ETV Bharat / bharat

দিল্লির পৌর উপনির্বাচনে পাঁচে চার আপের - অরবিন্দ কেজরিওয়াল

সুরাত পুরসভায় 27টি আসনে জয়ের পর আবারও সফল আম আদমি পার্টি ৷ দিল্লি পৌর এলাকার উপনির্বাচনে পাঁচটির মধ্যে চারটিতেই জয়ী হল তারা ৷ বিজেপির হাত থেকে বেরিয়ে গেল একটি আসন ৷ কংগ্রেসের দখলে গেল একটি আসন ৷ এই ফলে উচ্ছ্বসিত আপের দাবি, 2022-সালে দিল্লি পুর নির্বাচনের ফল কী হবে, তার ঝলক মিলেছে এবারের ফলাফলেই ৷

AAP Wins 4 Of 5 Seats In Delhi Civic Bypolls, Says 2022 Message For BJP
নাগরিক দিল্লির উপনির্বাচনে পাঁচে চার আপের
author img

By

Published : Mar 3, 2021, 4:16 PM IST

নয়াদিল্লি, 3 মার্চ: জয়ের ধারা অব্য়াহত রাখল আম আদমি পার্টি ৷ দিল্লির পৌর এলাকার উপনির্বাচনে পাঁচটির মধ্যে চারটি আসনেই জয় পেল অরবিন্দ কেজরিওয়ালর দল ৷ বুধবার সকাল থেকেই শুরু হয় ভোটগণনা ৷ শেষ হয় বেলা এগারোটার একটু আগে ৷ ফলপ্রকাশের পর জয়ের জন্য দলের কর্মীদের ধন্যবাদ জানান দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা প্রবীণ আপ নেতা মণীশ সিসোদিয়া ৷ তিনি বলেন, এই ফলাফলই 2020-র নির্বাচনে বিজেপির প্রতি যা বার্তা দেওয়ার দিয়ে দিয়েছে ৷

দিল্লি পৌর এলাকার সংশ্লিষ্ট পাঁচটি আসনের মধ্যে আপের ঝুলিতে এসেছে কল্যাণপুরী, রোহিনী-সি, ত্রিলোকপুরী এবং শালিমার বাগ ৷ বাকি চৌহান বাঙ্গার আসনটিতে জয়ী হয়েছে কংগ্রেস ৷ এর আগে বিজেপির দখলে একটি আসন থাকলেও এবার কোনও কেন্দ্রেই জয় পায়নি তারা ৷

এদিন ফলপ্রকাশের পর দলের সদর কার্যালয়ে যান অরবিন্দ ৷ দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ‘‘দিল্লি এবং দলের কর্মীদের অভিনন্দন ৷ আমরা যে ভালো কাজ করেছি এবং মানুষের যে আমাদের উপর বিশ্বাস রয়েছে, ভোটের এই ফলই তার প্রমাণ ৷ গত 15 বছরে বিজেপিকে নিয়ে মানুষ হতাশ ৷ ওই দলটাকে তাঁরা শূন্য দিয়েছেন ৷ শহরে যত সমস্য়া, সেগুলো বিজেপি পরিচালিত পৌরপ্রশাসনের জন্যই তৈরি হয়েছে ৷’’

আরও পড়ুন: চা-ব্রেকে প্রিয়াঙ্কা

মণীশের মতো অরবিন্দও মনে করেন, 2022-এর পৌর নির্বাচনে মানুষ কোন পক্ষকে বেছে নেবেন, তার ঝলক মিলে গিয়েছে এই উপনির্বাচনের ফলাফলেই ৷ এই প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘‘আগামী বছর কী হবে, আজকের ফলাফলই সেই ভবিষ্যৎবাণী করে দিয়েছে ৷ আমি শুধু বলব, দয়া করে বিনয়ী থাকুন ৷ দিল্লিকে পরিচ্ছন্ন করার একটা সুযোগের অপেক্ষায় আছি আমরা ৷’’

এদিন জয়ের খবর প্রকাশ্য়ে আসতেই টুইটারে দলীয় কর্মীদের অভিনন্দন জানান মণীশ সিসোদিয়া ৷ তিনি লেখেন, ‘‘পৌরসভার উপনির্বাচনে পাঁচটির মধ্যে চারটি আসনে জয়ের জন্য আম আদমি পার্টির কর্মীদের অভিনন্দন ৷ বিজেপির শাসনে দিল্লির মানুষ তিতিবিরক্ত ৷ আগামী বছরের পৌর নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের সৎ রাজনীতির পক্ষে ভোট দেবেন দিল্লিবাসী ৷’’ টুইট করেন অরবিন্দ কেজরিওয়ালও ৷

গত রবিবারই দিল্লি পৌর এলাকার পাঁচটি আসনে উপনির্বাচন হয় ৷ ভোট দেন 50 শতাংশেরও বেশি মানুষ ৷ সেখানে আপের এই সাফল্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ বিশেষ করে তখন, যখন সপ্তাহখানেক আগেই বিজেপির গড় গুজরাতের পৌর এলাকায় খাতা খুলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল ৷ সুরাত পৌরসভার নির্বাচনে তারা জিতেছে 27টি আসন ৷

সুরাতে জয়ের প্রসঙ্গে দলীয় কর্মীদের কেজরিওয়াল বলেন, ‘‘আমরা যদি 27 হই, তাহলে ওরাও 93 ৷ সংখ্যাটা কোনও বিষয় নয় ৷ আমাদের দলের প্রত্য়েক কর্মীই বিরোধী 10 জনের সমকক্ষ ৷ সুরাতের মানুষ আমাদের বিরোধী আসনে বসার অধিকার দিয়েছেন ৷ ওঁদের (বিরোধী পক্ষকে) অন্যায় কিছু করতে দেবেন না ৷’’

নয়াদিল্লি, 3 মার্চ: জয়ের ধারা অব্য়াহত রাখল আম আদমি পার্টি ৷ দিল্লির পৌর এলাকার উপনির্বাচনে পাঁচটির মধ্যে চারটি আসনেই জয় পেল অরবিন্দ কেজরিওয়ালর দল ৷ বুধবার সকাল থেকেই শুরু হয় ভোটগণনা ৷ শেষ হয় বেলা এগারোটার একটু আগে ৷ ফলপ্রকাশের পর জয়ের জন্য দলের কর্মীদের ধন্যবাদ জানান দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা প্রবীণ আপ নেতা মণীশ সিসোদিয়া ৷ তিনি বলেন, এই ফলাফলই 2020-র নির্বাচনে বিজেপির প্রতি যা বার্তা দেওয়ার দিয়ে দিয়েছে ৷

দিল্লি পৌর এলাকার সংশ্লিষ্ট পাঁচটি আসনের মধ্যে আপের ঝুলিতে এসেছে কল্যাণপুরী, রোহিনী-সি, ত্রিলোকপুরী এবং শালিমার বাগ ৷ বাকি চৌহান বাঙ্গার আসনটিতে জয়ী হয়েছে কংগ্রেস ৷ এর আগে বিজেপির দখলে একটি আসন থাকলেও এবার কোনও কেন্দ্রেই জয় পায়নি তারা ৷

এদিন ফলপ্রকাশের পর দলের সদর কার্যালয়ে যান অরবিন্দ ৷ দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ‘‘দিল্লি এবং দলের কর্মীদের অভিনন্দন ৷ আমরা যে ভালো কাজ করেছি এবং মানুষের যে আমাদের উপর বিশ্বাস রয়েছে, ভোটের এই ফলই তার প্রমাণ ৷ গত 15 বছরে বিজেপিকে নিয়ে মানুষ হতাশ ৷ ওই দলটাকে তাঁরা শূন্য দিয়েছেন ৷ শহরে যত সমস্য়া, সেগুলো বিজেপি পরিচালিত পৌরপ্রশাসনের জন্যই তৈরি হয়েছে ৷’’

আরও পড়ুন: চা-ব্রেকে প্রিয়াঙ্কা

মণীশের মতো অরবিন্দও মনে করেন, 2022-এর পৌর নির্বাচনে মানুষ কোন পক্ষকে বেছে নেবেন, তার ঝলক মিলে গিয়েছে এই উপনির্বাচনের ফলাফলেই ৷ এই প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘‘আগামী বছর কী হবে, আজকের ফলাফলই সেই ভবিষ্যৎবাণী করে দিয়েছে ৷ আমি শুধু বলব, দয়া করে বিনয়ী থাকুন ৷ দিল্লিকে পরিচ্ছন্ন করার একটা সুযোগের অপেক্ষায় আছি আমরা ৷’’

এদিন জয়ের খবর প্রকাশ্য়ে আসতেই টুইটারে দলীয় কর্মীদের অভিনন্দন জানান মণীশ সিসোদিয়া ৷ তিনি লেখেন, ‘‘পৌরসভার উপনির্বাচনে পাঁচটির মধ্যে চারটি আসনে জয়ের জন্য আম আদমি পার্টির কর্মীদের অভিনন্দন ৷ বিজেপির শাসনে দিল্লির মানুষ তিতিবিরক্ত ৷ আগামী বছরের পৌর নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের সৎ রাজনীতির পক্ষে ভোট দেবেন দিল্লিবাসী ৷’’ টুইট করেন অরবিন্দ কেজরিওয়ালও ৷

গত রবিবারই দিল্লি পৌর এলাকার পাঁচটি আসনে উপনির্বাচন হয় ৷ ভোট দেন 50 শতাংশেরও বেশি মানুষ ৷ সেখানে আপের এই সাফল্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ বিশেষ করে তখন, যখন সপ্তাহখানেক আগেই বিজেপির গড় গুজরাতের পৌর এলাকায় খাতা খুলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল ৷ সুরাত পৌরসভার নির্বাচনে তারা জিতেছে 27টি আসন ৷

সুরাতে জয়ের প্রসঙ্গে দলীয় কর্মীদের কেজরিওয়াল বলেন, ‘‘আমরা যদি 27 হই, তাহলে ওরাও 93 ৷ সংখ্যাটা কোনও বিষয় নয় ৷ আমাদের দলের প্রত্য়েক কর্মীই বিরোধী 10 জনের সমকক্ষ ৷ সুরাতের মানুষ আমাদের বিরোধী আসনে বসার অধিকার দিয়েছেন ৷ ওঁদের (বিরোধী পক্ষকে) অন্যায় কিছু করতে দেবেন না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.