ETV Bharat / bharat

Abhishek Bachchan: পাঁচ দশক পর অমিতাভের জেতা আসনে প্রার্থী অভিষেক ! - যোশীর ছেলে ময়াঙ্ক জোশীও

1984 সালে অমিতাভ বচ্চন এই প্রয়াগরাজ তৎকালীন এলাহাবাদ আসন থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ এবং তৎকালীন লোকদল নেতা হেমবতী নন্দন বহুগুনাকে এক লক্ষ 9000 ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন।

Etv Bharat
প্রয়াগরাজ থেকে লড়বেন অভিষেক বচ্চন
author img

By

Published : Jul 15, 2023, 10:21 PM IST

লখনউ, 15 জুলাই: রাজনীতির ময়দানে নামছেন অমিতাভ-পুত্র অভিষেক? প্রয়াগরাজে সমাজবাদী পার্টির টিকিটে অভিষেক বচ্চন লোকসভা নির্বাচনে লড়বেন বলে মনে করা হচ্ছে। অমিতাভ-পুত্রের পাশাপাশি, বিজেপির বর্তমান সাংসদ রীতা বহুগুনা যোশীর ছেলে ময়াঙ্ক যোশীও যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। সুতরাং আগামী লোকসভা ভোটে আদৌ রীতা বহুগুনা যোশীকে বিজেপি টিকিট দেবে কি না, তাও বড় প্রশ্ন ৷ সেক্ষেত্রে অভিষেক যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তাঁর বিপক্ষে বিজেপি এই কেন্দ্র থেকে কাকে ভোটের ময়দানে নামায়, তাও এখন লাখ টাকার প্রশ্ন ৷

1984 সালে অমিতাভ বচ্চন এই প্রয়াগরাজ তৎকালীন এলাহাবাদ আসন থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ তৎকালীন লোকদল নেতা হেমবতী নন্দন বহুগুনাকে 1 লক্ষ 9 হাজার ভোটে পরাজিত করেছিলেন। অভিষেক বচ্চনের মা জয়া বচ্চন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ। এমন পরিস্থিতিতে সমাজবাদী পার্টির দাবি, অভিষেক বচ্চন সম্ভবত প্রয়াগরাজ থেকে লোকসভা নির্বাচনে লড়তে পারেন।

অন্যদিকে, ভারতীয় জনতা পার্টির বর্তমান সাংসদ রীতা বহুগুনা যোশীর ছেলে ময়াঙ্ক যোশীও যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। এমন পরিস্থিতিতে রিতা বহুগুনা যোশী প্রয়াগরাজ থেকে বিজেপির টিকিটে আদৌ লড়বেন, এমন সম্ভাবনা কম বলেই মনে করছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে প্রয়াগরাজের রাজনৈতিক সমীকরণ কেমন হবে, সেটাই এখন দেখার বিষয়। কয়েক বছর ধরে প্রয়াগরাজ আসনটি রাজনীতির কেন্দ্রবিন্দু। গত লোকসভা নির্বাচনে বিজেপির রীতা বহুগুনা যোশী এখান থেকে নিরঙ্কুশ জয় পেয়েছিলেন ৷ কিন্তু রীতার জয়ের পর বিধানসভা নির্বাচনের সুযোগ এলে তাঁর ছেলে ময়াঙ্ক জোশী সমাজবাদী পার্টিতে যোগ দেন।

এমতাবস্থায় রীতা বহুগুনা যোশী এখন প্রয়াগরাজ থেকে বিজেপির টিকিট পাবেন, এটাই বড় প্রশ্ন। সমাজবাদী পার্টি থেকে চমকপ্রদ খবর আসছে যেখানে অভিষেক বচ্চনকে প্রার্থী হিসাবে দেখা হচ্ছে। অভিষেক বচ্চনের বাবা অমিতাভ বচ্চন 1984 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির নির্দেশে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই আসনে তিনি মানুষের ব্যাপক সমর্থনও পেয়েছিলেন।

আরও পড়ুন: 'মোদি-পদবি অবমাননা' মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাহুল গান্ধি

রীতা বহুগুনা যোশীর বাবা হেমবতী নন্দন বহুগুনা এক লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। জানা গিয়েছে, সেই সময় প্রয়াগরাজের প্রায় এক লক্ষ মানুষ অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করেছিলেন। সুপারস্টার অভিনেতার সেই প্রচণ্ড উন্মাদনাকে সফলভাবে ব্যাবহার করেছিল কংগ্রেস ৷ অমিতাভ বচ্চনের প্রথম জীবন এবং ছাত্রাবস্থাও প্রয়াগরাজই কেটেছিল ৷ তিনি নিজেকে গঙ্গার পাড়ের মানুষ বলে থাকেন। এমন পরিস্থিতিতে প্রয়াগরাজে অমিতাভের উন্মাদনাকেই ফের পুঁজি করতে চাইছে সমাজবাদী পার্টি বলে মনে করা হচ্ছে।

লখনউ, 15 জুলাই: রাজনীতির ময়দানে নামছেন অমিতাভ-পুত্র অভিষেক? প্রয়াগরাজে সমাজবাদী পার্টির টিকিটে অভিষেক বচ্চন লোকসভা নির্বাচনে লড়বেন বলে মনে করা হচ্ছে। অমিতাভ-পুত্রের পাশাপাশি, বিজেপির বর্তমান সাংসদ রীতা বহুগুনা যোশীর ছেলে ময়াঙ্ক যোশীও যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। সুতরাং আগামী লোকসভা ভোটে আদৌ রীতা বহুগুনা যোশীকে বিজেপি টিকিট দেবে কি না, তাও বড় প্রশ্ন ৷ সেক্ষেত্রে অভিষেক যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তাঁর বিপক্ষে বিজেপি এই কেন্দ্র থেকে কাকে ভোটের ময়দানে নামায়, তাও এখন লাখ টাকার প্রশ্ন ৷

1984 সালে অমিতাভ বচ্চন এই প্রয়াগরাজ তৎকালীন এলাহাবাদ আসন থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ তৎকালীন লোকদল নেতা হেমবতী নন্দন বহুগুনাকে 1 লক্ষ 9 হাজার ভোটে পরাজিত করেছিলেন। অভিষেক বচ্চনের মা জয়া বচ্চন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ। এমন পরিস্থিতিতে সমাজবাদী পার্টির দাবি, অভিষেক বচ্চন সম্ভবত প্রয়াগরাজ থেকে লোকসভা নির্বাচনে লড়তে পারেন।

অন্যদিকে, ভারতীয় জনতা পার্টির বর্তমান সাংসদ রীতা বহুগুনা যোশীর ছেলে ময়াঙ্ক যোশীও যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। এমন পরিস্থিতিতে রিতা বহুগুনা যোশী প্রয়াগরাজ থেকে বিজেপির টিকিটে আদৌ লড়বেন, এমন সম্ভাবনা কম বলেই মনে করছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে প্রয়াগরাজের রাজনৈতিক সমীকরণ কেমন হবে, সেটাই এখন দেখার বিষয়। কয়েক বছর ধরে প্রয়াগরাজ আসনটি রাজনীতির কেন্দ্রবিন্দু। গত লোকসভা নির্বাচনে বিজেপির রীতা বহুগুনা যোশী এখান থেকে নিরঙ্কুশ জয় পেয়েছিলেন ৷ কিন্তু রীতার জয়ের পর বিধানসভা নির্বাচনের সুযোগ এলে তাঁর ছেলে ময়াঙ্ক জোশী সমাজবাদী পার্টিতে যোগ দেন।

এমতাবস্থায় রীতা বহুগুনা যোশী এখন প্রয়াগরাজ থেকে বিজেপির টিকিট পাবেন, এটাই বড় প্রশ্ন। সমাজবাদী পার্টি থেকে চমকপ্রদ খবর আসছে যেখানে অভিষেক বচ্চনকে প্রার্থী হিসাবে দেখা হচ্ছে। অভিষেক বচ্চনের বাবা অমিতাভ বচ্চন 1984 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির নির্দেশে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই আসনে তিনি মানুষের ব্যাপক সমর্থনও পেয়েছিলেন।

আরও পড়ুন: 'মোদি-পদবি অবমাননা' মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাহুল গান্ধি

রীতা বহুগুনা যোশীর বাবা হেমবতী নন্দন বহুগুনা এক লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। জানা গিয়েছে, সেই সময় প্রয়াগরাজের প্রায় এক লক্ষ মানুষ অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করেছিলেন। সুপারস্টার অভিনেতার সেই প্রচণ্ড উন্মাদনাকে সফলভাবে ব্যাবহার করেছিল কংগ্রেস ৷ অমিতাভ বচ্চনের প্রথম জীবন এবং ছাত্রাবস্থাও প্রয়াগরাজই কেটেছিল ৷ তিনি নিজেকে গঙ্গার পাড়ের মানুষ বলে থাকেন। এমন পরিস্থিতিতে প্রয়াগরাজে অমিতাভের উন্মাদনাকেই ফের পুঁজি করতে চাইছে সমাজবাদী পার্টি বলে মনে করা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.