ETV Bharat / bharat

অসম-মিজোরাম সংঘর্ষে কেন্দ্রের 'ব্যর্থতা' নিয়ে সরব অভিষেক-রাহুল - বিজেপি

অসম-মিজোরাম অচলাবস্থা নিয়ে কেন্দ্র তথা বিজেপির সমালোচনায় সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে ভারতের গণতন্ত্রকে মৃত্যু মুখে ফেলে দেওয়ার অভিযোগ করেছেন তিনি ৷ অন্যদিকে, এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে একহাত নিয়েছেন রাহুল গান্ধি ৷

abhishek-banerjee-and-rahul-gandhi-criticised-bjp-and-center-on-assam-mizoram-border-clash
অসম-মিজোরাম অচলাবস্থা নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব অভিষেক-রাহুল
author img

By

Published : Jul 27, 2021, 12:47 PM IST

Updated : Jul 27, 2021, 4:03 PM IST

কলকাতা ও দিল্লি, 27 জুলাই : অসম-মিজোরাম সীমানায় অচলাবস্থা নিয়ে এবার কেন্দ্র তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিশ শাহ এবং বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ আজ সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টুইট করে অসম-মিজোরাম সীমানায় হওয়া সংঘর্ষে নিহত পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান ৷ পাশাপাশি বিজেপির শাসনে ভারতের গণতন্ত্রের উপর হওয়া আঘাতের সমালোচনা করেন তিনি ৷ অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’কে একহাত নেন রাহুল ৷ তিনি অভিযোগ করেন, মানুষের মধ্যে ঘৃণা এবং অবিশ্বাসকে রুখতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন ৷

প্রসঙ্গত, গতকাল এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে অসম সরকারের তরফে অভিযোগ করা হয়, দুই রাজ্যের মধ্যে থাকা চুক্তি লঙ্ঘন করেছে মিজোরাম সরকার ৷ অভিযোগ দুই রাজ্যের সীমানার স্থিতাবস্থা ভেঙে অসমের রেঙ্গতি বস্তি অঞ্চলে রাস্তা তৈরি করছিল মিজোরাম ৷ এমনকি সেখানে অবস্থিত সিআরপিএফ ক্যাম্পের পাশে মিজোরাম পুলিশের ক্যাম্প তৈরির অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে গতকাল অসমের আইজিপি, ডিআইজি সহ প্রশাসনিক আধিকারিকরা সেখানে পরিস্থিতি খতিয়ে দেখতে যান ৷ তাঁরা মিজো সরকারকে স্থিতাবস্থা বজায় রাখার অনুরোধ জানায় ৷ কিন্তু, সেখানে স্থানীয় লোকজন মাথায় হেলমেট পরে অস্ত্র নিয়ে তাঁদের ঘিরে ধরে বলে অভিযোগ ৷ অভিযোগ, সেই সময় মিজোরাম পুলিশের তরফে অসমের প্রতিনিধি দলকে লক্ষ করে টিয়ার গ্যাসের সেল ফাটানো হয় ৷ এমনকি প্রতিনিধি দলকে লক্ষ করে গুলি করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ যে ঘটনায় এখনও পর্যন্ত অসম পুলিশ এবং সিআরপিএফ এর অন্তত 5 জনের মৃত্যু হয়েছে ৷ ঘটনায় এক এসপি সহ প্রায় 65 জন আহত হয়েছেন ৷

এই গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই অসম এবং মিজোরামের এনডিএ সরকার তথা কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের সমালোচনায় একটি টুইট করে তিনি লেখেন, ‘‘অসম-মিজোরাম সীমানায় হিংসাত্মক ঘটনায় আমি বিস্মিত এবং স্তম্ভিত ৷ শহিদদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই ৷ বিজেপির শাসনে এই ধরনের ঘটনা আমাদের দেশের গণতন্ত্র মৃত্যুর মুখে ফেলে দিয়েছে ৷’’

  • Shocked & Stunned to hear about the ruthless violence that has transpired at the #AssamMizoramBorder. My condolences to the bereaved families.

    Such unremitting incidents under @BJP4India's watch have invited the death of democracy in our nation.

    INDIA DESERVES BETTER!

    — Abhishek Banerjee (@abhishekaitc) July 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি তথা শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এই ঘটনা নিয়ে অসম ও মিজোরাম সরকারকে একহাত নিয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র উদ্যোগে যে নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স গঠন করা হয়েছিল এবং যার নেতৃত্বে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ তিনি অভিযোগ করেছেন, এই ফ্রন্টটি কেবলই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে নিজেদের ক্ষমতা স্থাপনের জন্য গড়ে তোলা হয়েছিল ৷ এখানকার মানুষ এবং ভৌগোলিক সমস্যা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই কেন্দ্রের ৷

অসম-মিজোরাম ইস্যুতে মোদি-শাহ’র বিরুদ্ধে রাজনীতির অভিযোগ সুস্মিতা দেবের

আরও পড়ুন : সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে মিজোরামকে আর্জি অসম সরকারের

শুধু অভিষেক নন ৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধিও বিজেপি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একহাত নিয়েছেন ৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘‘নিহতদের পরিবারকে আমার হৃদয়ের অন্তর থেকে সমবেদনা জানাই ৷ আমার আশা আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রী ফের একবার মানুষের জীবনে ঘৃণা এবং অবিশ্বাসকে রুখতে ব্যর্থ হলেন ৷ ভারত এখন তার দুঃসাহসিক সিদ্ধান্তের মূল্য দিচ্ছে ৷’’

  • Heartfelt condolences to the families of those who’ve been killed. I hope the injured recover soon.

    HM has failed the country yet again by sowing hatred and distrust into the lives of people. India is now reaping its dreadful consequences. #AssamMizoramBorder pic.twitter.com/HJ3n2LHrG8

    — Rahul Gandhi (@RahulGandhi) July 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, অসম-মিজোরাম সীমানার পরিস্থিতি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন ৷ যার পরে অমিত শাহ দুই রাজ্যের মুখ্য়মন্ত্রীর সঙ্গেই কথা বলেছেন ৷ যেখানে দুই মুখ্যমন্ত্রীকে নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার স্থায়ী সমাধান বের করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷

কলকাতা ও দিল্লি, 27 জুলাই : অসম-মিজোরাম সীমানায় অচলাবস্থা নিয়ে এবার কেন্দ্র তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিশ শাহ এবং বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ আজ সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টুইট করে অসম-মিজোরাম সীমানায় হওয়া সংঘর্ষে নিহত পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান ৷ পাশাপাশি বিজেপির শাসনে ভারতের গণতন্ত্রের উপর হওয়া আঘাতের সমালোচনা করেন তিনি ৷ অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’কে একহাত নেন রাহুল ৷ তিনি অভিযোগ করেন, মানুষের মধ্যে ঘৃণা এবং অবিশ্বাসকে রুখতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন ৷

প্রসঙ্গত, গতকাল এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে অসম সরকারের তরফে অভিযোগ করা হয়, দুই রাজ্যের মধ্যে থাকা চুক্তি লঙ্ঘন করেছে মিজোরাম সরকার ৷ অভিযোগ দুই রাজ্যের সীমানার স্থিতাবস্থা ভেঙে অসমের রেঙ্গতি বস্তি অঞ্চলে রাস্তা তৈরি করছিল মিজোরাম ৷ এমনকি সেখানে অবস্থিত সিআরপিএফ ক্যাম্পের পাশে মিজোরাম পুলিশের ক্যাম্প তৈরির অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে গতকাল অসমের আইজিপি, ডিআইজি সহ প্রশাসনিক আধিকারিকরা সেখানে পরিস্থিতি খতিয়ে দেখতে যান ৷ তাঁরা মিজো সরকারকে স্থিতাবস্থা বজায় রাখার অনুরোধ জানায় ৷ কিন্তু, সেখানে স্থানীয় লোকজন মাথায় হেলমেট পরে অস্ত্র নিয়ে তাঁদের ঘিরে ধরে বলে অভিযোগ ৷ অভিযোগ, সেই সময় মিজোরাম পুলিশের তরফে অসমের প্রতিনিধি দলকে লক্ষ করে টিয়ার গ্যাসের সেল ফাটানো হয় ৷ এমনকি প্রতিনিধি দলকে লক্ষ করে গুলি করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ যে ঘটনায় এখনও পর্যন্ত অসম পুলিশ এবং সিআরপিএফ এর অন্তত 5 জনের মৃত্যু হয়েছে ৷ ঘটনায় এক এসপি সহ প্রায় 65 জন আহত হয়েছেন ৷

এই গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই অসম এবং মিজোরামের এনডিএ সরকার তথা কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের সমালোচনায় একটি টুইট করে তিনি লেখেন, ‘‘অসম-মিজোরাম সীমানায় হিংসাত্মক ঘটনায় আমি বিস্মিত এবং স্তম্ভিত ৷ শহিদদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই ৷ বিজেপির শাসনে এই ধরনের ঘটনা আমাদের দেশের গণতন্ত্র মৃত্যুর মুখে ফেলে দিয়েছে ৷’’

  • Shocked & Stunned to hear about the ruthless violence that has transpired at the #AssamMizoramBorder. My condolences to the bereaved families.

    Such unremitting incidents under @BJP4India's watch have invited the death of democracy in our nation.

    INDIA DESERVES BETTER!

    — Abhishek Banerjee (@abhishekaitc) July 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি তথা শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এই ঘটনা নিয়ে অসম ও মিজোরাম সরকারকে একহাত নিয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র উদ্যোগে যে নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স গঠন করা হয়েছিল এবং যার নেতৃত্বে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ তিনি অভিযোগ করেছেন, এই ফ্রন্টটি কেবলই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে নিজেদের ক্ষমতা স্থাপনের জন্য গড়ে তোলা হয়েছিল ৷ এখানকার মানুষ এবং ভৌগোলিক সমস্যা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই কেন্দ্রের ৷

অসম-মিজোরাম ইস্যুতে মোদি-শাহ’র বিরুদ্ধে রাজনীতির অভিযোগ সুস্মিতা দেবের

আরও পড়ুন : সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে মিজোরামকে আর্জি অসম সরকারের

শুধু অভিষেক নন ৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধিও বিজেপি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একহাত নিয়েছেন ৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘‘নিহতদের পরিবারকে আমার হৃদয়ের অন্তর থেকে সমবেদনা জানাই ৷ আমার আশা আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রী ফের একবার মানুষের জীবনে ঘৃণা এবং অবিশ্বাসকে রুখতে ব্যর্থ হলেন ৷ ভারত এখন তার দুঃসাহসিক সিদ্ধান্তের মূল্য দিচ্ছে ৷’’

  • Heartfelt condolences to the families of those who’ve been killed. I hope the injured recover soon.

    HM has failed the country yet again by sowing hatred and distrust into the lives of people. India is now reaping its dreadful consequences. #AssamMizoramBorder pic.twitter.com/HJ3n2LHrG8

    — Rahul Gandhi (@RahulGandhi) July 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, অসম-মিজোরাম সীমানার পরিস্থিতি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন ৷ যার পরে অমিত শাহ দুই রাজ্যের মুখ্য়মন্ত্রীর সঙ্গেই কথা বলেছেন ৷ যেখানে দুই মুখ্যমন্ত্রীকে নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার স্থায়ী সমাধান বের করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷

Last Updated : Jul 27, 2021, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.