ETV Bharat / bharat

Oppositions Meet: কংগ্রেসের বার্তা আসতেই গলল বরফ, সোমে বিরোধী জোটের বৈঠকে থাকছে আপ - দাবি আদায় করেই ছাড়লেন অরবিন্দ কেজরিওয়াল

রবিবার দলের জাতীয় মুখপাত্র তথা সাংসদ রাঘব চাড্ডা জানান, বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে যোগ দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷

Etv Bharat
বিরোধী জোটে থাকছেন কেজরি
author img

By

Published : Jul 16, 2023, 7:41 PM IST

নয়াদিল্লি, 16 জুলাই: কংগ্রেসের থেকে শেষ পর্যন্ত দাবি আদায় করেই ছাড়লেন অরবিন্দ কেজরিওয়াল ৷ আর তাতেই কাটল জোটের জট ৷ দিল্লি নিয়ে কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে সংসদে কংগ্রেস সরব হবে, এআইসিসির তরফে এই বার্তা আসার পরই বিরোধী বৈঠকে যেতে রাজি হলেন আম আদমি পার্টি (আপ)-এর প্রধান কেজরিওয়াল ৷

2024 সালের লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রায় সবকটি অ-বিজেপি রাজনৈতিক দলই যৌথভাবে লড়াইয়ের ময়দানে নামছে ৷ তারই রণকৌশল ঠিক করতে বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির দ্বিতীয় বৈঠক বসছে আগামিকাল অর্থাৎ সোমবার ৷ সেই বৈঠকে আপের যোগ দেওয়া নিয়েই তৈরি হয়েছিল সংশয় ৷ তবে রবিবার দলের জাতীয় মুখপাত্র তথা সাংসদ রাঘব চাড্ডা জানান, সেই বৈঠকে যোগ দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ আদতে কংগ্রেসের তরফে দিল্লির অধ্য়াদেশের বিষয়ে সবুজ সংকেত পাওয়া মাত্রই সিদ্ধান্ত বদলেছেন কেজরিওয়াল ৷

রবিবার সকালেই এআইসিসি সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল স্পষ্ট জানিয়েছেন, দিল্লি প্রশাসন এবং আমলাদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে হেঁটে যে অধ্য়াদেশ আনছে বিজেপি সরকার, তার বিরোধীতা করবে কংগ্রেস ৷ শুধু তাই নয়, এই ইস্যুতে আপকে সমর্থনের ইঙ্গিতও দিয়েছেন তিনি ৷ এরপরই টুইট করে কংগ্রেসের সিদ্ধান্তকে স্বাগত জানান আপ মুখপাত্র রাঘব চাড্ডা ৷ তবে তারপরও বিরোধী বৈঠকে আপের যোগদান নিয়ে সংশয় ছিলই ৷ এদিন দলের প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে আম আদমি পার্টির রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক থেকেই সিদ্ধান্ত হয় আপ এই বৈঠকে অংশ নেবে ৷

বৈঠকের পর রাঘব চাড্ডা জানান, সংসদে কেন্দ্রের নিয়ন্ত্রণ অধ্যাদেশের বিরোধিতা করার জন্য কংগ্রেসের সিদ্ধান্তকে স্বাগত ৷ দিল্লির প্রশাসনিক পরিষেবাগুলির ক্ষেত্রে আপ আগেই জানিয়েছিল, যে কংগ্রেস যদি সংসদে দিল্লি সংক্রান্ত অধ্যাদেশের বিরোধিতা করে আপ'কে সমর্থন করে তবেই তারা বেঙ্গালুরুর বৈঠকে যোগ দেবে। এদিন আপের বৈঠকের পর চাড্ডা ঘোষণা করেন, যে কেজরিওয়ালের নেতৃত্বে আপ সোমবার বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকে এবং নৈশভোজেও অংশ নেবে।

আরও পড়ুন: সংসদে দিল্লি অধ্যাদেশের বিরোধীতা করবে কংগ্রেস, 'খুশি' হলেও জল মাপতে চাইছে আপ

প্রসঙ্গত, গত 23 জুন পটনায় নীতীশ কুমারের নেতৃত্বে বিরোধী জোটের প্রথম বৈঠক হয় ৷ সেখানে আপ-সহ প্রায় সব অবিজেপি দলই যোগ দিয়েছিল ৷ লোকসভা নির্বাচনে তারা যে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তাও সেই বৈঠকে সিদ্ধান্ত হয় ৷ যৌথ রণকৌশল তৈরি করতে দ্বিতীয় বৈঠক বসছে বেঙ্গালুরুতে ৷

নয়াদিল্লি, 16 জুলাই: কংগ্রেসের থেকে শেষ পর্যন্ত দাবি আদায় করেই ছাড়লেন অরবিন্দ কেজরিওয়াল ৷ আর তাতেই কাটল জোটের জট ৷ দিল্লি নিয়ে কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে সংসদে কংগ্রেস সরব হবে, এআইসিসির তরফে এই বার্তা আসার পরই বিরোধী বৈঠকে যেতে রাজি হলেন আম আদমি পার্টি (আপ)-এর প্রধান কেজরিওয়াল ৷

2024 সালের লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রায় সবকটি অ-বিজেপি রাজনৈতিক দলই যৌথভাবে লড়াইয়ের ময়দানে নামছে ৷ তারই রণকৌশল ঠিক করতে বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির দ্বিতীয় বৈঠক বসছে আগামিকাল অর্থাৎ সোমবার ৷ সেই বৈঠকে আপের যোগ দেওয়া নিয়েই তৈরি হয়েছিল সংশয় ৷ তবে রবিবার দলের জাতীয় মুখপাত্র তথা সাংসদ রাঘব চাড্ডা জানান, সেই বৈঠকে যোগ দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ আদতে কংগ্রেসের তরফে দিল্লির অধ্য়াদেশের বিষয়ে সবুজ সংকেত পাওয়া মাত্রই সিদ্ধান্ত বদলেছেন কেজরিওয়াল ৷

রবিবার সকালেই এআইসিসি সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল স্পষ্ট জানিয়েছেন, দিল্লি প্রশাসন এবং আমলাদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে হেঁটে যে অধ্য়াদেশ আনছে বিজেপি সরকার, তার বিরোধীতা করবে কংগ্রেস ৷ শুধু তাই নয়, এই ইস্যুতে আপকে সমর্থনের ইঙ্গিতও দিয়েছেন তিনি ৷ এরপরই টুইট করে কংগ্রেসের সিদ্ধান্তকে স্বাগত জানান আপ মুখপাত্র রাঘব চাড্ডা ৷ তবে তারপরও বিরোধী বৈঠকে আপের যোগদান নিয়ে সংশয় ছিলই ৷ এদিন দলের প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে আম আদমি পার্টির রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক থেকেই সিদ্ধান্ত হয় আপ এই বৈঠকে অংশ নেবে ৷

বৈঠকের পর রাঘব চাড্ডা জানান, সংসদে কেন্দ্রের নিয়ন্ত্রণ অধ্যাদেশের বিরোধিতা করার জন্য কংগ্রেসের সিদ্ধান্তকে স্বাগত ৷ দিল্লির প্রশাসনিক পরিষেবাগুলির ক্ষেত্রে আপ আগেই জানিয়েছিল, যে কংগ্রেস যদি সংসদে দিল্লি সংক্রান্ত অধ্যাদেশের বিরোধিতা করে আপ'কে সমর্থন করে তবেই তারা বেঙ্গালুরুর বৈঠকে যোগ দেবে। এদিন আপের বৈঠকের পর চাড্ডা ঘোষণা করেন, যে কেজরিওয়ালের নেতৃত্বে আপ সোমবার বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকে এবং নৈশভোজেও অংশ নেবে।

আরও পড়ুন: সংসদে দিল্লি অধ্যাদেশের বিরোধীতা করবে কংগ্রেস, 'খুশি' হলেও জল মাপতে চাইছে আপ

প্রসঙ্গত, গত 23 জুন পটনায় নীতীশ কুমারের নেতৃত্বে বিরোধী জোটের প্রথম বৈঠক হয় ৷ সেখানে আপ-সহ প্রায় সব অবিজেপি দলই যোগ দিয়েছিল ৷ লোকসভা নির্বাচনে তারা যে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তাও সেই বৈঠকে সিদ্ধান্ত হয় ৷ যৌথ রণকৌশল তৈরি করতে দ্বিতীয় বৈঠক বসছে বেঙ্গালুরুতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.