ETV Bharat / bharat

Raghav Chadha Suspended: স্বাধীকার ভঙ্গের অভিযোগে রাজ্যসভা থেকে সাসপেন্ড রাঘব চাড্ডা

রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল আপ সাংসদ রাঘব চাড্ডাকে ৷ শুক্রবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় এই নির্দেশ দেন ৷ তাঁর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে ৷

ETV Bharat
রাঘব চাড্ডা
author img

By

Published : Aug 11, 2023, 5:24 PM IST

নয়াদিল্লি, 11 জুলাই: আপ সাংসদ রাঘব চাড্ডাকে রাজ্যসভা থেকে বরখাস্ত করলেন চেয়ারম্যান জগদীপ ধনকড় ৷ মিসকন্ডাক্ট বা অসংসদীয় ব্যবহারের অভিযোগ আনা হয়েছে রাঘবের বিরুদ্ধে ৷ শুক্রবার রাজ্যসভার চেয়ারম্যান জানিয়েছেন, প্রিভিলেজ কমিটি যতদিন না রাঘবের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে রিপোর্ট দিচ্ছে ততদিন রাজ্যসভার অধিবেশনে যোগ দিতে পারবেন না তিনি ৷ রাজ্যসভার নেতা তথা বিজেপি সাংসদ পীযূষ গোয়েল রাঘবের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের অভিযোগ এনেছিলেন ৷ যদিও রাঘবের দাবি, তিনি দিল্লি পরিষেবা বিলের বিরোধিতা করে বিজেপি নেতাদের প্রশ্ন করেছিলেন, তাদের লালকৃষ্ণ আদবানি ও অটলবিহারী বাজপায়ীর কথা মনে করিয়ে দিয়েছিলেন, সেকারণেই তাঁকে রাজ্যসভা থেকে বরখাস্ত করা হল ৷

  • AAP MP Raghav Chadha suspended from Rajya Sabha for gross violation of rules, contemptuous conduct, pending report of privileges committee

    — Press Trust of India (@PTI_News) August 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিযোগে গোয়েল জানিয়েছেন, একজন সাংসদ হয়েও রাঘব চাড্ডা সংসদের ভিতরে যে ব্যবহার করেছেন তা অত্যন্ত গুরুতর ৷ তাঁর ব্যবহারের জন্য সংসদের কাজকর্ম যেভাবে ব্যহত হয়েছে একটি গুরুতর বিষয় ৷ অসংসদীয় ব্যবহার করেছেন তিনি ৷ তাই কষ্ট হলেও আপ সাংসদের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে ৷

  • VIDEO | “Am I guilty because I questioned the leaders of the biggest party in the world inside the Parliament or am I guilty because I put forth my point on Delhi Services bill and demanded justice from them?” says AAP MP @raghav_chadha on his suspension from Rajya Sabha.… pic.twitter.com/NpXwLdHomu

    — Press Trust of India (@PTI_News) August 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় জানিয়েছেন, শুধু বাদল অধিবেশনের জন্য নয়, যতদিন না প্রিভিলেজ কমিটির রিপোর্ট আসছে ততদিন অধিবেশনে যোগ দিতে পারবেন না রাঘব চাড্ডা ৷ এর আগে রাজ্যসভার চার সাংসদ সস্মিত পাত্র, এস ফাঙ্গনন কোনাক, এম থাম্বিদুরাই ও নরহরি আমিন রাঘবের বিরুদ্ধে তাঁদের সই জাল করার অভিযোগ এনেছিলেন ৷

আরও পড়ুন: মণিপুর জ্বলছে আর সংসদে দাঁড়িয়ে 'জোকস' প্রধানমন্ত্রীর, তীব্র আক্রমণ রাহুলের

দিল্লি বিলকে সংসদের সিলেক্ট কমিটির কাছে পাঠানোর সুপারিশ করেছিলেন রাঘব চাড্ডা ৷ এই চার সাংসদের অভিযোগ ছিল, তাঁদের অনুমতি না নিয়েই রাঘব সেই সংক্রান্ত প্রস্তাবে জোর করে তাদের নাম ঢুকিয়ে দেন ৷ এরপরেই এই আপ সাংসদের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের অভিযোগ উঠেছিল ৷ তবে আপ নেতৃত্বের অভিযোগ, শুধু মাত্র বিজেপির কথা শুনে একতরফা সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান ৷ আপ সাংসদ সুশীল গুপ্তা জানিয়েছেন রাঘব চাড্ডাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি ৷ এর আগে বৃহস্পতিবার, স্বাধীকার ভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয় লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকেও ৷ প্রিভিলেজ কমিটি যতদিন না রিপোর্ট দিচ্ছে ততদিন অধিবেশনে যোগ দিতে পারবেন না অধীরও ৷

নয়াদিল্লি, 11 জুলাই: আপ সাংসদ রাঘব চাড্ডাকে রাজ্যসভা থেকে বরখাস্ত করলেন চেয়ারম্যান জগদীপ ধনকড় ৷ মিসকন্ডাক্ট বা অসংসদীয় ব্যবহারের অভিযোগ আনা হয়েছে রাঘবের বিরুদ্ধে ৷ শুক্রবার রাজ্যসভার চেয়ারম্যান জানিয়েছেন, প্রিভিলেজ কমিটি যতদিন না রাঘবের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে রিপোর্ট দিচ্ছে ততদিন রাজ্যসভার অধিবেশনে যোগ দিতে পারবেন না তিনি ৷ রাজ্যসভার নেতা তথা বিজেপি সাংসদ পীযূষ গোয়েল রাঘবের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের অভিযোগ এনেছিলেন ৷ যদিও রাঘবের দাবি, তিনি দিল্লি পরিষেবা বিলের বিরোধিতা করে বিজেপি নেতাদের প্রশ্ন করেছিলেন, তাদের লালকৃষ্ণ আদবানি ও অটলবিহারী বাজপায়ীর কথা মনে করিয়ে দিয়েছিলেন, সেকারণেই তাঁকে রাজ্যসভা থেকে বরখাস্ত করা হল ৷

  • AAP MP Raghav Chadha suspended from Rajya Sabha for gross violation of rules, contemptuous conduct, pending report of privileges committee

    — Press Trust of India (@PTI_News) August 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিযোগে গোয়েল জানিয়েছেন, একজন সাংসদ হয়েও রাঘব চাড্ডা সংসদের ভিতরে যে ব্যবহার করেছেন তা অত্যন্ত গুরুতর ৷ তাঁর ব্যবহারের জন্য সংসদের কাজকর্ম যেভাবে ব্যহত হয়েছে একটি গুরুতর বিষয় ৷ অসংসদীয় ব্যবহার করেছেন তিনি ৷ তাই কষ্ট হলেও আপ সাংসদের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে ৷

  • VIDEO | “Am I guilty because I questioned the leaders of the biggest party in the world inside the Parliament or am I guilty because I put forth my point on Delhi Services bill and demanded justice from them?” says AAP MP @raghav_chadha on his suspension from Rajya Sabha.… pic.twitter.com/NpXwLdHomu

    — Press Trust of India (@PTI_News) August 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় জানিয়েছেন, শুধু বাদল অধিবেশনের জন্য নয়, যতদিন না প্রিভিলেজ কমিটির রিপোর্ট আসছে ততদিন অধিবেশনে যোগ দিতে পারবেন না রাঘব চাড্ডা ৷ এর আগে রাজ্যসভার চার সাংসদ সস্মিত পাত্র, এস ফাঙ্গনন কোনাক, এম থাম্বিদুরাই ও নরহরি আমিন রাঘবের বিরুদ্ধে তাঁদের সই জাল করার অভিযোগ এনেছিলেন ৷

আরও পড়ুন: মণিপুর জ্বলছে আর সংসদে দাঁড়িয়ে 'জোকস' প্রধানমন্ত্রীর, তীব্র আক্রমণ রাহুলের

দিল্লি বিলকে সংসদের সিলেক্ট কমিটির কাছে পাঠানোর সুপারিশ করেছিলেন রাঘব চাড্ডা ৷ এই চার সাংসদের অভিযোগ ছিল, তাঁদের অনুমতি না নিয়েই রাঘব সেই সংক্রান্ত প্রস্তাবে জোর করে তাদের নাম ঢুকিয়ে দেন ৷ এরপরেই এই আপ সাংসদের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের অভিযোগ উঠেছিল ৷ তবে আপ নেতৃত্বের অভিযোগ, শুধু মাত্র বিজেপির কথা শুনে একতরফা সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান ৷ আপ সাংসদ সুশীল গুপ্তা জানিয়েছেন রাঘব চাড্ডাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি ৷ এর আগে বৃহস্পতিবার, স্বাধীকার ভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয় লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকেও ৷ প্রিভিলেজ কমিটি যতদিন না রিপোর্ট দিচ্ছে ততদিন অধিবেশনে যোগ দিতে পারবেন না অধীরও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.