ETV Bharat / bharat

Wrestlers Protest: ভিনেশদের পুলিশি হেনস্তার ঘটনায় বৈঠকে আপ; নিন্দায় সরব মহিলা কমিশন

বুধবার গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে যন্তর মন্তর ৷ দিল্লি পুলিশের সঙ্গে হাতাহাতি জড়ান কুস্তিগীরদের ৷ বজরং পুনিয়াদের অভিযোগ, দিল্লি পুলিশ তাঁদের সঙ্গে অত্যাচার করছে ৷ এমনকী ঘটনায় দুই কুস্তিগীর আহতও হয়েছেন। সেই ঘটনায় এবার হস্তক্ষেপ করল আম আদমি পার্টি ৷ সেই সঙ্গে নিন্দায় সরব হয়েছেন মহিলা কমিশন, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও প্রিয়াঙ্কা গান্ধিও ৷

Wrestlers Protest
ভিনেশদের পুলিশি হেনস্তার ঘটনায় বৈঠকে আপ
author img

By

Published : May 4, 2023, 1:54 PM IST

নয়াদিল্লি, 4 মে: জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের গ্রেফতারি চেয়ে দিল্লির যন্তর মন্তরে চলছে কুস্তিগীরদের আন্দোলন। বুধবার মধ্যরাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেখানে ৷ আচমকাই দিল্লি পুলিশ এবং কুস্তিগীরদের মধ্যে শুরু হয় হাতাহাতি ৷ বজরং পুনিয়াদের অভিযোগ, দিল্লি পুলিশ তাঁদের সঙ্গে অত্যাচার করছে ৷ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ হাসপাতালে ভরতি করা হয়েছে আহত কুস্তিগীরদের ৷ ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক ৷ ভিনেশদের উপর পুলিশি হেনস্তার ঘটনায় তড়িঘড়ি বৈঠক ডাকেন দিল্লির আম আদমি পার্টির আহ্বায়ক গোপাল রাই ৷

বজরংরা জানিয়েছেন, মধ্যরাতে দিল্লি পুলিশ এসে তাঁদের সঙ্গে অভব্য আচরণ করে ৷ আচমকাই এসে মারধর করা হয় তাঁদের, এমনকী মহিলা কুস্তিগীরদেরও গালিগালাজও করা হয়েছে বলে মারাত্মক অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। গতকাল সেখানে বৃষ্টি হওয়ায় মাটি ভিজে ছিল ৷ তাই বিক্ষোভস্থলে খাট পেতে শোওয়ার চেষ্টা করছিলেন কুস্তিগীররা ৷ তখনই পুলিশ তাঁদের বাধা দেয়। অন্য়দিকে, ডিসিপি প্রণব তায়াল জানিয়েছেন, তাঁরা বাধা দিলেও কুস্তিগীররা খাট পাততে অনড় থাকেন ৷ এরপরই শুরু হয় ধাক্কধাক্কি ৷ আর তাতেই পরিস্থিতি চরমে পৌঁছয়।

  • अपनी कड़ी मेहनत और लगन से देश व अपने परिवार का नाम रोशन करने वाली महिला खिलाड़ियों के आंसू देखकर बहुत दुख होता है।

    इनकी सुनवाई हो और न्याय दिया जाए। pic.twitter.com/ofZwrd7m3R

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কান্নায় ভেঙে পড়লেন সাক্ষী, মধ্যরাতে যন্তর মন্তরে পুলিশি হেনস্তা কুস্তিগীরদের!

ডিসিপি তায়াল আরও বলেছেন, কুস্তিগীরদের অভিযোগ দায়ের করতে বলা হয়েছে ৷ যার বিরুদ্ধে তাঁরা 'মাতাল' বলে অভিযোগ করেছেন ৷ ওই অভিযুক্তকে মেডিক্যাল চেকআপ করানো হবে ৷ তাতে সে যদি দোষী প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷ অন্যদিকে এই ঘটনায় সরব হয়েছেন দিল্লি মহিলা কমিশন স্বাতী মালিয়াল, প্রিয়াঙ্কা গান্ধি, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ অনেকেই ৷ এই ঘটনার পর অবস্থানরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে যান দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিয়াল ৷ কিন্তু আন্দোলনকারী কুস্তিগীরদের সঙ্গে দেখা করার আগেই পুলিশ তাঁকে আটক করে ৷ এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷

  • देश के चैम्पियन खिलाड़ियों के साथ इतना ग़लत बर्ताव..? ये बेहद दुखद और शर्मनाक है।

    घमंड में पूरी भाजपा का दिमाग़ ख़राब हो चुका है। ये लोग सिर्फ़ गुंडागर्दी से सारा सिस्टम हाँकना चाहते हैं। पूरे सिस्टम का मज़ाक़ बनाकर रख दिया है इन्होंने।

    देश के सभी लोगों से मेरी अपील- अब बस…… https://t.co/4R5mj12kOk

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) May 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়াদিল্লি, 4 মে: জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের গ্রেফতারি চেয়ে দিল্লির যন্তর মন্তরে চলছে কুস্তিগীরদের আন্দোলন। বুধবার মধ্যরাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেখানে ৷ আচমকাই দিল্লি পুলিশ এবং কুস্তিগীরদের মধ্যে শুরু হয় হাতাহাতি ৷ বজরং পুনিয়াদের অভিযোগ, দিল্লি পুলিশ তাঁদের সঙ্গে অত্যাচার করছে ৷ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ হাসপাতালে ভরতি করা হয়েছে আহত কুস্তিগীরদের ৷ ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক ৷ ভিনেশদের উপর পুলিশি হেনস্তার ঘটনায় তড়িঘড়ি বৈঠক ডাকেন দিল্লির আম আদমি পার্টির আহ্বায়ক গোপাল রাই ৷

বজরংরা জানিয়েছেন, মধ্যরাতে দিল্লি পুলিশ এসে তাঁদের সঙ্গে অভব্য আচরণ করে ৷ আচমকাই এসে মারধর করা হয় তাঁদের, এমনকী মহিলা কুস্তিগীরদেরও গালিগালাজও করা হয়েছে বলে মারাত্মক অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। গতকাল সেখানে বৃষ্টি হওয়ায় মাটি ভিজে ছিল ৷ তাই বিক্ষোভস্থলে খাট পেতে শোওয়ার চেষ্টা করছিলেন কুস্তিগীররা ৷ তখনই পুলিশ তাঁদের বাধা দেয়। অন্য়দিকে, ডিসিপি প্রণব তায়াল জানিয়েছেন, তাঁরা বাধা দিলেও কুস্তিগীররা খাট পাততে অনড় থাকেন ৷ এরপরই শুরু হয় ধাক্কধাক্কি ৷ আর তাতেই পরিস্থিতি চরমে পৌঁছয়।

  • अपनी कड़ी मेहनत और लगन से देश व अपने परिवार का नाम रोशन करने वाली महिला खिलाड़ियों के आंसू देखकर बहुत दुख होता है।

    इनकी सुनवाई हो और न्याय दिया जाए। pic.twitter.com/ofZwrd7m3R

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কান্নায় ভেঙে পড়লেন সাক্ষী, মধ্যরাতে যন্তর মন্তরে পুলিশি হেনস্তা কুস্তিগীরদের!

ডিসিপি তায়াল আরও বলেছেন, কুস্তিগীরদের অভিযোগ দায়ের করতে বলা হয়েছে ৷ যার বিরুদ্ধে তাঁরা 'মাতাল' বলে অভিযোগ করেছেন ৷ ওই অভিযুক্তকে মেডিক্যাল চেকআপ করানো হবে ৷ তাতে সে যদি দোষী প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷ অন্যদিকে এই ঘটনায় সরব হয়েছেন দিল্লি মহিলা কমিশন স্বাতী মালিয়াল, প্রিয়াঙ্কা গান্ধি, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ অনেকেই ৷ এই ঘটনার পর অবস্থানরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে যান দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিয়াল ৷ কিন্তু আন্দোলনকারী কুস্তিগীরদের সঙ্গে দেখা করার আগেই পুলিশ তাঁকে আটক করে ৷ এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷

  • देश के चैम्पियन खिलाड़ियों के साथ इतना ग़लत बर्ताव..? ये बेहद दुखद और शर्मनाक है।

    घमंड में पूरी भाजपा का दिमाग़ ख़राब हो चुका है। ये लोग सिर्फ़ गुंडागर्दी से सारा सिस्टम हाँकना चाहते हैं। पूरे सिस्टम का मज़ाक़ बनाकर रख दिया है इन्होंने।

    देश के सभी लोगों से मेरी अपील- अब बस…… https://t.co/4R5mj12kOk

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) May 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.