ETV Bharat / bharat

Violence in Manipur: মণিপুরে হিংসা চলছেই, মহিলাদের নেতৃত্বে হামলাকারীরা জ্বালিয়ে দিল 10 বাড়ি ও স্কুল

Houses and School torched in Manipur: মণিপুরের বিষ্ণুপুর জেলায় ফের হিংসার ঘটনা ঘটেছে ৷ চুরাচাঁদপুরের তোরবুং বাজার এলাকায় মহিলাদের নেতৃত্বে সশস্ত্র হামলাকারীরা অন্তত 10টি খালি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে । জ্বালিয়ে দেওয়া হয়েছে একটি স্কুলও ৷

Violence in Manipur
Violence in Manipur
author img

By

Published : Jul 24, 2023, 1:54 PM IST

Updated : Jul 24, 2023, 5:52 PM IST

ইম্ফল, 24 জুলাই: মণিপুরে হিংসা এখনও অব্যাহত ৷ এ বার বিষ্ণুপুর জেলার সীমান্তবর্তী চুরাচাঁদপুর জেলার তোরবুং বাজার এলাকায় মহিলাদের নেতৃত্বে একদল সশস্ত্র হামলাকারী অন্তত 10টি খালি বাড়ি ও একটি স্কুল পুড়িয়ে দিয়েছে বলে জানা গিয়েছে । সোমবার পুলিশ এই তথ্য জানিয়েছে ।

মহিলাদের নেতৃত্বে হামলা: মণিপুর পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় হামলার সময় কয়েকশো মহিলার নেতৃত্বে একদল জনতা মানবঢাল হিসাবে কাজ করেন ৷ এলাকায় কয়েক রাউন্ড গুলি চলে । নাম প্রকাশ না করার শর্তে একজন স্থানীয় ব্যক্তি পিটিআইকে জানিয়েছেন যে, নারীদের নেতৃত্বাধীন জনতা তোরবুং বাজারে চিলড্রেনস ট্রেজার হাইস্কুলে আগুন ধরিয়ে দিয়েছে ।

জনতা বিএসএফ-এর গাড়ি ছিনিয়ে নিয়েছে: নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় ব্যক্তি পিটিআই-কে বলেছেন যে, "হামলাকারীদের আসতে দেখে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি ৷ প্রতিশোধ নিতেও ইতস্তত বোধ করি, কারণ ভিড়ের নেতৃত্বে ছিলেন শত শত মহিলা ।" তিনি আরও বলেন যে, "ক্ষুব্ধ জনতা বিএসএফ-এর একটি গাড়ি ছিনিয়ে নিয়ে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেয় ৷" একজন স্থানীয় ব্যক্তি পিটিআইকে জানিয়েছেন যে, পরে জনতা বিএসএফ-এর একটি গাড়ি ছিনতাই করার চেষ্টা করে, কিন্তু বাহিনী ও এলাকায় নিয়োজিত স্থানীয় স্বেচ্ছাসেবকরা রুখে দাঁড়ালে তাঁদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয় ।

আরও পড়ুন: মণিপুর ইস্যুতে আলোচনার দাবিতে বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ

যে কারণে হিংসার কবলে মণিপুর: মণিপুরে হিংসা চলছে গত 3 মে থেকে । এখনও পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে । 50 হাজারেরও বেশি মানুষ ক্যাম্পে থাকতে বাধ্য হচ্ছেন । কুকি সম্প্রদায় মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতি মর্যাদা দেওয়ার বিরোধিতা করছে । মণিপুর হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে । কিন্তু নাগা এবং কুকিরা চায় না যে, মেইতেইদের এসটি মর্যাদা দেওয়া হোক । কুকি সম্প্রদায় গত 3 মে সমাবেশ করে এর প্রতিবাদ জানায় । তাদের সমাবেশে হামলা হয় এবং তার পর থেকে শুরু হওয়া হিংসা আজও চলছে ।

ইম্ফল, 24 জুলাই: মণিপুরে হিংসা এখনও অব্যাহত ৷ এ বার বিষ্ণুপুর জেলার সীমান্তবর্তী চুরাচাঁদপুর জেলার তোরবুং বাজার এলাকায় মহিলাদের নেতৃত্বে একদল সশস্ত্র হামলাকারী অন্তত 10টি খালি বাড়ি ও একটি স্কুল পুড়িয়ে দিয়েছে বলে জানা গিয়েছে । সোমবার পুলিশ এই তথ্য জানিয়েছে ।

মহিলাদের নেতৃত্বে হামলা: মণিপুর পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় হামলার সময় কয়েকশো মহিলার নেতৃত্বে একদল জনতা মানবঢাল হিসাবে কাজ করেন ৷ এলাকায় কয়েক রাউন্ড গুলি চলে । নাম প্রকাশ না করার শর্তে একজন স্থানীয় ব্যক্তি পিটিআইকে জানিয়েছেন যে, নারীদের নেতৃত্বাধীন জনতা তোরবুং বাজারে চিলড্রেনস ট্রেজার হাইস্কুলে আগুন ধরিয়ে দিয়েছে ।

জনতা বিএসএফ-এর গাড়ি ছিনিয়ে নিয়েছে: নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় ব্যক্তি পিটিআই-কে বলেছেন যে, "হামলাকারীদের আসতে দেখে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি ৷ প্রতিশোধ নিতেও ইতস্তত বোধ করি, কারণ ভিড়ের নেতৃত্বে ছিলেন শত শত মহিলা ।" তিনি আরও বলেন যে, "ক্ষুব্ধ জনতা বিএসএফ-এর একটি গাড়ি ছিনিয়ে নিয়ে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেয় ৷" একজন স্থানীয় ব্যক্তি পিটিআইকে জানিয়েছেন যে, পরে জনতা বিএসএফ-এর একটি গাড়ি ছিনতাই করার চেষ্টা করে, কিন্তু বাহিনী ও এলাকায় নিয়োজিত স্থানীয় স্বেচ্ছাসেবকরা রুখে দাঁড়ালে তাঁদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয় ।

আরও পড়ুন: মণিপুর ইস্যুতে আলোচনার দাবিতে বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ

যে কারণে হিংসার কবলে মণিপুর: মণিপুরে হিংসা চলছে গত 3 মে থেকে । এখনও পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে । 50 হাজারেরও বেশি মানুষ ক্যাম্পে থাকতে বাধ্য হচ্ছেন । কুকি সম্প্রদায় মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতি মর্যাদা দেওয়ার বিরোধিতা করছে । মণিপুর হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে । কিন্তু নাগা এবং কুকিরা চায় না যে, মেইতেইদের এসটি মর্যাদা দেওয়া হোক । কুকি সম্প্রদায় গত 3 মে সমাবেশ করে এর প্রতিবাদ জানায় । তাদের সমাবেশে হামলা হয় এবং তার পর থেকে শুরু হওয়া হিংসা আজও চলছে ।

Last Updated : Jul 24, 2023, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.