ETV Bharat / bharat

AAP MLA Arrested: বাড়ি থেকে উদ্ধার নগদ টাকা, লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র! গ্রেফতার আপ বিধায়ক আমানতুল্লাহ খান

আম আদমি পার্টি (এএপি) বিধায়ক আমানতুল্লাহ খানকে গ্রেফতার করল দিল্লির দুর্নীতি দমন শাখা (এসিবি) (AAP MLA Amanatullah Khan arrested) ।

Etv Bharat
Amanatullah Khan
author img

By

Published : Sep 16, 2022, 10:56 PM IST

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: দিল্লি ওয়াকফ বোর্ডে অনিয়মের অভিযোগ । ঘণ্টাখানেক ধরে জিজ্ঞাসাবাদের পর আম আদমি পার্টি (এএপি) বিধায়ক আমানতুল্লাহ খানকে গ্রেফতার (AAP MLA Amanatullah Khan arrested) করল দিল্লির দুর্নীতি দমন শাখা (Delhi Waqf board) ।

এদিন এসিবি আমানতুল্লাহ খানের বাড়ি এবং অন্যান্য স্থানে তল্লাশি চালিয়েছিল । তাঁর কাছ থেকে নগদ 24 লক্ষ টাকা এবং একটি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছিল । তারপরেই দু'বছরের পুরনো দুর্নীতির মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিধায়ককে নোটিশ দেওয়া হয় ৷

ওখলার বিধায়ককে শুক্রবার দুপুর 12টায় মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল । দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান দাবি করেছিলেন যে তিনি একটি নতুন ওয়াকফ বোর্ড অফিস তৈরি করার কারণে তাঁকে তলব করা হয়েছে ।

আরও পড়ুন: আপ বিধায়ককে চড় স্বামীর, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

এক কর্মকর্তা বলেন, শুক্রবার আমানতুল্লাহ খানের বাড়ি এবং অন্যান্য স্থানে তল্লাশি চালানো হয় । একটি জায়গা থেকে নগদ 24 লক্ষ টাকা, একটি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র এবং কিছু কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে ।

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: দিল্লি ওয়াকফ বোর্ডে অনিয়মের অভিযোগ । ঘণ্টাখানেক ধরে জিজ্ঞাসাবাদের পর আম আদমি পার্টি (এএপি) বিধায়ক আমানতুল্লাহ খানকে গ্রেফতার (AAP MLA Amanatullah Khan arrested) করল দিল্লির দুর্নীতি দমন শাখা (Delhi Waqf board) ।

এদিন এসিবি আমানতুল্লাহ খানের বাড়ি এবং অন্যান্য স্থানে তল্লাশি চালিয়েছিল । তাঁর কাছ থেকে নগদ 24 লক্ষ টাকা এবং একটি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছিল । তারপরেই দু'বছরের পুরনো দুর্নীতির মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিধায়ককে নোটিশ দেওয়া হয় ৷

ওখলার বিধায়ককে শুক্রবার দুপুর 12টায় মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল । দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান দাবি করেছিলেন যে তিনি একটি নতুন ওয়াকফ বোর্ড অফিস তৈরি করার কারণে তাঁকে তলব করা হয়েছে ।

আরও পড়ুন: আপ বিধায়ককে চড় স্বামীর, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

এক কর্মকর্তা বলেন, শুক্রবার আমানতুল্লাহ খানের বাড়ি এবং অন্যান্য স্থানে তল্লাশি চালানো হয় । একটি জায়গা থেকে নগদ 24 লক্ষ টাকা, একটি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র এবং কিছু কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.