ETV Bharat / bharat

Abhishek Banerjee: '2 মাসের মধ্যে জব কার্ড হোল্ডারদের টাকা বেতন দিয়ে মেটাব', দিল্লিতে প্রতিশ্রুতি অভিষেকের - Abhishek Banerjee

Abhishek Banerjee in Delhi: আগামী দু'মাসের মধ্যে আড়াই হাজার জব কার্ড হোল্ডারের বকেয়া টাকা নিজেদের এক মাসের বেতন দিয়ে মেটাবেন বাংলার জনপ্রতিনিধিরা ৷ দিল্লিতে যন্তরমন্তরে এই প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 7:09 PM IST

নয়াদিল্লি, 3 অক্টোবর: জব কার্ড হোল্ডারদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ দিল্লির যন্তরমন্তরের ধরনা মঞ্চ থেকে তিনি ঘোষণা করলেন যে, কেন্দ্র যদি বকেয়া টাকা না-দেয়, তাহলে বাংলার জনপ্রতিনিধিরা প্রয়োজনে নিজেদের এক মাসের বেতন দিয়ে আড়াই হাজার জব কার্ড হোল্ডারের প্রাপ্য টাকা মিটিয়ে দেবেন ৷ তিনি বলেন, এটি কেন্দ্রের আওতাধীন বিষয় হলেও গরিব মানুষের স্বার্থে এ ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে আগামী দু'মাসের মধ্যে ওই টাকার ব্যবস্থা করবেন বাংলার 70 হাজার জনপ্রতিনিধি ৷

100 দিনের কাজ, আবাস যোজনা-সহ সামাজিক প্রকল্পগুলির টাকা কেন্দ্র আটকে রাখায় মঙ্গলবার যন্তরমন্তরে ধরনায় বসে তৃণমূল কংগ্রেস ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে এই ধরনায় যোগ দেন তৃণমূলের নেতা-কর্মী থেকে শুরু করে জব কার্ড হোল্ডাররা ৷ তাঁদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এ দিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "আমরা এখানে আমাদের শক্তি দেখাতে আসিনি ৷ গরিব মানুষ বঞ্চিত, তাঁদের দাবি আদায়ের জন্যই আমরা এখানে এসেছি ৷"

অভিষেক এ দিন জানান, 50 লক্ষ মানুষের চিঠি নিয়ে তাঁরা দিল্লিতে গিয়েছেন ৷ ধরনা মঞ্চের সামনেই পাঁজা করে রাখা ছিল সেই চিঠি ৷ চিঠির বান্ডিল কাঁধে নিয়েই তৃণমূলের প্রতিনিধি দল ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্য়োতির সঙ্গে দেখা করতে যাবে বলে জানান তৃণমূল সাংসদ ৷ তিনি উপস্থিত সবার কাছে আবেদন জানান যে, সবাই যেন ধরনা মঞ্চ থেকে আম্বেদকর ভবনের শিবিরে ফিরে যান ৷ জনপ্রতিনিধি ও আটজন জব কার্ড হোল্ডারকে নিয়ে 40 জনের প্রতিনিধি মন্ত্রীর কাছে যাবেন বলে জানান অভিষেক ৷ তিনি বলেন, সেখানে কোনও কিছুর ফয়সলা না-হলে, তাঁরা আম্বেদকর ভবনে ফিরে এসে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন ৷

আরও পড়ুন: বঞ্চনার প্রতিবাদে যন্তরমন্তরে ধরনায় ইন্ডিয়া জোটের প্রচার, মোদি-শাহকে চ্যালেঞ্জ তৃণমূলের

এ দিন অভিষেক কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, "কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং তৃণমূলের প্রতিনিধি দলকে মঙ্গলবার দুপুর 12টায় সময় দিয়েছিলেন । কিন্তু পরে চিঠি দিয়ে জানানো হয় মন্ত্রী সেই সময় থাকবেন না । তিনি বিকেল 5টায় বিমান থেকে নামবেন ৷ আর সন্ধে 6টায় দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে । অথচ খবর পাচ্ছি যে, উনি বিকেল চারটেয় সময় দিয়েছেন শুভেন্দু অধিকারীকে । তা হলে বুঝুন, ভুক্তভোগী মানুষের জন্য মন্ত্রীর কাছে সময় নেই, অথচ শুভেন্দুর জন্য তাঁর কাছে সময় আছে ।"

কেন্দ্র তাঁদের দাবি না-মানলে আগামী দু'মাসের মধ্যে ফের দিল্লিতে তৃণমূল সভা করবে বলে হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক লক্ষ মানুষকে নিয়ে দিল্লিতে আসব ৷ আজ আমাদের আন্দোলন শেষ হয়ে গেল এমনটা নয় ৷ আজ থেকে আন্দোলনের শুরু ৷ কেন্দ্রের থেকে সুদ সমেত টাকা ফেরত নেব ৷"

নয়াদিল্লি, 3 অক্টোবর: জব কার্ড হোল্ডারদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ দিল্লির যন্তরমন্তরের ধরনা মঞ্চ থেকে তিনি ঘোষণা করলেন যে, কেন্দ্র যদি বকেয়া টাকা না-দেয়, তাহলে বাংলার জনপ্রতিনিধিরা প্রয়োজনে নিজেদের এক মাসের বেতন দিয়ে আড়াই হাজার জব কার্ড হোল্ডারের প্রাপ্য টাকা মিটিয়ে দেবেন ৷ তিনি বলেন, এটি কেন্দ্রের আওতাধীন বিষয় হলেও গরিব মানুষের স্বার্থে এ ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে আগামী দু'মাসের মধ্যে ওই টাকার ব্যবস্থা করবেন বাংলার 70 হাজার জনপ্রতিনিধি ৷

100 দিনের কাজ, আবাস যোজনা-সহ সামাজিক প্রকল্পগুলির টাকা কেন্দ্র আটকে রাখায় মঙ্গলবার যন্তরমন্তরে ধরনায় বসে তৃণমূল কংগ্রেস ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে এই ধরনায় যোগ দেন তৃণমূলের নেতা-কর্মী থেকে শুরু করে জব কার্ড হোল্ডাররা ৷ তাঁদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এ দিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "আমরা এখানে আমাদের শক্তি দেখাতে আসিনি ৷ গরিব মানুষ বঞ্চিত, তাঁদের দাবি আদায়ের জন্যই আমরা এখানে এসেছি ৷"

অভিষেক এ দিন জানান, 50 লক্ষ মানুষের চিঠি নিয়ে তাঁরা দিল্লিতে গিয়েছেন ৷ ধরনা মঞ্চের সামনেই পাঁজা করে রাখা ছিল সেই চিঠি ৷ চিঠির বান্ডিল কাঁধে নিয়েই তৃণমূলের প্রতিনিধি দল ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্য়োতির সঙ্গে দেখা করতে যাবে বলে জানান তৃণমূল সাংসদ ৷ তিনি উপস্থিত সবার কাছে আবেদন জানান যে, সবাই যেন ধরনা মঞ্চ থেকে আম্বেদকর ভবনের শিবিরে ফিরে যান ৷ জনপ্রতিনিধি ও আটজন জব কার্ড হোল্ডারকে নিয়ে 40 জনের প্রতিনিধি মন্ত্রীর কাছে যাবেন বলে জানান অভিষেক ৷ তিনি বলেন, সেখানে কোনও কিছুর ফয়সলা না-হলে, তাঁরা আম্বেদকর ভবনে ফিরে এসে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন ৷

আরও পড়ুন: বঞ্চনার প্রতিবাদে যন্তরমন্তরে ধরনায় ইন্ডিয়া জোটের প্রচার, মোদি-শাহকে চ্যালেঞ্জ তৃণমূলের

এ দিন অভিষেক কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, "কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং তৃণমূলের প্রতিনিধি দলকে মঙ্গলবার দুপুর 12টায় সময় দিয়েছিলেন । কিন্তু পরে চিঠি দিয়ে জানানো হয় মন্ত্রী সেই সময় থাকবেন না । তিনি বিকেল 5টায় বিমান থেকে নামবেন ৷ আর সন্ধে 6টায় দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে । অথচ খবর পাচ্ছি যে, উনি বিকেল চারটেয় সময় দিয়েছেন শুভেন্দু অধিকারীকে । তা হলে বুঝুন, ভুক্তভোগী মানুষের জন্য মন্ত্রীর কাছে সময় নেই, অথচ শুভেন্দুর জন্য তাঁর কাছে সময় আছে ।"

কেন্দ্র তাঁদের দাবি না-মানলে আগামী দু'মাসের মধ্যে ফের দিল্লিতে তৃণমূল সভা করবে বলে হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক লক্ষ মানুষকে নিয়ে দিল্লিতে আসব ৷ আজ আমাদের আন্দোলন শেষ হয়ে গেল এমনটা নয় ৷ আজ থেকে আন্দোলনের শুরু ৷ কেন্দ্রের থেকে সুদ সমেত টাকা ফেরত নেব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.