নয়াদিল্লি, 19 নভেম্বর: জেলের মধ্যেই ম্যাসাজ (Massage) নিচ্ছেন সত্যেন্দ্র জৈন (Satyendra Jain) ৷ আম আদমি পার্টির (AAP) জেলবন্দি নেতার ভিডিয়ো ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে দেশের রাজনীতিতে ৷ এই ইস্যুতে সরাসরি বিজেপিকে (BJP) নিশানা করলেন আপ নেতা তথা দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ তাঁর দাবি, ওই ভিডিয়ো সত্যেন্দ্র জৈনের ফিজিওথেরাপি নেওয়ার অংশ ৷ গুজরাতের ভোটে (Gujarat Assembly Elections 2022) হেরে যাওয়ার ভয়েই বিজেপি চক্রান্ত করছে ৷
প্রসঙ্গত, শনিবার একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ সেখানে দেখা যাচ্ছে জেলের কক্ষে ম্যাসাজ করাচ্ছেন সত্যেন্দ্র জৈন ৷ এই নিয়ে টুইট করেন বিজেপি নেতা অমিত মালব্য ৷ এই নিয়ে তিনি আপের সমালোচনাও করেন ৷
পরে এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন মণীশ সিসোদিয়া ৷ তাঁর দাবি, জেলে পড়ে গিয়েছিলেন সত্যেন্দ্র৷ তার পর তিনি মেরুদণ্ডে আঘাত পান ৷ সুস্থ হওয়ার জন্য অস্ত্রোপচারও করা হয়েছে ৷ তার পর থেকে তাঁকে ফিজিওথেরাপি (Physiotherapy) করানো হয় ৷ এই নিয়ে মেডিক্যাল রিপোর্টের কথাও তিনি তুলে ধরেন ৷ তাঁর দাবি, একজন রোগীকে নিয়ে উপহাস করছে বিজেপি ৷ একই সঙ্গে তাঁর দাবি, বিজেপির কাছ থেকে এটাই প্রত্যাশা করা যায় ৷
তবে শুধু বিজেপি নয়, কংগ্রেসও (Congress) এই ইস্যুতে নিশানা করেছে আপকে ৷ সত্য়েন্দ্র জেলে থাকলেও এখনও তিনি মন্ত্রী ৷ কেন তাঁকে মন্ত্রিত্ব থেকে সরানো হয়নি, সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেসের মুখপাত্র অলকা লাম্বা ৷ আর এই প্রশ্নের উত্তর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দেওয়া উচিত বলে তিনি মনে করেন ৷
আরও পড়ুন: তিহার জেলে কেজরির মন্ত্রীর 'পা মালিশ'! ভিডিয়ো পোস্ট অমিত মালব্যর