ETV Bharat / bharat

AAP MLA Arrested: বাড়ি থেকে উদ্ধার নগদ টাকা, লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র! গ্রেফতার আপ বিধায়ক আমানতুল্লাহ খান - AAP MLA Arrested

আম আদমি পার্টি (এএপি) বিধায়ক আমানতুল্লাহ খানকে গ্রেফতার করল দিল্লির দুর্নীতি দমন শাখা (এসিবি) (AAP MLA Amanatullah Khan arrested) ।

Etv Bharat
Amanatullah Khan
author img

By

Published : Sep 16, 2022, 10:56 PM IST

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: দিল্লি ওয়াকফ বোর্ডে অনিয়মের অভিযোগ । ঘণ্টাখানেক ধরে জিজ্ঞাসাবাদের পর আম আদমি পার্টি (এএপি) বিধায়ক আমানতুল্লাহ খানকে গ্রেফতার (AAP MLA Amanatullah Khan arrested) করল দিল্লির দুর্নীতি দমন শাখা (Delhi Waqf board) ।

এদিন এসিবি আমানতুল্লাহ খানের বাড়ি এবং অন্যান্য স্থানে তল্লাশি চালিয়েছিল । তাঁর কাছ থেকে নগদ 24 লক্ষ টাকা এবং একটি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছিল । তারপরেই দু'বছরের পুরনো দুর্নীতির মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিধায়ককে নোটিশ দেওয়া হয় ৷

ওখলার বিধায়ককে শুক্রবার দুপুর 12টায় মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল । দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান দাবি করেছিলেন যে তিনি একটি নতুন ওয়াকফ বোর্ড অফিস তৈরি করার কারণে তাঁকে তলব করা হয়েছে ।

আরও পড়ুন: আপ বিধায়ককে চড় স্বামীর, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

এক কর্মকর্তা বলেন, শুক্রবার আমানতুল্লাহ খানের বাড়ি এবং অন্যান্য স্থানে তল্লাশি চালানো হয় । একটি জায়গা থেকে নগদ 24 লক্ষ টাকা, একটি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র এবং কিছু কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে ।

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: দিল্লি ওয়াকফ বোর্ডে অনিয়মের অভিযোগ । ঘণ্টাখানেক ধরে জিজ্ঞাসাবাদের পর আম আদমি পার্টি (এএপি) বিধায়ক আমানতুল্লাহ খানকে গ্রেফতার (AAP MLA Amanatullah Khan arrested) করল দিল্লির দুর্নীতি দমন শাখা (Delhi Waqf board) ।

এদিন এসিবি আমানতুল্লাহ খানের বাড়ি এবং অন্যান্য স্থানে তল্লাশি চালিয়েছিল । তাঁর কাছ থেকে নগদ 24 লক্ষ টাকা এবং একটি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছিল । তারপরেই দু'বছরের পুরনো দুর্নীতির মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিধায়ককে নোটিশ দেওয়া হয় ৷

ওখলার বিধায়ককে শুক্রবার দুপুর 12টায় মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল । দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান দাবি করেছিলেন যে তিনি একটি নতুন ওয়াকফ বোর্ড অফিস তৈরি করার কারণে তাঁকে তলব করা হয়েছে ।

আরও পড়ুন: আপ বিধায়ককে চড় স্বামীর, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

এক কর্মকর্তা বলেন, শুক্রবার আমানতুল্লাহ খানের বাড়ি এবং অন্যান্য স্থানে তল্লাশি চালানো হয় । একটি জায়গা থেকে নগদ 24 লক্ষ টাকা, একটি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র এবং কিছু কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.