ETV Bharat / bharat

Abhishek on Saugata Comment : আগরতলা থেকে সৌগত বিতর্কে প্রতিক্রিয়া দিলেন অভিষেক - TMC MP Saugata Roy

শনিবার বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ সেই বিতর্ক চলছে গত কয়েকদিন ধরে (TMC MP Saugata Roy Controversial Remarks) ৷ সোমবার ত্রিপুরার আগরতলা থেকে এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (TMC MP Abhishek Banerjee) ৷

Abhishek Banerjee Reaction on Saugata Roy Controversial Comment
Abhishek on Saugata Comment : আগরতলা থেকে সৌগত বিতর্কে প্রতিক্রিয়া দিলেন অভিষেক
author img

By

Published : Jun 20, 2022, 4:42 PM IST

আগরতলা, 20 জুন : সৌগত রায় বিতর্কে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (TMC MP Abhishek Banerjee) ৷ এই ইস্যুতে তাঁর মন্তব্য, ‘‘এটাই প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেসে গণতন্ত্র রয়েছে ৷’’

সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক ৷ সাংবাদিক বৈঠকের শেষের দিকে তাঁর উদ্দেশ্যে এই প্রশ্ন ধেয়ে আসে ৷ প্রথমে অবশ্য কলকাতার বিষয়ে আগরতলা থেকে প্রতিক্রিয়া দেবেন না বলে তিনি জানিয়েছিলেন ৷

কিন্তু পরে সৌগত রায়কে (TMC MP Saugata Roy) নিয়ে করা প্রশ্ন শোনেন ৷ তার পর স্বভাবসিদ্ধভাবে একেবারে ঠান্ডা মাথায় উত্তর দেন তিনি (Abhishek Banerjee Reaction on Saugata Roy Controversial Comment) ৷ বলেন, ‘‘এটাই প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেসে গণতন্ত্র রয়েছে ৷ আমার দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, সৌগত রায়ের আলাদা হতে পারে, কুণাল ঘোষের আলাদা হতে পারে ৷’’

আরও পড়ুন : Saugata Roy: সৌগতর মন্তব্য়ে অস্বস্তিতে তৃণমূল, নতুন অস্ত্র হাতে পেলেন বিরোধীরা !

পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করেছেন, ‘‘তিনি (সৌগত রায়) যেটা বলেছেন, তাঁর ব্যক্তিগত মত বলতে পারেন ৷ কে কে-র যে ঘটনা ঘটেছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ এই নিয়ে তো মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ৷ একটা দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে রাজনীতি না করাই উচিত ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত শনিবার বরানগরের একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে সৌগত রায় মন্তব্য করেন ৷ তিনি বলেন, ‘‘গান গাইতে এসে কেকে-র মৃত্যু হল ৷ আমি শুধু ভাবছি এত টাকা কোথা থেকে এল ! 30 লাখ নাকি 50 লাখ, কত যেন লেগেছে শুনলাম ! টাকা তো হাওয়া থেকে আসে না । কলেজের ফেস্টের জন্য এত টাকা দিল কে ? এত টাকা খরচ করে মুম্বইয়ের শিল্পী আনার কি খুব দরকার ছিল ? এত টাকা দিয়ে অনুষ্ঠান করতে হলে তো কারও না কারও কাছে 'সারেন্ডার' করতে হয় ! হয় প্রোমোটার, না হয় এলাকার মাস্তান ৷ আর জীবনের প্রথমেই যদি 'সারেন্ডার' কর, তাহলে বাকি জীবন কী করবে ?’’

ফলে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ বিরোধীরা সমালোচনার ঝড় তুলেছেন ৷ বিরোধীদের বক্তব্য, মুখ ফস্কে সত্যি বলে ফেলেছেন সৌগত রায় ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : জাতীয়স্তরে বড় দায়িত্ব পেয়ে আরও আক্রমণাত্মক অভিষেক

আগরতলা, 20 জুন : সৌগত রায় বিতর্কে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (TMC MP Abhishek Banerjee) ৷ এই ইস্যুতে তাঁর মন্তব্য, ‘‘এটাই প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেসে গণতন্ত্র রয়েছে ৷’’

সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক ৷ সাংবাদিক বৈঠকের শেষের দিকে তাঁর উদ্দেশ্যে এই প্রশ্ন ধেয়ে আসে ৷ প্রথমে অবশ্য কলকাতার বিষয়ে আগরতলা থেকে প্রতিক্রিয়া দেবেন না বলে তিনি জানিয়েছিলেন ৷

কিন্তু পরে সৌগত রায়কে (TMC MP Saugata Roy) নিয়ে করা প্রশ্ন শোনেন ৷ তার পর স্বভাবসিদ্ধভাবে একেবারে ঠান্ডা মাথায় উত্তর দেন তিনি (Abhishek Banerjee Reaction on Saugata Roy Controversial Comment) ৷ বলেন, ‘‘এটাই প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেসে গণতন্ত্র রয়েছে ৷ আমার দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, সৌগত রায়ের আলাদা হতে পারে, কুণাল ঘোষের আলাদা হতে পারে ৷’’

আরও পড়ুন : Saugata Roy: সৌগতর মন্তব্য়ে অস্বস্তিতে তৃণমূল, নতুন অস্ত্র হাতে পেলেন বিরোধীরা !

পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করেছেন, ‘‘তিনি (সৌগত রায়) যেটা বলেছেন, তাঁর ব্যক্তিগত মত বলতে পারেন ৷ কে কে-র যে ঘটনা ঘটেছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ এই নিয়ে তো মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ৷ একটা দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে রাজনীতি না করাই উচিত ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত শনিবার বরানগরের একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে সৌগত রায় মন্তব্য করেন ৷ তিনি বলেন, ‘‘গান গাইতে এসে কেকে-র মৃত্যু হল ৷ আমি শুধু ভাবছি এত টাকা কোথা থেকে এল ! 30 লাখ নাকি 50 লাখ, কত যেন লেগেছে শুনলাম ! টাকা তো হাওয়া থেকে আসে না । কলেজের ফেস্টের জন্য এত টাকা দিল কে ? এত টাকা খরচ করে মুম্বইয়ের শিল্পী আনার কি খুব দরকার ছিল ? এত টাকা দিয়ে অনুষ্ঠান করতে হলে তো কারও না কারও কাছে 'সারেন্ডার' করতে হয় ! হয় প্রোমোটার, না হয় এলাকার মাস্তান ৷ আর জীবনের প্রথমেই যদি 'সারেন্ডার' কর, তাহলে বাকি জীবন কী করবে ?’’

ফলে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ বিরোধীরা সমালোচনার ঝড় তুলেছেন ৷ বিরোধীদের বক্তব্য, মুখ ফস্কে সত্যি বলে ফেলেছেন সৌগত রায় ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : জাতীয়স্তরে বড় দায়িত্ব পেয়ে আরও আক্রমণাত্মক অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.