক - গোয়া রাজনীতি

সোমবার তিনদিনের গোয়া সফরে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বাভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee Goa Visit) ৷ সূত্রের দাবি, আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে (Goa Assembly Election 2022) দলের প্রার্থীতালিকা (TMC Candidate List) প্রকাশ করতেই অভিষেকের এই সফর ৷

abhishek banerjee visits goa for three days to announce tmc candidate list before goa assembly election 2022
Goa Assembly Election 2022 : প্রার্থী তালিকা প্রকাশ করতে তিনদিনের গোয়া সফরে অভিষেক
author img

By

Published : Jan 17, 2022, 3:27 PM IST

কলকাতা, 17 জানুয়ারি : তিনদিনের সফরে সোমবার গোয়ায় গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee Goa Visit) ৷ সূত্রের খবর, আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনের (Goa Assembly Election 2022) জন্য দলের প্রার্থীতালিকা (TMC Candidate List) প্রকাশ করতেই তাঁর এই গোয়া সফর ৷ আগামী 14 ফেব্রুয়ারি ভোট হবে গোয়ার 40টি আসনে ৷ সূত্রের দাবি, এর মধ্যে 30টি আসনেই প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস ৷ বাকি 10টি আসন ছাড়া হবে জোট শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে ৷ তবে, ইতিমধ্যেই এই নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে ৷ গোমন্তক পার্টি চিঠি দিয়ে তৃণমূলকে জানিয়েছে, তারা 12টি আসনে লড়তে চায় ৷ মনে করা হচ্ছে, তিনদিনের এই গোয়া সফরেই শরিকের সঙ্গে আসন সমঝোতা সেরে ফেলবেন অভিষেক ৷ তাই তাঁর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে দল ৷

আরও পড়ুন : Goa Assembly Election 2022 : গোয়ায় মমতার পাল্টা কেজরিওয়ালের, সরকারে এলে মহিলা ও যুবদের ভাতার প্রতিশ্রুতি

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবারের গোয়া সফরে ঠাসা কর্মসূচি রয়েছে অভিষেকের ৷ যার মধ্যে অন্য়তম গোয়া ভোটের জন্য দলের ইস্তাহার তৈরি ৷ মূলত, মহিলা ও যুব ভোটারদের কথা মাথায় রেখেই প্রতিশ্রুতির তালিকা তৈরি করা হবে বলে শোনা যাচ্ছে ৷ ইতিমধ্যেই বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে গোয়ায় মহিলাদের জন্য ‘গৃহলক্ষ্মী’ প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ৷ তাদের দাবি, গোয়ায় সরকার গড়তে পারলেই মহিলাদের মাসে 5 হাজার টাকা ভাতা দেওয়া হবে ৷ এছাড়াও তৃণমূলের ইস্তাহারে যুবদের কর্মসংস্থান এবং বাসিন্দাদের জমির মালিকানা প্রদানের মতো বিষয়গুলির উপরেও জোর দেওয়া হবে ৷

আরও পড়ুন : Mahua Moitra attacks P Chidambaram: গোয়া কংগ্রেস সময় চেয়েছিল, চিদম্বরম জানেন না; আক্রমণ মহুয়ার

অভিষেক তাঁর এই তিনদিনের সফরে ভোটের প্রচার নিয়েও রণকৌশল স্থির করবেন ৷ পশ্চিমবঙ্গের চালচিত্রের সঙ্গে গোয়ার আদব-কায়দা মেলে না ৷ তাই সেখানে কোন উপায়ে প্রচার করলে মানুষের মন পাওয়া যাবে, তা ভেবে দেখতে হবে তৃণমূল নেতৃত্বকে ৷ এছাড়াও রয়েছে দলের অন্তর্দ্বন্দ্ব মেটানোর মতো বড় চ্যালেঞ্জ ৷ সম্প্রতি গোয়ায় কংগ্রেস-সহ বিভিন্ন দল থেকে নেতা, কর্মীদের তৃণমূলে যোগদানের ঢল নেমেছিল ৷ কিন্তু, এখন আবার উল্টো হাওয়া বইতে শুরু করেছে ৷ যাঁরা ঘাসফুলে নাম লিখিয়েছিলেন, তাঁদের একাংশ ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গ ত্যাগ করেছেন ৷ বাকিদের অবস্থানও খুব একটা স্পষ্ট নয় ৷ তাছাড়া, তৃণমূলকে টক্কর দিতে মাঠে নেমেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও ৷ এইসব ‘উপসর্গ’ গোয়ায় তৃণমূলের জন্য মোটেই সুখের নয় ৷ তাই নির্বাচনী লড়াইয়ে পাকা রণকৌশল দরকার ৷ তা না হলে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করা, কিংবা কংগ্রেসকে ঠেকানোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ৷ তৃণমূল নেতৃত্বের আশা, তিনদিনের গোয়া সফরে এইসব সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন অভিষেক ৷

কলকাতা, 17 জানুয়ারি : তিনদিনের সফরে সোমবার গোয়ায় গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee Goa Visit) ৷ সূত্রের খবর, আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনের (Goa Assembly Election 2022) জন্য দলের প্রার্থীতালিকা (TMC Candidate List) প্রকাশ করতেই তাঁর এই গোয়া সফর ৷ আগামী 14 ফেব্রুয়ারি ভোট হবে গোয়ার 40টি আসনে ৷ সূত্রের দাবি, এর মধ্যে 30টি আসনেই প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস ৷ বাকি 10টি আসন ছাড়া হবে জোট শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে ৷ তবে, ইতিমধ্যেই এই নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে ৷ গোমন্তক পার্টি চিঠি দিয়ে তৃণমূলকে জানিয়েছে, তারা 12টি আসনে লড়তে চায় ৷ মনে করা হচ্ছে, তিনদিনের এই গোয়া সফরেই শরিকের সঙ্গে আসন সমঝোতা সেরে ফেলবেন অভিষেক ৷ তাই তাঁর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে দল ৷

আরও পড়ুন : Goa Assembly Election 2022 : গোয়ায় মমতার পাল্টা কেজরিওয়ালের, সরকারে এলে মহিলা ও যুবদের ভাতার প্রতিশ্রুতি

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবারের গোয়া সফরে ঠাসা কর্মসূচি রয়েছে অভিষেকের ৷ যার মধ্যে অন্য়তম গোয়া ভোটের জন্য দলের ইস্তাহার তৈরি ৷ মূলত, মহিলা ও যুব ভোটারদের কথা মাথায় রেখেই প্রতিশ্রুতির তালিকা তৈরি করা হবে বলে শোনা যাচ্ছে ৷ ইতিমধ্যেই বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে গোয়ায় মহিলাদের জন্য ‘গৃহলক্ষ্মী’ প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ৷ তাদের দাবি, গোয়ায় সরকার গড়তে পারলেই মহিলাদের মাসে 5 হাজার টাকা ভাতা দেওয়া হবে ৷ এছাড়াও তৃণমূলের ইস্তাহারে যুবদের কর্মসংস্থান এবং বাসিন্দাদের জমির মালিকানা প্রদানের মতো বিষয়গুলির উপরেও জোর দেওয়া হবে ৷

আরও পড়ুন : Mahua Moitra attacks P Chidambaram: গোয়া কংগ্রেস সময় চেয়েছিল, চিদম্বরম জানেন না; আক্রমণ মহুয়ার

অভিষেক তাঁর এই তিনদিনের সফরে ভোটের প্রচার নিয়েও রণকৌশল স্থির করবেন ৷ পশ্চিমবঙ্গের চালচিত্রের সঙ্গে গোয়ার আদব-কায়দা মেলে না ৷ তাই সেখানে কোন উপায়ে প্রচার করলে মানুষের মন পাওয়া যাবে, তা ভেবে দেখতে হবে তৃণমূল নেতৃত্বকে ৷ এছাড়াও রয়েছে দলের অন্তর্দ্বন্দ্ব মেটানোর মতো বড় চ্যালেঞ্জ ৷ সম্প্রতি গোয়ায় কংগ্রেস-সহ বিভিন্ন দল থেকে নেতা, কর্মীদের তৃণমূলে যোগদানের ঢল নেমেছিল ৷ কিন্তু, এখন আবার উল্টো হাওয়া বইতে শুরু করেছে ৷ যাঁরা ঘাসফুলে নাম লিখিয়েছিলেন, তাঁদের একাংশ ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গ ত্যাগ করেছেন ৷ বাকিদের অবস্থানও খুব একটা স্পষ্ট নয় ৷ তাছাড়া, তৃণমূলকে টক্কর দিতে মাঠে নেমেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও ৷ এইসব ‘উপসর্গ’ গোয়ায় তৃণমূলের জন্য মোটেই সুখের নয় ৷ তাই নির্বাচনী লড়াইয়ে পাকা রণকৌশল দরকার ৷ তা না হলে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করা, কিংবা কংগ্রেসকে ঠেকানোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ৷ তৃণমূল নেতৃত্বের আশা, তিনদিনের গোয়া সফরে এইসব সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন অভিষেক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.